নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাথেই থাকুন…… ধন্যবাদ:-)

জে আর শুভ

ফেসবুকে আমিঃ www.facebook.com/zrshuvoo

জে আর শুভ › বিস্তারিত পোস্টঃ

শুধু ইমোশনে হিট করে!

০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৪৭


প্রিয় দলের পতাকা দেখে কেনার শখ জাগালো...

জিজ্ঞেস করলাম, "দাম কত?"

বলে, "একদাম ১০০ টাকা..."

বললাম, "দল বাদ পড়ে গেলে ঠিকই ১০ টাকা হলেও দিয়ে দিবি হারামজাদা... "

কথাটা শুনার পর তার সে কি হাসি...

বললাম, "তোর হাসি দেখেই মন ভরে গেছে, পতাকা কিনুম না, তুই পেটে হাত দিয়া বইসা থাক!!"

হারামীটা আমাকে বলে, "পেটে হাত দিয়েই বইসা আছি মামা, পতাকা বেচবার পারিনাই আইজকা... "

বললাম, "এসব ভিনদেশি পতাকা কিনে টাকা নষ্ট না করার চাইতে সেই টাকা দিয়ে পথশিশুরে জামা কিনে দিব... বুঝলি?"

হারামীটা বলল, "আপনে হয়ত পতাকার টেকা দিয়া জামা কিন্না একটা বাদাইম্মার ঈদ কাটানোর ব্যবস্থা করবেন, কিন্তু আপনের কাছে একটা পতাকা বেচতে পারলে আমার ঘরের তিনটা বাদাইম্মার পেটে দুইটা দানাপানি পড়ব...."

ঝাড়ি দিয়ে বললাম, "চুপ কর বেয়াদব.. বেশি কথা বলিস??"

কাঁধ থেকে পতাকার বাঁশটা নামিয়ে ছোটলোকটা আমাকে বলল, "মামা, পেট ভরা থাকলে আমাগো সব দিনই ঈদের দিন..."

কথাটা শুনার পর কিচ্ছু বললাম না, মনে হচ্ছিল তার কাঁধের বাঁশটা আমাকেই দিয়ে দিল...
ফেসবুকে ভিনদেশি পতাকা কেনার নেতিবাচক দিক নিয়ে সুশীলদের লাইনের পর লাইন লেখা দেখে আমি নিজেও অভিভূত!
আর তাই নিজের স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী বজায় রাখতে গিয়ে হারামীটার কাছ থেকে উল্টা মোটিভেটেড হয়ে ফিরে যেতে হল...

এরা আসলেই অমানুষ, শুধু ইমোশনে হিট করে...

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

জে আর শুভ বলেছেন: ধন্যবাদ :)

২| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: ভালোবাসা বিহীন সম্পর্ক গুলোকে অব্যহতি দিলাম !

আমি এখন বিচ্ছেদকেই কেবল ভালোবাসবো ...

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

জে আর শুভ বলেছেন: এমন সিদ্ধান্তের কারণ??

৩| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"মামা, পেট ভরা থাকলে আমাগো সব দিনই ঈদের দিন..."

ঐ ছোটলোক(!!) গুলোকে আমি পছন্দ করি!!!;)
আর যাই হোক, ওরা ঘুষ খায় না, দুর্নীতি করে না!!:)

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

জে আর শুভ বলেছেন: ঠিক বলেছেন

৪| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: এক মাত্র রাষ্ট্রীয় স্বার্থ ছাড়া আমাদের দেশে ভিনদেশী পতাকা উড়ানোর পক্ষে আমি নই।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

জে আর শুভ বলেছেন: এক এক জনের চিন্তা এক এক কোন থেকে.। আপনার চিন্তাকেও সাধুবাদ জানাই

৫| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

একদম_ঠোঁটকাটা বলেছেন: ছেলেটির কথায় আমি মুগ্ধ।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

জে আর শুভ বলেছেন: আমিও

৬| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

ওমেরা বলেছেন: হারামী কি আদর করে বল্লেন নাকি রাগ করে ? যাক আপনি যেই ভাবেই বলেন কা্উকে হারামী বলে ঠিক না ।

৭| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছেলেটা তো খুবই সত্যি কথা বলেছে। তাকে ধন্যবাদ দিতে পারতেন।

৮| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৪১

অর্থনীতিবিদ বলেছেন: প্রতিটা কাজের পিছনেই একটা প্রেক্ষাপট আছে যা আমরা দেখতে পাই না। পতাকা ফেরি করা লোকগুলো সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে কিছু আয় করে পরিবার পরিজনের জন্য খাবার কেনার উদ্দেশ্যে। পতাকা বিক্রির বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই তাদের উচিত হবে অন্য কোনো কিছু ফেরি করা।

৯| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা পক্ষ এটার উপরই নির্ভর করে কিছু টাকা কামাবে। তাই পুরোপুরি বন্ধ করাও যাবে না। হায়রে আমার বাংলাদেশ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.