নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“সাহায্য হতে পারে পথে ঘাঁটে, অচেনা কোন স্থানে, অপরিচিত কাউকে অথবা পরিবারের আদরের ছোট্ট অভিমানী বোনকে”

আমি একজন রোভার স্কাউট, রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বতঃস্ফূর্ত একজন কর্মী । আামি বর্তমানে থাকি চট্টগ্রামে । পড়ি চট্টগ্রাম কলেজে ।

› বিস্তারিত পোস্টঃ

শেষ ভরসা বন্দুকযুদ্ধ ?

২১ শে মে, ২০১৮ সকাল ৯:৪১


র‍্যাব-> বন্দুকযুদ্ধ-> মাদক ব্যবসায়ী

প্রধানমন্ত্রীঃ মাদকের বিরুদ্ধে সক্রিয় হোন..! (র‍্যাবকে)

স্বরাষ্ট্রমন্ত্রীঃ মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ।

লে. কর্নেল মিফতাঃ আজকের মধ্যে মাদক ব্যাবসা ছাড়তে হবে। নইলে কাল বড় বিপদ অপেক্ষা করছে..। (র‍্যাব-৭)


ঘোষণা দিয়ে এবার মাদকবিরোধী অভিযান (পড়ুন ক্রসফায়ার) শুরু হয়েছে ।

৩মে তে প্রধানমন্ত্রীর নির্দেশের পর, গা ঝাঁড়া দিয়ে উঠেছে র‍্যাব...!

ফলাফলঃ ওই দিন থেকেই ক্রসফায়ার / বন্ধুকযুদ্ধ শুরু হয়েছে..!

তবে পুরোদমে শুরু হয়েছে গত সোমবার র‍্যাবের ঘোষণার পর থেকে, প্রতিদিনই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে, প্রতিদিন আগের দিনের চেয়ে বেশি নিহতের ঘটনা ঘটছে ।
গতকাল রাতেও ৮ জন নিহত..!

মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, তাদের নির্মূল করাকে আমি সমর্থন করি,

যেখানেই মাদক ব্যবসায়ী, সেখানেই ক্রসফায়ার...!!!

দেখা যাক, শেষ পর্যন্ত কি দাঁড়ায়,?

মাদক নির্মূল, না নতুন করে উত্থান....!!!!

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: মাদক ভয়াবহ আকার ধারন করেছে।
কাজেই কঠিন ব্যবস্থা নিতেই হবে।

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:২৩

বলেছেন: কঠিন ব্যবস্থাই তো নেওয়া হচ্ছে, প্রতিদিনই ক্রসফায়ার চলছে

২| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:০৭

হাঙ্গামা বলেছেন: সামনে ঈদ।
সবাই সাবধান থাকবেন।
পকেটে গাঁজা ঢুকাইয়া দিয়া ক্রস্ফায়ারে পাঠাইতে পারে, বাঁচতে হইলে বড় অঙ্কের মাল ঢালতে হবে।

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:২৫

বলেছেন: আমার খুব পরিচিত সহজসরল কয়েকজন এমন ভুক্তভোগী,

আমার পরামর্শ, আমার মত স্টুডেন্ট হলে সবসময় আইডি কার্ড বহন করতে হবে,

৩| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:১০

ঢাবিয়ান বলেছেন: যথেষ্ঠ সন্দেহজনক ব্যপারটা।ইয়াবা ব্যবসায়ীরা সরকারের ঘনিষ্ঠজন। পিএম এর বিভিন্ন সফরে সফরসঙ্গী হিসেবে দেখা গেছে ইয়াবা ব্যবসায়ীদের।

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:২৭

বলেছেন: দেখা যাক, তারাও ক্রসফায়ারের কবলে পড়ে কি না??
হাহা

এটা ভাবাও পাপ অবশ্য

৪| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৩১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার নাম কোথায়? ভূতুরে নাকি!!

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৪

বলেছেন: কেন আমি ভুতুড়ে, তা আজও জানি না...!!!

ভুতুড়ে থাকার কোন ইচ্ছা ছিলো না, গত ৩ বছরেও আইডি ঠিক হলো না দেখে, ভুতুড়ে আইডি দিয়েই ব্লগিং করার সিদ্ধান্ত নিলাম,


এখন থেকে এভাবেই ব্লগিং চলবে,

সব কিছুতেই নাক গলাবো.....

৫| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৩১

আল ইফরান বলেছেন: এইভাবে ক্রসফায়ারে হত্যা করাটা একধরনের বর্বরতা, সিভিল এডমিনিস্ট্রেশনের ব্যর্থতার চুড়ান্ত পরিচায়ক,
দিন শেষে ডার্ক জাস্টিস কোন দীর্ঘমেয়াদি সমাধানের পথ দেখায় না, বরং সমস্যাকে আরো ঘনীভুত করে।
এক কক্সবাজারের বদি আর তার ভাইদের আইনের আওতায় এনে প্রসিকিউট করতে পারলে দেশে ইয়াবা সমস্যা দুই তৃতীয়াংশ এমনিতেই বন্ধ হয়ে যাবে, এই ধরনের অন্যায় হত্যার প্রয়োজন হয় না।

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৮

বলেছেন: আইনশৃঙ্খলা বাহিনী পারছে না দেখেই তো, চরম পন্থা অবলম্বন করছে
এটা কোন ভাবেই সমর্থনযোগ্য নয়,

আমি এর প্রতিকার আশা করি...

আশা করি সবারই সুবুদ্ধির উদয় হবে,

দেশ এগিয়ে যাবে,

আমি আশাবাদী

৬| ২১ শে মে, ২০১৮ দুপুর ১২:১৯

ইনাম আহমদ বলেছেন: গতকালকের প্রথম আলো পত্রিকা থেকে তোলা, তাইনা?

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:২৯

বলেছেন: জ্বী ভাই, সেখান থেকেই তথ্য নেওয়া, এবং আমার মতামত

৭| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: মাদকতা মুক্ত শান্তিময় সমাজ সকলেই চায়। তবে এটা একটা সঙ্কটও বটে। আমাদের স্মরণ আছে নিশ্চয়, গত বছর আমাদের র‍্যাব এক যুবককে অন্যায়ভাবে পঙ্গু করে দেয়। এর আগে সাতজন র‍্যাবকে শাস্তি দেয়া হয় এক নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে।
আমরা চাই, আমাদের দেশের ছাত্রদের এ অন্যায় থেকে ফিরিয়ে আনতে, তবে এভাবে না। একরাত্রে যদি ৯জন মারা যায় তাহলে ১ মাসে ক'জন হয়?

আমাদের সতর্ক থাকতে হবে, যেন এই অপরাধীদের ধরতে গিয়ে আমাদের নিরপরাধ ছেলেমেয়েরা অন্যায়ভাবে লোকান্তরিত (নিহত) না হয়

২১ শে মে, ২০১৮ দুপুর ২:১৩

বলেছেন: বিচারবিহীন হত্যাকান্ড কখনোই সমর্থনযোগ্য নয়,

আমাদেরকে সচেতন হতে হবে

৮| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন:
আপনার ব্লগের নিক নেইম কোথায়?

২১ শে মে, ২০১৮ দুপুর ২:১৪

বলেছেন: আমার নিক হারিয়ে গেছে... হাহা

৯| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:২৪

কাইকর বলেছেন: একমত আমি

২১ শে মে, ২০১৮ দুপুর ২:১৫

বলেছেন: কিসে একমত আপনি??

মাদক ব্যবসায়, নাকি ক্রসফায়ারে???

১০| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:৩০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ঠিক এখন থেকে এভাবেই চলতে থাকুক ব্লগিং। :P

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণার জন্য....

১১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:১১

ভুয়া মফিজ বলেছেন: গোড়া ঠিক রেখে আগা ছাটলে আগাছা কোনদিনই পরিস্কার হবে না। কয়েকটা পালের গোদাকে ক্রস-ফায়ারে দিলে সদিচ্ছা বোঝা যেতো।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

বলেছেন: পালের গোদাদের কে ক্রসফায়ারে দেওয়া কেমন অসম্ভব বস্তু, সেটা আপনিও যেমন জানেন আমিও তেমনি জানি।
এ দেশে ইহা সম্ভব নহে...

১২| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:১৬

খায়রুল আহসান বলেছেন: বিনা বিচারে প্রাণ সংহার ছাড়া মাদক নিয়ন্ত্রণের আর কি অন্য কোন উপায় ছিল না? প্রাণ একবার নিয়ে নিলে আর তো ফেরত দেয়া যায় না!

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

বলেছেন: দেয়ালে পিঠ ঠেকে গেছে...

যার কারনে চরমপন্থা অবলম্বন করা হচ্ছে,


এতে কোন লাভ হবে কি না কে জানে...??


কারন "রুই-কাতলা"রা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে...

১৩| ২২ শে মে, ২০১৮ রাত ১:০৫

শামচুল হক বলেছেন: মাদক নিয়ন্ত্রণ করা দরকার।

১৪| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:২০

মেহেদী সৌরভ বলেছেন: চিন্তার বিষয়

১৫| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:১১

পবন সরকার বলেছেন: মাদকের জ্বালায় রাস্তায় বের হওয়া মুশকিল।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: TUKI

১৭| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:



মাদক নিয়ন্ত্রন হচ্ছে না । আসলে প্রতিদিন ব্যবহার বাড়ছে তাই ব্যবসায়ি ও বাড়ছে । এতে সরকার ও আছে । কিন্তু সেটা কেউ বলছে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.