![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ ব্যাপারটা আপেক্ষিক। কেউ দুই টাকা পেয়ে রাজ্য জয় করা হাসি দেয় আবার করো দুই কোটি টাকায় মন ভরেনা। কেউ পাখি, কিরনমালা জামা না পেয়ে আত্মহত্যা করে আবার কেউ নূন্যতম লজ্জা নিবারনের পোশাকও পায় না, শীতের দিনে গরম কাপড়ের অভাবে মারা যায় অনেকে।
.
কারো কাপড় নেই কিন্তু আমার লজ্জা নিবারনের পর্যাপ্ত পোশাক আছে,
আছে উত্সবের জন্য নতুন পোশাক। তারপরও আফসোস করি এটা পাইনি ওটা পাইনি, না পেয়ে আত্মহত্যা করি অনেকে। আজ অপেক্ষার ঈদের দিনটি ক্যালেন্ডারের পাতা থেকে গত হলো। সাথে অবসান হলো স্পেশাল হরেক রকম পরিকল্পনার। আমার দিনটিও কেটে গিয়েছে,
আলহামদুলিল্লাহ অনেক ভাল ভাবেই পার হয়েছে। কিন্তু স্পেশাল ভাবে ঈদের শপিং নিয়ে ভাবার সুযোগ যদিও হয়নি। হয়ত সামার্থ ছিল বিলাসীতা এরাতে বিরত থাকা। আবার সামর্থ যে খুব ভাল ছিল তাও বলা সম্ভব নয় তবু পার হয়েছে। আসলে আমার সামর্থ বা অসমর্থর কথা বলা উদ্দেশ্য নয় উদ্দ্যেশ প্রতিবছরই দেখা যায় সামান্য একটা পোশাকের কারণে কত মানুষ আত্মহত্যা করে। কিন্তু আত্মহত্যা করার সময় ওর কি এতটুকু বুক কাঁপে না মনে হয়না, যে মূহুর্ত পেট পুরে খেয়ে নতুন জামা থাকার পরও নির্দিষ্ট ফ্যাশনের একটা পোশাকের জন্য আত্মহত্যা করছে সেই মূহুর্তে চেচনিয়া, বসনিয়া, ইরাক, আফগানীস্তান, ফিলিস্তিন, মায়ানমার, সোমালিয়ার মানুষ মৌলিক অধিকারের পোশাক খাদ্য টুকু পাচ্ছেনা। বিলাসিতায় আমরা শুধুমাত্র আমাদের দেহটাকে অপরজনকে দেখানোর জন্য সাজাচ্ছি। যেটা না দেখালেও হয়ত চলতো। আল্লাহর বিধান নাই বা মানলেন কিন্তু একটা পোশাকের জন্য জীবন দিয়ে নিজের জীবনের সুন্দর দিনগুলো বিসর্জন দেয়ার মানে কি ? প্রতি বছর ব্যাবসায়ীক উদ্দ্যেশে বাজার ছেয়ে যায় ।সৃষ্ট চাহিদার থেকে মূল্য কয়েকধাপ এগিয়ে থাকে। এজন্য সবার ক্রয়ের সামার্থ হবে এমন নয়। আপনজনকে ভালবাসতে শিখুন অপরকে শরীর দেখানোর বদলে শরীর ঢাকতে শিখুন, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর...
©somewhere in net ltd.