![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৎ বন্ধু সঙ্গ ও অসৎ বন্ধু সঙ্গের উপমা হলো মিশকের বাহক ও হাঁপড় ব্যবহারকারী কামার।
একজন মিশকের বাহক হয়তো তোমাকে সুগন্ধি প্রদান করবে অথবা তার থেকে কিছু মিশক ক্রয় করবে। তবে তুমি অবশ্যই সুগন্ধি লাভ করবে।
.
একজন কামারের হাঁপড়ে হয়তো তোমার পোশাক ছিঁড়ে যাবে অথবা তুমি দুর্গন্ধ পাবে।
এজন্য বন্ধু বানাতে সতর্ক হওয়া উচিত। যাকে তাকে বন্ধু বানানো যায় না। কারণ, জীবনে বন্ধুর প্রভাব পড়ে। একজন ভালো বন্ধু একজন খারাপ মানুষকে ভালো বানাতে সাহায্য করতে পারে পক্ষান্তরে খারাপ বন্ধু একজন ভালো মানুষকে নিয়ে যেতে পারে অধঃপতনের অতল গহ্বরে। তাছাড়া হঠাৎ করে কারও সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে অর্থাৎ কোনোরকম বিচার-বিশ্লেষণ ছাড়া বন্ধুত্ব গড়ে উঠলে অনেক সময় দুঃখজনক পরিণতি ঘটতে পারে। বন্ধু এমন একটি সম্পর্ক যা নির্বাচন করে হয় না। যাকে মন থেকে পছন্দ হয় তারাই হয় একজন আরেক জনের পরম বন্ধু। কিন্তু যদিও বন্ধু নির্বাচন করে হয় না তার পরও এর প্রভাব কিন্তু নির্বাচিত। একজন বন্ধুর প্রভাবে একজন মানুষ নিজেকে তার প্রতিচ্ছবি হিসাবেও দেখতে পছন্দ করে। হাজারো উপমা রয়েছে এমন, যে বন্ধুর জন্য নিজের জীবনকেও বাজি রাখতে দ্বিধা করে না মানুষ।
.
প্রয়োজনের মুহূর্ত ছাড়া বন্ধুকে চেনা যায় না। একজন ভালো বন্ধু পাওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো বন্ধুত্বের সম্পর্কের মাঝে কোনো ধরনের স্বার্থ কিংবা প্রাপ্তির চিন্তা মাথায় না রাখা। আমাদের উচিত হবে জীবনের এই উজ্জ্বল সময়ে যাকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করা। ছাত্রছাত্রীদের জন্য ছাত্র জীবনে বন্ধু হওয়া উচিত, সৎ, বুদ্ধিমান, মেধাবী, ধৈর্যশীল, চরিত্রবান, ধার্মিক, সুন্দর মনের অধিকারী, পরোপকারী ও নিরলস। একজন ভালো বন্ধুই পারে পাল্টে দিতে আপনার জীবন, পরিবারের জীবন এমনকি সমগ্র জাতির জীবন।
↓
বন্ধু দিবস নয়, সবাইকে বন্ধুত্বের শুভেচ্ছা
২| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:০৬
জাহিদ নীল বলেছেন: Tnx
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:০৮
আমি শঙ্খচিল বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা ।