![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন কত খবর আসে যে পত্রিকার পাতা ভরে জীবন পাতার অনকে খবর রয়ে যায় অগোচরে...
.
সিলেটের রাজন হত্যা অগচরে ছিলনা বরং আধুনিক মিডিয়াকে ব্যবহার করে ছড়িয়ে দেয়া হয় । নিজেদের অপরাধকে জানান দিয়ে সারা বিশ্বে অপরাধীরাই জানিয়ে দেয়। বিচারহীনতা যে নিরাপরাধ মানুষকেও ধীরে ধীরে নির্মমতা শেখায় তার অন্যতম নিদার্শন হতে পারে রাজনের হত্যাকারীরা। কারণ রাজনের হত্যাকারী কেউ প্রফেশনাল কিলার না বরং বিচারহীনতায় উত্সাহ পেয়ে ধরেই নিয়েছে তার বিচারও হবেনা।
রাজনের পুনরাবৃত্তি ঘটিয়ে নির্মমতার আরেক স্বীকার হলো খুলনার এক শিশু।
খুলনার কবর খানার মোড়ে মোটর সাইকেল গ্যারেজ কাজ করতো ছেলেটি। কিন্তু যখন ছেলেটি কাজ করতে অনিহা দেখিয়ে ফিরে আসতে চায় মোটর গ্যারেজ থেকে তখনই মালিক এর পক্ষে থেকে নেমে শাস্তি। গাড়ির চাকায় হাওয়া দেয়ার মেশিন চালিয়ে হাত পা ধরে পাছায় ভরে দেয়া হয়। ছেলেটির পাছা পেট ফুলে যায়। পেট ফেঁটে নাড়ি ভূড়ি বের হয়ে মারা যায় শিশুটি। মানুষকতটা নির্মম হলে এমন ভাবে হত্যা করতে পারে। হয়ত উত্তাল জনতা যতদিন থাকবে অপরাধী আড়ালে থাকবে তারপর আবার ফিরে আসবে। বিচারহীনতায় সুযোগ পাবে নতুন ভাবে অপরাধী হওয়ার।
.
আমরা বিচারহীনতায় থাকতে চাইনা বিচার চাই অপরাধীর।
©somewhere in net ltd.