![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে এটা মানতেই হবে কিন্তু চান্স প্রাপ্ত সকলেই যে প্রশ্ন পেয়েছে তা নিশ্চিত ভাবে বলা যাবেনা। তবে সচ্ছতায় স্বপ্ন ভাঙলেও মনকে শান্তনা দেয়া যায় যে যারা চান্স পেয়েছে তারা আমার থেকে বেশি মেধাবী বেশি কষ্ট করেছে। কিন্তু যখন দুর্নীতি আর কোটার মাধ্যমে কম পরিশ্রমী আর কম মেধাবীরা স্বপ্নের সিঁড়িতে হেটে বেড়ায় । তখন তাদের পায়ের প্রতিটা আঘাত কিছু পরিশ্রমী ভুক্তভোগীর বুকে লাগে।
.
যখন ৭.৫ % ভ্যাটের বিরূদ্ধে প্রাইভেট ভার্সিটির ছেলে মেয়েরা আন্দোলন করেছে তখন অনেককেই বলতে শুনেছি যেই নিজের স্বার্থে আঘাত এসেছে তখনই এরা প্রতিবাদ করছে। কিন্তু দেশের স্বার্থে জনগনের স্বার্থে দ্রব্য মূল্যের বৃদ্ধি বা গ্যাস তেল বিদ্যুত্ এর দাম বৃদ্ধিতে এরা আন্দোলন করে নাই। এরাই আজ মেডিকেল স্টুডেন্টের আন্দোলনে সমর্থন দিতেছে। তবে বিরোধী আছে কেউ যারা একই কাসুন্দির প্রয়োগ সর্বদা করতে চায়। এরা বলবে আজ মেডিকেলের পরীক্ষার্থীরাও নিজের স্বার্থে আন্দোলন করছে দেশের স্বার্থে যারা ছিল নিশ্চুপ। আমি সর্বদা মধ্যম পন্হা অবলম্বন কারী। তবে অন্যায়কে অন্যায় বলার সত্ সাহসটুকু আল্লাহর রহমতে আছে। পরীক্ষা বাতিল করাকে শতভাগ সাপোর্ট করতে পারছিনা ঐসব ভাই বোনদের জন্য যারা পরীক্ষার প্রশ্ন না পেয়েই চান্স পেয়েছে। পরবর্তী পরীক্ষা যে তাদের সকলের জন্য সুখের বার্তাবয়ে আনবে তা কিন্তু নয়।
.
২০১৪ সালে এইচ এস সি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল এটা প্রমানিত । কিন্তু তারপরও কোন পরীক্ষার্থীকে আমি আন্দোলন করতে দেখিনি যে পরীক্ষা বাতিল করা হোক। পিএসসি জেডিস এস. এস.সি.র বেলায় ও এমনটা হয়েছে। শুধু মাত্র ঢাকার এক অভিভাবক তার মেয়ের ভাল রেজাল্টের প্রতিবাদে মানব বন্ধন করেছে। প্রকাশ্যে কেউ কিছু না বললেও আকারে ইঙ্গিতে তাকে যে মানুষ পাগল বলেছে এটা আমি একশত ভাগ নিশ্চিত।
.
আন্দোলনকারী সকলে যে পরের পরীক্ষায় চান্স পাবে তা কিন্তু নয় তবে রাজারপুকুরে দুধ দেবার সবাই আশায় আছে। কিন্তু দেশের ইস্যুতে এক হতে পারলে সুফলটা প্রায় সবাই ভোগ করতে পারতো। এক বাঙালি একশো হলেও একশো বাঙালি এক হতে পারছেনা। যার ফল স্বরূপ প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। মেডিকেলের প্রশ্ন ফাঁস যার একটি অংশ মাত্র।
.
এজন্য আমাদের একদম শিকড়ে আঘাত হানতে হবে পরিবর্তনের জন্য। যাতে করে সকল অন্যায় অবিচারকে সমূলে নিপাত করার সুযোগ হয়। তাই বলে কারো ক্ষমতায় যাওয়ার বা কাউকে নামানোর সিঁড়ি হওয়া যাবে না। নিজেদের মনের স্বার্থপরতাকে ও বিসর্জন দিতে হবে। আজ আমার ভাইকে মারছে বলে চুপ করে আছি, আমি তো নিরাপদ। কিন্তু কাল যখন তীরটা আমার বুকে নিশানা হবে কি করে আটকাবো ?
তাই এমন শাসন ব্যবস্হা দরকার যেখানে শাসক বিলাসী হবে না বরং ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট হবে। ইতিহাসে এমন শাসক পাওয়া যায় এখন আপনারা খুজে দেখুন, বুঝে নিন কোন সে পথ....
©somewhere in net ltd.