নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৌলবাদী মুসলিম।

জাহিদ নীল

রক্তে আমার সাগর দোলার ছন্দ চাইঅশুভর সাথে আপোষহীন আমি দ্বন্দ চাই

জাহিদ নীল › বিস্তারিত পোস্টঃ

এমন ব্যবসা কি হালাল হবে.?

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। কিন্তু কারো দুর্বলতার সুযোগ গ্রহন কিংবা মজুদদারী করে অধিক মুনাফা অর্জন কখনো বৈধ হবে না।
.
একদিনের সফরে রাজশাহী গিয়েছিলাম। আমি এক না, আমার মতো অসংখ্য মানুষ এসেছিল পদ্মার শহর রাজশাহীতে। বাংলাদেশ রেলওয়ে চাকুরির নিয়োগ পরীক্ষার একাংশ অনুষ্ঠিত হয় রাজশাহী তে। পরীক্ষার্থী আর তার সাথে থাকা অভিভাবকদের সংখ্যা কোন ভাবেই পঞ্চাশ হাজারের কম নয়। অবশ্য এ কারনে রাজশাহীর ব্যবসায়ীদের ব্যবসাও বেড়ে যায়। এতো গুলো মানুষের খাওয়া দাওয়া যাতায়েত আর থাকার ব্যবস্হায় তো আর কম টাকা যুক্ত হয়নি অর্থনীতিতে। এতো লোকের সমাগমে এমনিতেই দোকানের বেঁচা কেনা বেড়েছে পরিবহনে যাতায়েত করছে অসংখ্য লোক। আবাসিক হোটেল গুলো ছিল পরিপূর্ন ভর্তি। তারপরও সব কিছুতেই গ্রহন করছে অতিরিক্ত টাকা।
বার পনের টাকার ডিম বিশ টাকা, দশ টাকার ভাড়া পনের টাকা আর দুইশ টাকার রুম ভাড়া ছিল হাজারের কাছে। এটা ছিল অতিরিক্ত মুনাফা অর্জনের একটি ক্ষুদ্র চিত্র। রাজশাহীর মানুষ গুলোর সম্পর্কে আমার ধারনা গুলো ভাল কিন্চিত সহজ সরলই মনে হয়েছিল। কিন্তু ব্যবসায়ীদের রক্ত দেখছি সব খানে এক কথা বলে। সুযোগ সন্ধানী হয়ে সবাই অধিক মুনাফা অর্জন করতে চায়। আমি রাজশাহীর অবস্হা অবোলকন করছি, কিন্তু নিশ্চিত ভাবে এটা বলতে পারছিনা যে গতকাল ঢাকা চট্টগ্রামের অবস্হা এমন ছিলনা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭

ঢাকাবাসী বলেছেন: জাতি হিসেবে দুনিয়ার সবচাইতে নিকৃস্ট হলাম আমরা!

২| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪

বিপরীত বাক বলেছেন: ঢাকাবাসী বলেছেন:
জাতি হিসেবে দুনিয়ার
সবচাইতে নিকৃস্ট হলাম
আমরা!

এটা তো অনেক সহনশীল।। আরও আছে।।

আরিচা ঘাটের জ্যামে যখন মানুুষ পড়তো কি যে ভয়াবহ অবস্থা।।
আমি গত বছর পড়েছিলাম।। একটা পরোটা ৪০ টাকা।। যেটা নরম্যালি ৫ টাকা।।
তাছাড়া ঢাকায় বৃষ্টির সময় রিকশাওয়ালারা..

এরকম অনেক আছে বলে শেষ করা যাবে না।।
দুনিয়া র নোংরাতম নীচ জাত হলো বাঙালা রা।।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

জাহিদ নীল বলেছেন: Sobay bipod a sujog ney ai ar ki

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.