নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৌলবাদী মুসলিম।

জাহিদ নীল

রক্তে আমার সাগর দোলার ছন্দ চাইঅশুভর সাথে আপোষহীন আমি দ্বন্দ চাই

জাহিদ নীল › বিস্তারিত পোস্টঃ

নিজেদেরকে উলামা আখ্যাদানকারী তালেবে ইলমদের, সম্পর্কে শাহ ওয়ালীউল্লাহ দেহলবী র এর বাণী

০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

নিজেদেরকে উলামা আখ্যাদানকারী তালেবে ইলমদেরকেও আমি বলিঃ নির্বোধের দল ! তোমরা গ্রীকদের বিদ্যা দর্শন ব্যাকরণ ও অলংকার শাস্ত্রের গোলক ধাঁধায় আটকে পড়েছো আর মনে করছো যে বিদ্যা বুদ্ধি এগুলোর নাম। অথচ বিদ্যা আল্লাহর কিতাবের আয়াতে সুস্পষ্ট অথবা তার রাসূলের মাধ্যমে প্রমাণিত সুন্নাতের মধ্যে নিহিত। তোমরা পূর্ববর্তী ফকিহগনের খুঁটিনাটি ও বিস্তারিত বর্ননাবলীর মধ্যে ডুবে গিয়েছো। তোমরা কি জানো না যে, আল্লাহ ও তার রসূল যা বলেছেন, সেটিই একমাত্র হুকুম ? তোমাদের অধিকাংশ লোকের অবস্হা হলো যে, নবীর কোন হাদীস যখন তাদের নিকট পৌছায় তখন তারা তার উপর আমল করে না। তারা বলেঃ আমরা তো অমুক মাযাহাবের ওপর আমল করি, হাদীসের ওপর নয়। অতপর তার বাহানা পেশ করে যে জনাব হাদীস বুঝাও সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহন করা বিশেষজ্ঞ ও পূর্ণ জ্ঞানের অধিকারী লোকের কাজ, তাছাড়া এ হাদীসটি পূর্ববর্তী ঈমামগনের দৃষ্টিসীমার বাইরে ছিল না নিশ্চয়ই। তাহলে এ হাদীসটি পরিত্যাগ করার পেছনে নিশ্চয় কোন কারণ থাকবে।
জেনে রেখ এটি আদৌ দীনের পথ নয়। যদি তোমরা তোমাদের নবী (স) এর প্রতি ঈমান এনে থাকো তাহলে কোন মাযাহাবের বিপক্ষে বা স্বপক্ষে যাই হোক না কেন তার ইত্তেবা করো.....

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

তাল পাখা বলেছেন: বাস্তব। আজ আমরা কুরআন এবং হাদিসের সুস্পষ্ট বাণী উপেক্ষা করে কে কি বলল সেটার পিছনে দৌড়াচ্ছি।

অনেক সুন্দর একটি পোস্টের জন্য ধন্যবাদ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

তাল পাখা বলেছেন: বাস্তব। আজ আমরা কুরআন এবং হাদিসের সুস্পষ্ট বাণী উপেক্ষা করে কে কি বলল সেটার পিছনে দৌড়াচ্ছি।

অনেক সুন্দর একটি পোস্টের জন্য ধন্যবাদ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

বাংলার ফেসবুক বলেছেন: জেনে রেখ এটি আদৌ দীনের পথ নয়। যদি তোমরা তোমাদের নবী (স) এর প্রতি ঈমান এনে থাকো তাহলে কোন মাযাহাবের বিপক্ষে বা স্বপক্ষে যাই হোক না কেন তার ইত্তেবা করো.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.