নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৌলবাদী মুসলিম।

জাহিদ নীল

রক্তে আমার সাগর দোলার ছন্দ চাইঅশুভর সাথে আপোষহীন আমি দ্বন্দ চাই

জাহিদ নীল › বিস্তারিত পোস্টঃ

কবিতা--নির্লজ্জ

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

(সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে প্রতিযোগিতার জন্য লেখাটি পাঠানো হয়েছিল।)
::
নির্লজ্জ আমি, নীতি বাক্য শুনিয়ে কোন লাভ নেই !
অনেকদিন লেগেছে এই নির্লজ্জ হতে
অনেক ধৈর্য্য, অপেক্ষা আর সংগ্রাম
তাড়াহুড়া করে কখনো নির্লজ্জ হওয়া যায় না।
এমনকি করা যায়না নির্লজ্জের অভিনয়ও।
দিন গুনতে হয় মাস গুনতে হয় বছর গুনে
শেষ হয়েছে যুগের পর যুগ।
চোখে টিনের চশমা, মজলুমের স্লোগানে কানের পর্দা ফাটিয়ে
মিথ্যা কথার বুলি আওরে তবেই নির্লজ্জ হতে পেরেছি।
নির্লজ্জ হওয়ার ঐতিহ্য আছে।
আছে অপমানিত হওয়ার দীর্ঘ ইতিহাস।
কেউ জানে না
কেউ বোঝে না
মানি লোকের সম্মান জুতার পিটুনীতেও যায় না !
.
ন্যায় নীতির বাক্য আওরে লজ্জা দেয়ার চেষ্টা করে লাভ নেই
বোকারা শুধু ন্যায় নীতির কথা বলে
লাভ তো হয়না,
বরং দুঃখ কষ্টের শেষে এক সময় নিজেই লজ্জা পায়।
.
নির্লজ্জ হওয়ার সহজ কোন পথ নেই !
চাইলেই নির্লজ্জ হওয়া যায় না।
দিন গুনতে হয়, মাস গুনতে হয়, বছর গুনে
শেষ হয়েছে যুগের পর যুগ।
মিথ্যা কথার বুলি আওরাতে হয় প্রতি নিয়ত।
ন্যায় নীতির কথা বলে লাভ নেই
বোকারাই ন্যায় নীতির কথা বলে
অবশেষে নিজেরাই লজ্জা পায়।
বরং নির্লজ্জের সাথে নির্লজ্জ হও
সংশয় কিংবা সন্দেহের দরকার নেই
নির্লজ্জ হতে সর্ব প্রথম রাজনীতিতে নাম লেখাও।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: সময়ের সাথে এগিয়ে চলা কবিতা। দারুণ

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০

মাকড়সাঁ বলেছেন: বাহ! বেশ লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.