নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৌলবাদী মুসলিম।

জাহিদ নীল

রক্তে আমার সাগর দোলার ছন্দ চাইঅশুভর সাথে আপোষহীন আমি দ্বন্দ চাই

জাহিদ নীল › বিস্তারিত পোস্টঃ

ইহুদী খৃষ্ট্রান সংস্কৃতি ও আমরা, পর্ব-৩

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮


বিষয়: মাসজিদে অপ্রয়োজনীয় অর্থ খরচ করা।
-----------------
লেখার প্রথমে আমরা কিছু হাদিস উল্লেখ করতে চাই। তাহলে লেখা পড়ার পর কিছু পাঠকের মনে যে প্রশ্নের উদ্রেক হবে তা হাদিসগুলো জানলে নিজেরাই উত্তর করতে পারবেন বলে আশা করি।

১. আলী (রা) বলেন, রাসূল (স) বলেছেন-
مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَهِيَ خَرَابٌ مِنَ الْهُدَى
এমন একটি সময় আসবে যে তখন লোকেদের মাসজিদ চকচক করবে কিন্তু তাতে হেদায়েত থাকবে না।
(বাইহাকীর সূত্রে মিশকাতুল মাসাবীহ, কিতাবুল ইলম বা জ্ঞান অধ্যায়, ৩য় পরিচ্ছেদ)

২. আনাস ইবনে মালিক (রা) বলেন, রাসূল (স) বলেছেন-
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ
কেয়ামত ততক্ষন হবেনা যতক্ষন পর্যন্ত মানুষেরা মাসজিদের চাকচিক্য নিয়ে প্রতিযোগিতা করবে না।
(সুনানে আবুদাউদ, কিতাবুস সলাত বা নামায অধ্যায়, হাদিস নং-৪৪৯)

৩. আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, রাসূল (স) বলেছেন-
أَرَاكُمْ سَتُشَرِّفُونَ مَسَاجِدَكُمْ بَعْدِي، كَمَا شَرَّفَتِ الْيَهُودُ كَنَائِسَهَا، وَكَمَا شَرَّفَتِ النَّصَارَى بِيَعَهَا
আমার পরে তোমরা তোমাদের মাসজিদগুলোকে ইহুদীদের উপসানলায় এবং খৃষ্ট্রানদের গীর্জার মত সুউচ্চ আট্টালিকায় পরিণত করবে।
(সুনানে ইবনে মাজাহ, আবওয়াবুল মাসাজিদ ওয়াল জামায়াত বা মাসজিদ ও জামায়াত অধ্যায়, মাসজিদ সৌন্দর্য মন্ডিত করা অনুচ্ছেদ, হাদিস নং-৭৪০)

উপরোক্ত ৩টি হাদিসের আলোকে আমরা একথা বলতে পারি যে, হেদায়তশূন্য মাসজিদ হবে, মানুষ মাসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে এবং শেষ পর্যন্ত ইহুদী-খৃষ্ট্রানদের পথে হাটবে।
দু:খজনক হলেও সত্যি আজ যারা অধিকাংশ মাসজিদ কমিটির সদস্য আছে এরা গন্ড মূর্খ। ইসলাম ও মাসজিদের মূলনীতি সম্পর্কে এরা কিছুই জানেনা বললে ভুল হবেনা। যার কারনে মাসজিদ সম্পর্কে যে হুশিয়ারী রাসূল (স) দিয়েছেন আমরা সে সম্পর্কে সচেতন না হয়ে বরং সেই খাদের দিকেই গন্তব্য নির্ধারণ করছি।

পাঠক ভেবে দেখবেন, রাসূল স. এক পরিবারেই একদিনে ৯০০ উট দিয়েছেন, বিভিন্ন উৎসব উপলক্ষ্যে শতশত উট যবেহ দিয়েছেন, সাহাবীরা (রা) নিজের জীবনের উপার্জিত সব সম্পদ দান করেছেন আল্লাহর রাস্তায়, ওসমান (রা) এর মত দানবীর পৃথিবীতে আসবে বলে মনে হয়না, যেই সমাজ ছিল ইসলামের স্বর্নযুগ, যেই যুগ আমাদের অনুসরনীয় সেই সমাজেও তো মাসজিদ ছিল। কোই তাদের মাসজিদে কি কোটি বা লক্ষ টাকা খরচ করে গম্বুজ তৈরি হয়েছিল? লক্ষ টাকার মেম্বর ছিল? হাজার টাকার খাটিয়া ছিল? অথচ আমাদের সমাজে কত মানুষ অভাবগ্রস্থ, ঋণগ্রস্থ, সামান্য কিছু টাকা হলে পরিবার নিয়ে চিন্তামুক্ত হয়ে মাসজিদে আসতে পারে। স্বয়ং যে মাসজিদে লক্ষ টাকার মিম্বর সেই মাসজিদের ইমামের বেতন দুইহাজার টাকা আর মুয়াজ্জিনের ৭০০। দায়িত্বে একটু অবহেলা হলেই সেই টাকা কথা শুনিয়ে উসুল করে নিতে পাকা মাসজিদের কমিটিতে থাকা আবু জাহেল।

পরিস্কার পরিছন্ন আর দীর্ঘদিন যেন ভাল থাকে সেই লক্ষ্যে কিছু টাকা খরচ করা যেতেই পারে। তাই বলে কোটি টাকার গম্বুজ আর লক্ষ টাকার মিম্বর? এ টাকার হিসাব যেন মহান আল্লাহ তোমাদের কাছ থেকে সহজে না ছাড়ে সেই দুয়াই করে যেতে চাই।
আজকের লেখার শেষ হাদিস আমাদের সংশোধনে হয়তো আরও ভাল কাজ করবে----
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«لَتَتَّبِعُنَّ سَنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا فِي جُحْرِ ضَبٍّ لَاتَّبَعْتُمُوهُمْ، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، آلْيَهُودَ، وَالنَّصَارَى، قَالَ: فَمَنْ».
“তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী উম্মতের রাস্তা অনুসরণ করবে বিঘতে বিঘতে ও হাতে হাতে; তারা যদি গুঁইসাপের গর্তে ঢুকে তোমরা অবশ্যই তাদের অনুসরণ করবে; আমরা বললাম: হে আল্লাহর রাসূল, ইহুদি ও খৃস্টান? তিনি বললেন: তবে কে”?
(সহীহ মুসলীম, কিতাবুল ইলম বা জ্ঞান অধ্যায়, হাদিস নং-০৬
হে আল্লাহ আপনি জাহেল মূর্খ কমিটি থেকে আমাদের হিফাজত করেন। ইহুদী-খৃষ্ট্রান সংস্কৃতি অনুসরণ থেকে আমাদের রক্ষা করেন।

আমিন

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

স্বপ্নাতুর পুরব বলেছেন: গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন । প্রিয়তে রেখে দিলাম ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টটি ভাল লাগলো ।

''“তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী উম্মতের রাস্তা অনুসরণ করবে বিঘতে বিঘতে ও হাতে হাতে; তারা যদি গুঁইসাপের গর্তে ঢুকে তোমরা অবশ্যই তাদের অনুসরণ করবে; আমরা বললাম: হে আল্লাহর রাসূল, ইহুদি ও খৃস্টান? তিনি বললেন: তবে কে”?'' এই অংশ টুকু বুঝিনি ।

১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

জাহিদ নীল বলেছেন: er maneaইহুদি ও খৃস্টান er onusoron korbe

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.