নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মৌলবাদী মুসলিম।

জাহিদ নীল

রক্তে আমার সাগর দোলার ছন্দ চাইঅশুভর সাথে আপোষহীন আমি দ্বন্দ চাই

জাহিদ নীল › বিস্তারিত পোস্টঃ

মৃতদের শিরক নিয়ে এত মাথা না ঘামিয়ে জীবিতদের শিরক নিয়ে মাথা ঘামাও।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

আমি, এ বিষয়টির প্রতি মনোযোগ আকৃষ্ট করতে চাচ্ছি। কেননা, এটা দীন ও আকীদার সমস্যা ! কোন রাজনৈতিক সমস্যা নয়। যেসব লোক, কবর স্পর্শ করা, মৃতদের ওসীলা গ্রহন করা ইত্যাদি বিষয় নিয়ে মাথা ঘামান, আমি তাদের বলবো ভাইয়েরা, মৃতদের শিরক নিয়ে এত মাথা না ঘামিয়ে জীবিতদের শিরক নিয়ে মাথা ঘামাও। কোন শিক্ষিত ব্যক্তিকে পাবে না, সে কবরে গিয়ে কোন পাথর স্পর্শ করছে। শিক্ষিত লোক, সে ধার্মিক হোক বা না হোক, সে কবরে যাবে না, কবর ছুঁয়েও দেখবেনা। সে জানে ওতে কোন ফায়দা নেই ।
সুতরাং জীবিতদের শিরকের ব্যাপারে তোমরা ভাব। এ নিয়ে চিন্তা ভাবনা কর। আর তাহল আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া, মানবরচিত বিধান মতে রাজ্য পরিচালিত হচ্ছে এসব নিয়ে ভাব। খোদাদ্রোহিরা যে শিরকের বিধান মানুষের উপর চাপিয়ে দিয়েছে তার বিরূদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোল।...
::
আমি বলতাম, তোমরা শাইখ আব্দুল কাদের জিলানী আর ভন্ড পীরের আলোচনা নিয়ে ব্যস্ত রয়েছ অথচ হাঁসি না বা খা লেদা কে নিয়ে তোমাদের কোন চিন্তা ফিকির নেই। কোন কর্মসূচি নেই। এসব তাগুত আজ আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে নিজেদের বিধান মানুষের উপর চাপিয়ে দিয়েছে। মানুষকে তা মানতে বাধ্য করছে। এরা নিজেদেরকে প্রকাশ্যে ইলাহ দাবি করছে না বটে তবে কাজে কর্মে তারা ইলাহ সেজে বসেছে। আজ পৃথিবীতে অল্পসংখ্যক মানুষই তা অনুধাবন করতে পারছে, বুঝতে পারছে। অধিকাংশ মানুষই তা বুঝতে পারছে না। তারা নব্য তাগুতদের সাহায্য সহযোগিতা করছে। তাদের রচিত বিধান মানুষের মাঝে প্রয়োগের চেষ্টা করছে। বিপদে আপদে, দুঃখে সুখে, সর্বাবস্হায় তারা এসব তাগুতের সাথে আছে। অথচ তারা বুঝতে পারছে না, যে তারা কুফরীর সাথে বন্ধুত্ব করে আছে এবং কুফরীর ই পৃষ্ঠ পোষক হযে জীবন কাটাচ্ছে। অথচ আল্লাহ প্রদত্ত জীবন বিধান বাদ দিয়ে মানবরচিত বিধান মেনে নেয়া কুফরী যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এসব আকীদা বিশ্বাসের সমস্যা। এটাকে কিছুতেই উপেক্ষা করা যায় না।
::
ড. শহীদ আব্দুল্লাহ আযযাম (রহ)
.
বি:দ্র - দুই একটা শব্দ সংযোজিত ও পরিমার্জন করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.