![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকে বলে পৃথিবীতে অসংখ্য খারাপ মেয়ে থাকতে পারে কিন্তু খারাপ মা একটিও নেই। এই কথার সাথে আমি সম্পুর্ন একমত নই। কারন পরে বলছি।
জন্মের পর একটি শিশুকে পরম মমতায় আদর ভালবাসা দিয়ে বড় করে মা। পৃথিবীতে অগমনের সাথে সাথে কেদে ওঠা শিশুকে বুকের দুধ দিয়ে শান্ত করে মা। শীতের রাতে সন্তান যখন প্রসাব করে সব ভিজিয়ে ফেলে তখন নিজে ভিজা জায়গায় থেকে সন্তানকে শুকনা জায়গায় রাখে এই মা। রাতে নিজে না ঘুমিয়ে সন্তানের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখে মা। মায়ের হাত ধরেই শিশু হাটা শেখে। মায়ের কাছ থেকেই প্রথম ভাষা শিক্ষা করে বলেই বলা হয়েছে মাতৃভাষা। একটি সন্তান জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত মায়ের অবদান অসংখ্য। এ বলে হয়ত শেষ করা যাবে না।
সন্তানের সব আবদার থাকে মায়ের কাছেই। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় এই মা। নিজের প্রয়োজন না মিটিয়ে সন্তানের চাহিদা পূরন করে এই মা। আর প্রথম থেকেই মায়ের সকল কাজে সহযোগিতা করে বাবা। কিন্তু এই সন্তান যখন বাবা-মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তখন বাবা মায়ের অনুভুতি কেমন হয় কল্পনা করেছেন? অধুনিক সমাজ ব্যবস্হায় প্রতিযোগীতায় টিকে থাকতে কে না চায়? সবাই চায় ফার্স্ট হতে। অনেক অনেক টাকার মালিক হতে। আর এই টাকার নেশাই পরিবারকে দূরে ঠেলে দেয়। উপরে ওঠার সিড়িতে পিছু টান হয়ে পড়ে বাবা মা। সময়ের ক্ষেপন করে বাবা-মাকে সময় দিলেই হয়ত পিছিয়ে পড়বে। তাই বাধ্য ছেলে মেয়ের মতো বাবা মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। গরিব মধ্যবৃত্ত সমাজ ব্যবস্হার তুলনায় উচ্চ বৃত্ত সমাজ ব্যবস্হায় এই প্রথা বেশি প্রচলিত।
এবার একটু ভিন্ন প্রসঙ্গে বলি। এক মিনিট চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার টাকা পয়সা মুল্যবান সম্পত্তি কতটুকু সময়ের জন্য কাজের লোকের কাছে রাখবেন, রেখে বাহিরে যাবেন? রাখবেন না বললেই চলে। কিন্তু নিজের সন্তানকে ঠিকই কাজের মেয়ের কাছে রেখে চাকরিতে চলে যাচ্ছেন। ছোটদের ডে কেয়ার নামক আশ্রমে রেখে আপনিও ব্যস্ত প্রতিযোগীতায় টিকে থাকতে। ফিগার নষ্ট হবে বলে বুকের দুধ না দিয়ে দিচ্ছেন কৌটার দুধ। অনেক সময় এক বিছানায় না রেখে রাখছেন দোলনা নামক বিছানায়। ছোটবেলা থেকেই শিখাচ্ছেন তোমাকে ফার্ষ্ট হতে হবে। ফার্র্ষ্টই ভাল এছাড়া আর কিছু হওয়া যাবে না। ভাল রেজাল্ট করলে তুমি বড় চাকরি করতে পারবে। বড় চাকরি মানেই টাকা। টাকার পিছনে ছুটতে শেখান সেই ছোট বেলা থেকেই, তো বড় বেলায় এরা কি ফেরেশতা হয়ে মায়ের সেবা করবে? না । আপনি যা শেখাবেন তাই বাস্তব প্রয়োগ ঘটাবে।
সব দোষ ছেলে মেয়েদের। মা-বাপ সব ফেরেশতা, কত কষ্ট করে লালন পালন করে। দিবস আসলে সব গুলো আবেগের ডিব্বা নিয়ে বসে। মায়ের এতো এতো অবদানের কথা লিখে ভাসিয়ে ফেলে। গুগলে সার্চ দিন “মায়ের হাতে সন্তান খুন” দেখুন তো রেজাল্ট কি আসে। একজন দেখলাম একটা পোষ্টে হাদিসের এক অংশ দিয়েছে, “সন্তান প্রসব করতে গিয়ে যদি কোন মায়ের মৃত্যু হয় তবে মা বিনা হিসাবে জান্নাতি” কথা সত্য তবে শর্ত মাকে অবশ্যই ঈমানদার হতে হবে। স্টার জলসা দেখা মা হলে হবে না।
আমি মায়েদের বদনাম করার জন্য পোষ্ট লিখতে বসিনি, আসলে সত্য একটু বেশি তেতো আর কি। নৈতিক শিক্ষায় শিক্ষিতো কোন সন্তান তার বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে দিতে পারে না, পারেই না। হোক সে আস্তিক বা নাস্তিক। আর বাবা মা ও পারে না সন্তানের ভালবাসা ক্যারিয়ারে সাথে ভাগ করতে। যে মা সন্তানকে ডে কেয়ারে রাখবে সে তো বুড়ি হলে বৃদ্ধাশ্রমে যাবেই। এটাই নিয়তি। যে মা ছোট বেলা থেকেই শিখাবে তোমাকে ফাষ্ট হতেই হবে,(প্রশ্ন পেয়ে হোক বা যেভাবেই হোক) সে সে তো বৃদ্ধাশ্রমে যাবেই। সবার আগে দরকার নৈতিক শিক্ষা। যে শিক্ষা থেকে আমরা আজ কয়েকশত গুন দূরে অবস্হান করছি। আমাদের শিক্ষা ব্যবস্হা দূরে থাক পারিবারিক শিক্ষা ব্যবস্হায় আজ নৈতিকতার বা্লাই নেই। যার ফল তো ভোঘ করছিই।
সন্তানরা আসুন বাবা-মায়ের কথা ভাবুন, আর মা-বাবারা সন্তনের কথা। পারিবারিক বন্ধন সুদৃঢ় করুন। দেখবেন পৃথিবীর সব কিছু কত সুন্দর হয়ে উঠবে আপনার কাছে।
০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:২৩
জাহিদ নীল বলেছেন: জ্বি ভাই সহমত। আগে একদিন প্রজন্ম আগামীর একটা ভিডিও দেখলাম। বাবা মা যা শেখায় বড় হয়ে সন্তান তািই বাস্তবায়ন করে
২| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:২৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: নৈতিক শিক্ষায় শিক্ষিতো কোন সন্তান তার বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে দিতে পারে না, পারেই না।
আপনার সাথে একমত। ভাল লাগল, ধন্যবাদ।
০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৭
জাহিদ নীল বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মনতব্যের জন্য
৩| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রতিক্রিয়াশীল লেখা তবে যুক্তিসংগত ।
০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৮
জাহিদ নীল বলেছেন: বদল আসা দরকার। কবে আসবে এটাই দেখা দরকার
৪| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:০০
তামান্না তাবাসসুম বলেছেন: বাস্তব সত্যি কথা। কঠিন বাস্তব।
০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৮
জাহিদ নীল বলেছেন: হুম
৫| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:০০
সাজেদুল সাজিদ বলেছেন: সত্য একটু তেতো হবেই।
০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৮
জাহিদ নীল বলেছেন: ঠিক ভাই
৬| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয় মা-এর উদ্দেশ্যে, কোন নারীর উদ্দেশ্যে নয়। যে নারী পরকীয়ার জন্য নিজ সন্তানদের হত্যা করে সে তো মা-ই নয়।
০৮ ই মে, ২০১৬ রাত ৯:০৮
জাহিদ নীল বলেছেন: সহমত
৭| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৮
আহলান বলেছেন: বহুত খুব .... আজকের দিনে না হয় গুন গুলোই বলি .... মায়ের তুলনা মা-ই .... এটাই ধ্রুব সত্য ....
০৮ ই মে, ২০১৬ রাত ৯:০৯
জাহিদ নীল বলেছেন: ঠিক তবে গুন তো সবাই বলছে আমি না্ হয় দোষই বলে
৮| ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১
সোজোন বাদিয়া বলেছেন: ডে কেয়ারের বিষয়ে আপনার অতিরিক্ত ক্ষোভ কিন্তু প্রতিক্রিয়াশীলতার অপর নাম। একজন নারী বা পুুরুষ শুধু তার সন্তানের জন্যই জন্মগ্রহণ করে না; দেশ, সমাজ, পরিবার এবং তার নিজের জন্যও জন্মায়। একজন নারীর লেখাপড়া শেখা, বুদ্ধিবৃত্তির চর্চা শুধুমাত্র সন্তান মানুষ করার জন্য যদি হয়ে থাকে, তাহলে একজন পুরুষের জন্যও বা তা কেন প্রযোজ্য হবে না? যদি বলেন আপনার বিশ্বাস, তাহলে যুক্তির কথা তুলবেন না, মা-দিবসের সুযোগ নেবেন না যুক্তির ছলনায় আপনার অন্ধবিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দেবার উদ্দেশ্যে।
০৮ ই মে, ২০১৬ রাত ৯:১৩
জাহিদ নীল বলেছেন: েআমি আমার বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দিচ্ছি না। দ্বিমত থাকতে পারে, তবে সন্তান প্রথম মা বাবার কাছ থেকেই শেখে। তারা নৈতিক শিক্ষা দিতে না পারলে সন্তান একদিন সমাজের সাথে তাল মেলাতে তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেই
৯| ০৯ ই মে, ২০১৬ সকাল ৯:০২
সাইদুর রহমান শাওন বলেছেন: ভালো লিখছেন।
০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:২২
জাহিদ নীল বলেছেন: ধন্যবাদ
১০| ০৯ ই মে, ২০১৬ সকাল ১০:৩১
মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লিখেছেন।আসলে আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে
০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:২২
জাহিদ নীল বলেছেন: এছাড়া উপায় নেই
১১| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:০৬
নীলপরি বলেছেন: মিথ আর সত্যকে আলাদা করতে হবে ।
লেখাটা ভালো লাগলো ।
০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:২৩
জাহিদ নীল বলেছেন: এটা করতে না পারলে অচিরেই বড় বিপদ আমাদের গ্রাস করবে
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:১৫
নতুন বলেছেন: বিষয়টা আশে আপনি আপনার সন্তানকে কতটুকু ভালোবাসেন তার উপরে।
কিছু মানুষ তার সন্তানকে বাচাতে নিজের জীবন দেয়।
কিছু মানুষ তার সন্তানকে জন্মের পরে বাইরে ফেলে আসে ( বেশি হয় ববাহপূব` সন্তান)
এই দুইটাই কিন্তু মানুষের দ্বারা হয় থাকে....
তাহলে এর মাঝেও অনেক মানুষ আগে যারা তাদের সন্তানকে বিভিন্ন রকমের ভালোবাসে...