নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাপুরুষ

এম. জাকারিয়া

একজন সাধারণ নাগরিক

এম. জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

বেকার বনাম মুক্তিযোদ্ধা

১৯ শে মে, ২০১৭ দুপুর ২:০৩

দিন দিন যে হারে বেকারের সংখ্যা বেড়ে চলছে তার থেকে মক্তিযোদ্ধার সংখ্যা বাড়ছে অধিক পরিমাণে, কিন্তু মুক্তিযোদ্ধার পরিমাণ সঠিক ভাবে নির্ণয় করা হচ্ছে না যার ফলে বেকারত্তের সংখ্যা অপরিমেয়। জানতে বড় ইচ্ছা হয়! কবে মুক্তিযোদ্ধার কোটা শেষ হবে, না কি হবেনা? মুক্তিযোদ্ধার কোটার বিপরীতে নবিন মুক্তিযোদ্ধার (দলিও) কোটা খালি রাখা হচ্ছে, অপর দিকে বেকার ছেলেরা পথে ঘুরে বেড়াচ্ছে ,
নবিন মুক্তিযোদ্ধারা (দলিও) তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। ৬৫ সালে জন্ম হলে বাবাকে জোর করে হলে মুক্তিযুদ্ধে পাঠাতেম শুধু একটা সার্টিফিকেটের জন্য। কোথাও ভাইবা দিতে গেলে আগে শুনতে হয় কে আছে মুক্তিযোদ্ধার সন্তান? বড় দুঃখেও বিষয় না পারলাম মুক্তিযোদ্ধার সন্তান হতে না পারলাম রাজাকারের সন্তান হতে না পারলাম মুক্তকারের সন্তান হতে! (রাজাকারের ছেলে/মেয়ে+মুক্তিযোদ্ধার ছেলে/মেয়ের মিলনের সন্তান=মুক্তকার) দেশ আয ভুয়া মুক্তিযোদ্ধার জনপথ। প্রধানমন্ত্রীর কাছে আবেদন যারা বেকার আছে তাদেরকে হয় ফাঁসি দেন না হলে আজীবন কারাদণ্ড দেন, কারাদণ্ড দিলে হয়তো কারাঘরে ২৪ঘন্টায় ১বেলা খাবার পাবে, কিন্তু বাবা-মায়ের আত্মা কষ্টে করতে পারে তার চেয়ে বরং ফাসি দিলে দুনিয়ার সব কষ্ট থেকে পরিত্রাণ পাবে, হয়ত বা পরকালে জবাব্দিহি করতে হতে পারে যে দলিয় বা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাওনি কেন? তখন না হয় বাবা মাকে দোষারোপ করব যে তারা মুতিযোদ্ধে যায়নি এবং আমাদের রাজনীতি ও করতে নিষেদ করেছেল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.