![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা এক ছাত্রকে এক শিক্ষক পড়াতো। তো তাকে যে রচনা লিখতে বলা হতো না কেন সে রচনার মাঝে যেকোন প্রকারে কুমির প্রসঙ্গ নিয়ে আসতো। আর কুমিরের সম্পূর্ণ বর্ণনা দিয়ে শেষে লিখতো কুমিরের লেছ খাছ কাটা, খাছ কাটা, খাছ কাটা............................................................................ এই খাছ কাটা লিখে পাতা ভরে ফেলতো। শিক্ষকতো মহা বিপদে পড়লেন। তিনি অনেক ভেবে চিন্তে গুরু রচনা লিখতে দিলেন। মনে মনে ভাবলেন চান্দু এবার যাবা কোথায়! দেখি এবার তোমার খাছ কাটা, খাছ কাটা কোথায় থেকে আসে। তো ছাত্র রচনা লিখতে শুরু করল:
গরু আমাদের গৃহ পালিত জন্তু। গরু আমাদের দুধ দেয়। গরু ঘাস খায়। নদীর পাড়ে অনেক ঘাস হয়.......................................... শিক্ষক এই পর্যন্ত পড়ে থেমে গেলেন। বুঝে গেছেন যে নদী পর্যন্ত সে যখন এসেছে তাহলে কুমিরও এসে গেছে আর সেই খাছ কাটা, কাটা.....................।
কেন এই গল্প বল্লাম। সারা দিন ঘরে দেশীর চ্যানেল দেখার কোন সুযোগ নেই। এমনকি দেশের খবর পর্যন্ত টিভিতে দেখার সুযোগ হয় না। বাচ্চারা দেখে কার্টুন আর বাচ্চার মারা দেখে ইন্ডিয়ান টিভি সিরিয়াল। আর সিরিয়াল গুলোর সারমর্ম হলো পরকীয়া। প্রতিটি নাটকে সেই ছাত্রের মত যেকোন প্রকারে হোক পরকীয়া ব্যাপারটা নিয়ে আসবেই। নায়কের যেকোন ভাবে হোক দুটি প্রেমিকা থাকবে। একটিকে সে বিয়ে করেছে বা করবে আর অন্যটি তার সাথে জোর করে বিয়ে বসবে। অথবা যাকে বিয়ে করেছে তাকে ভাল লাগে না অন্য একজনের প্রেমে মজে আজে। এ একই রকম গল্পের ছাঁচে সকল নাটক। মহিলা এসকল নাটক গোগ্রাসে গিলছে। আর............................
©somewhere in net ltd.