![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেস্ট ক্রিকেটে যেমন উইকেট না পড়লে রান সংখ্যা বেড়ে চলে তেমনি আমাদের সাভার ট্রাজেডি প্রতিদিন মৃতের সংখ্যা বেড়ে চলছে। অঙ্কের সংখ্যা যেন একশ থেকে দুশ, দুশ থেকে তিনশ এভাবে কোথায় গিয়ে এ ইনিংস শেষ হবে জানা নেই। কথাটি কেমন শুনা যাচ্ছে জানি না কিন্ত এটি আমার প্রচন্ড ক্ষোভের প্রকাশ। যিনি এই ট্রাজেডি খেলার আয়োজন করেছেন আমরা শুধু দৃষ্টান্ত মূলক শাস্তি নয় পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ শাস্তি চাই।
এভাবে আর কত মৃত্যু হবে। শুধু খেয়াল খুশির মতো গড়ে তোলা এসব ভবন কেন আগে ভাঙ্গা হয় নাই? আর দুর্র্ণীতি এই ট্রাজেডির মূল কারণ। দূর্নীতি যে আমাদের ইট সিমেন্টের মাঝে চেপে বসেছে। তা আজ কংক্রিটের চেয়েও শক্তিশালী বন্ধনে অটুট। দূর্নিতীবাজরা আজ একজোট হয়ে ইট আর সিমেন্টের মজবুত বন্ধন তৈরি করে আছে। আমাদের এ বন্ধন ভাঙ্গতে হবে। সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই বন্ধন ভাঙ্গতে হবে।
©somewhere in net ltd.