নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিহাদ ৭০০৭

যা হতে পারিনি তার নিরন্তর চেষ্টা............

জিহাদ ৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

স্টার জলসার নাটকঃ বহু বিবাহ আর বহু গামীতা উপজিব্য

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২



স্টার জলসার সিরিয়াল গুলো বাংলাদেশে নারী দর্শকের মাছে ব্যাপক জনপ্রিয়। আর শিশুদের কাছে সিএন কাটুন চ্যানেল। বাচ্ছাদের কাছ থেকে যদি একটু আধটু সুযোগ পেয়ে যায় তাহলে চলে স্টার জলসার একটানা সিরিয়াল। এই দুয়ের কারণে এখন আর বাসায় টিভির অন্য চ্যানেল দেখা দু:সাধ্য। স্টার জলসার সিরিয়ারগুলো সন্ধ্যা থেকে রাত ১১.০০ টা পর্যন্ত একটানা চলে।

স্টার জলসার প্রতিটা নাটকের কাহিনী প্রায় একরকম। দেখা যায় যে নায়ক আগে একটি বিয়ে করেছেন এখন অন্য এক নারী তার সাথে ঘর বাধার জন্য পাগল হয়ে গেছে এবং তাকে নানা কাহিনীর চলে বিয়ে করে। অথবা নায়িকা বিয়ে হয়েছে অথবা প্রেম করছে একজনের সাথে বিয়ে করছে আরেক জনকে। আবার দেখা যায় যে বিয়ের দিন বর পাল্টে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে বাসর রাতেও তাদের বর পাল্টে যাচ্ছে। প্রায় প্রতিটি নাটক একরকম। একি অবস্থা!

নাটক সমাজ জীবনের দর্পন। নাটকের মাধ্যমে সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরা হয় এবং তা থেকে পরিত্রান এবং শিক্ষনীয় দিক তুলে ধরা হয়। মানুষের ভুলে কিভাবে তার জীবনে ট্রাজেডি বা বিপর্যয় নেমে আসে তা দেখানো হয়। আমরা দর্শকরা তা দেখে রোমাঞ্চিত হই এবং সঠিক পথের দিক নির্দেশনা পাই। কিন্তু স্টার জলসার নাটকগুলো মৌলিক শিক্ষা থেকে অনেক দুরে।

কেন স্টার জলসার নাটকগুলো এমন? একটু বিচার বিশ্লেষণ করে দেখা যাক- আমরা জানি হিন্দু পুরানে বহুবিবাহ সমর্থন করে না। বরং প্রাচীন প্রথা ছিল যে, স্বামী মারা গেলে স্ত্রীকে সহমরণে যেতে হত এবং সহ মরণে না গেলে তাকে বাকী জীবন বিধবা হয়ে থাকতে হতো, সে যত অল্প বয়সে বিধবা হোক না কেন। ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর সহ অনেক সমাজ সংস্কারকের প্রচেষ্টার ফলে তাদের অনেক সংস্কার হয়েছে। এখন আর সহমরণে যেতে হয় না। যেহেতু তাদের ধর্মে বহুবিবাহ সমর্থন করে না তাই নাটকের মাধ্যমে বহু বিবাহের প্রচলন করতে চাইছে। কিন্তু তারা যেভাবে চিত্রায়ন করছে তাতো রীতিমতো ব্যবিচারের পর্যায়ে পড়ে। প্রতিটি নাটকের কাহিনী এক রকম। এবং নাটকের মধ্যে বিবাহ আর বিবাহ, স্বামী স্ত্রির দাম্পত্য কলহ। কেন? সমাজে আর কোন অসঙ্গতি নেই যা নাটকের মধ্যে তুলে ধরা যায়।

স্টার জলসার নাটকগুলো চিত্রায়িত হয় বলতে গেলে একটা রুমের মধ্যে। দেখা যায় যায় যে, ১০/১২ জন অভিনয় শিল্পী দাড়িয়ে আছেন তাদের মধ্যে একজন কি দুজন পুরুষ থাকে আর বাকী সবাই মহিলা অভিনেত্রী এবং অভিনেত্রীরা অতিমাত্রায় সজ্জিত থাকে। এবং দেখা যায় যে পুরুষ চরিত্রগুলো মহিলা হুকুম তামিল করা ছাড়া আর তেমন কোন কাজ নেই। তাদের মধ্যে একজন কি দুজন ভালো চরিত্রে অভিনয় করে আর বাকীরা কুট চরিত্রের। একটা নাটকে এতগুলো কুট চরিত্র থাকলেও নাটকের মান ঠিক থাকে না।

স্টার জলসার নাটক দেখে আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হচ্ছে। কারণ স্টার জলসার নাটকগুলো আমাদের দেশের মহিলারাই একমাত্র দর্শক। পুরুষরা সাধারণত এই নাটকগুলো দেখে না বললেই চলে। মহিলারা এই পরকীয়া উপজিব্য নাটকগুলো গোগ্রাসে গিলছে আর তার থেকে কদর্য দিকগুলো শিখছে। বিশেষ করে স্টার জলসার পরকীয়া এবং বহুগামীতা নাট্যকার কৌশলে নাটকে ভাল হিসেবে উপস্থাপন করছে। এবং আমার ধারনা স্টার জলসার নাটকগুলো লেখক একজনই। তাই প্রতি নাটকের ধাঁচ এক রকম। যিনি এই নাটকগুলো লেখেন তিনি বিকৃত রুচির। আমার ধারনা স্টার জলসার এ নাটকগুলো তাদের দেশের চেয়ে আমাদের দেশে বেশি দর্শক।



সেদিক থেকে আমাদের দেশের নাটকগুলো অনেকটাই প্রানবন্ত। সেখানে হাস্যরস ও জীবনবোধ উপজিব্য। পরকীয় বা অন্যবিষয়গুলো থাকলেও তা নেগেটিভ ভাবে উপস্থাপিত হয়। এবং আমাদের দেশের প্রায় নাটকগুলো খুবই মানসম্মত এবং বিশ্বমানের। কিন্তু স্টার জলসার দৌরাত্যে সেগুলো দেখা যাচেছ না। সেগুলো দর্শক প্রিয়তা কম পাচ্ছে।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

প্রফেসর সাহেব বলেছেন: dukker kota r boilenna.

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

জিহাদ ৭০০৭ বলেছেন: :(( :((

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: জঁয় হোঁ ভাঁরাত মাঁতা কিঁ

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

জিহাদ ৭০০৭ বলেছেন: :P :P

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

সোহানী বলেছেন: হাঁ, ঠিক তাই..... এইসব বস্তাপঁচা কাহিনী কেন যে দেখে ভাবীরা, বুঝি না।

আসুন সবাই এক কাতারে দাড়াই আর বলি .. ভারতীয় টিভি চ্যানেল ব্যান করা হউক.......ব্যান করা হউক.......ব্যান করা হউক.......ব্যান করা হউক.......ব্যান করা হউক.......ব্যান করা হউক.......

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

এস এফ এ আর বলেছেন: বিশেষ করে মহিলারা এই পরকীয়া নাটকগুলো গোগ্রাসে গিলছে আর তার থেকে কদর্য দিকগুলো শিখছে যা আমাদের সমাজে এটা ক্যান্সার আকার ধারণ করছে। আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এখানে নারীদেরকে খুবই খারাপভাবে উপস্থাপন করা হয়,,,,,,,,,,যা কোন ক্রমেই কাম্য হতে পারে না,,,,,,,,,,,,,,,,,

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

জনাব মাহাবুব বলেছেন: সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন।

এইসব বস্তা পঁচা নাটকের প্রতি আমাদের দেশের মহিলারা মাদকের মতো নেশাগ্রস্থ হয়ে পড়েছে। X( X( X( X( X(


এক পর্ব নাটক তারা কোনভাবে মিস করলে, শোনা যায় তাদের আহাজারি। :P :P :P :P :P

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

ম্যাংগো পিপল বলেছেন: স্টার জলসার নাটক দেখে আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হচ্ছে। আর
যেহেতু আমাদের চ্যানেল ভারতে দেখানো হয়না, তাই ভারতীয় চ্যানেল আমাদের দেশে বন্ধ করে দেওয়া উচিত। এতে সমাজের যেমন উপকার হবে,আমাদের মিডিয়া গুলিও অশুভ প্রতিযোগিতা থেকে রক্ষা পাবে।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

ঢাকাবাসী বলেছেন: নাটক দেখে সমাজ নষ্ট!! মনে হয় কথাটি ঠিক নয়, সমাজ অত সহজে নষ্ট হয়না। না দেখলেই হয়। আরো ১০০ চ্যানেল আছে। সমাজের কতভাগ মহিলা ঐ চ্যানেল দেখেন বা ঐ সিরিয়াল দেখেন? বাংলাদেশী চ্যানেলে অনেক ভাল নাটক সিরিয়াল আছে, দেখুন না।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

সীমাহীন ভালবাসা বলেছেন: আমি হাসি চেপে রাখতে পারি না যে এরা এত সেজেগুজে কি করে বাড়িতে আড্ডা দেয়,,তা ছারা বউ,বোন,আম্মা,খালাম্মা,চাচি দাদি সবাই খুব ফ্যাসেন সচেতন এবং মোটামুটি সুন্দরি এবং ইয়ং বলা বলা যায়,আর কত মিনিট নাটক দেখায় বুজি না কারন বিজ্ঞাপন এর সময় আর নাটকের সময় এক মনে হয়,আর কোন দিন মনে হয়না কোন ঘটনা শেষ হয়েছে,, ফালতু

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

অনুপম পাল বলেছেন: আমি ওইসব সম্মানিত দর্শক দের সবসময় নীচের কয়েকটি প্রশ্ন করিঃ

একটি নাটক ভালো হতে গেলে কি কি লাগে?
১। ভালো চিত্রনাট্য
২। ভালো অভিনয়
৩। ভালো কাহিনী
৪। বাস্তবতার সাথে মিল রেখে পোশাক, দৃশ্যপট ও বয়স।
৫। ভালো পরিচালনা ইত্যাদি
এর কোনটা ওইসব নাটকে আছে?

কিন্তু আমাদের দেশের অনেক নাটকে এইসব ভালো গুণ বর্তমান তাহলে কেন আপনারা ওইসব বস্তাপচাগুলো দেখবেন ?

তাদের কোন উত্তর নাই------------------------------

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

রাজীব বলেছেন: আমাদের নাটক ওদের চেয়ে ভালো হলেও কেন মানুষ ঐসব নাটক দেখে? কারন:

১। নাটক গুলো সময় মত হয়। আমাদের চ্যানেলে ৯টার নাটক কয়টায় হয় বলা মুশকিল।
২। নাটকের জন্য অপেক্ষা করতে হয় না। ওরা ২ টি নাটকের মাঝে কোন এ্যাড দেয় না। নাটক শুরু করে তারপর এ্যাড দেয় তাও ২ মিনিটের বেশী না।
৩। সেই সময়টায় আমাদের দেশের ৩২ টি চ্যানেলের প্রতিটায় শুধু খবর আর টক শো হয়। কোনটায় নাটক হয় না।
৪। লেটেস্ট ফ্যাসনের পোষাক বা অলংকার, অথবা ফার্নিচারের ডিজাইন সবই নাটকে দেখা যায়।
৫। (এটি আমার একান্ত নিজস্ব ভাবনা) সবার মনেই বোধ হয় পরকীয়ার খায়েস বা ভয় থাকে, তাই তারা নাটকে পরকীয়া দেখে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

জিহাদ ৭০০৭ বলেছেন: পরকীয়া জীবনের অবিচ্ছেদ্য অংশ নয়।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: মেয়েরা যে এগুলো বোঝেনা তাও কিন্তু না। ওরাও এসব মেকাপ, এবং ওদের কার্যকলাপ নিয়ে হাসি-ঠাট্টা করে, কিন্তু তারপরও সিরিয়াল গুলো ওরা কেন দ্যাখে বুঝিনা।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

তাসজিদ বলেছেন: স্টার জলসার সবথেকে ভয়ানক দিক হচ্ছে এর দর্শক হচ্ছে গ্রামের মহিলারা। তারা এতে রীতিমত আসক্ত। একটি মিথ্যে ১০০ বার বললে নাকি সত্য হয়ে যায় সমাজে। আর কোন ভুল মেসেজ বার বার দিলে সমাজে তাও প্রতিষ্ঠিত হয়ে যায়। এ বিষ কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে আমাদের সমাজে।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

তাসজিদ বলেছেন: আর আমাদের নাটক কেও চাইলেও দেখতে পারবে না। কারণ অ্যাড এর জ্বালায়

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

জিহাদ ৭০০৭ বলেছেন: এ্যাডের জ্বালা নিবারন করতে তো নিজের ক্ষতি করতে পারি না। তাই কিছু একটা করা উচিত।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

নওরীন ইশা বলেছেন: অনেক মেয়ে আছে যারা পুনঃপ্রচার ও আগ্রহের সাথে দেখে।।। যদিও আগে সিডিউল টাইম এ একবার অল রেডি দেখেছে আগের দিন।।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

লিযেন বলেছেন: say no 2 স্টার জলসা ।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

ইখতামিন বলেছেন:
এইসব আমাদের ত্যাগ করতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.