![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরাটকায় ডাইনোসার বিলুপ্ত হয়ে গেছে কিন্তু টিকটিকি আজ টিকে আছে। ডাইনোসার পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে নাই তাই সে বিলুপ্ত। কিন্ত ছোট প্রাণী টিকটিকি পরিবেশের সাথে খাপ খাইয়ে আজও বহাল তবিয়্যতে আছে।
বর্জন এবং গ্রহণের মধ্যে পরিশীলিত রূপ পাওয়া যায়। যেখানে কোনো পরিবর্তন নেই সেটা অস্থবির বা মৃত। সেটা নদীর ক্ষেত্রেই বলুন না কেন, যে নদীতে জোয়ার ভাটা নেই সে নদীকে মৃত নদী বলা হয়। যে ভাষা পরিবর্তন গ্রহণ করে না সে ভাষা বিলুপ্ত হয়ে যায়। পৃথিবীতে এরকম অনকে ভাষা আজ বিলুপ্ত আমাদের বাংলা ভাষা স্বমহিমায় উজ্জল। সেজন্য আজকের এ লেখা- কিছু দিন আগে সামুতে ব্লগার কমে যাওয়ায় আমি হতাশ হচ্ছিলাম। আমি নিজেও বিষয়টা এনালাইসিস করছিলাম কেন আগের চেয়ে ব্লগারের উপস্থিতি কম। ভাব কিছু একটা যদি পরিবর্তন আনে তাহলে হয়তো আগের অবস্থা ফিরে পাবে। কিন্তু আজ সামুতে লগইন করে দেখি আসলে একটা চমৎকার পরিবর্তন আনয়ন করা হয়েছে। আসলে সামু সঠিক সময়ে সঠিক কাজটি করে আবার সে নিজ ট্রাকে ফিরে এসেছে। সামু ব্লগিংকে একটি শিল্প হিসাবে প্রতিষ্ঠার প্রয়াস অব্যাহ রাখবে এই প্রত্যাশায় অবিরত শুভেচ্ছ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা।
২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৩
সাদরিল বলেছেন: কি পরিবর্তন? আমার কাছে তো সব আগের মতোই মনে হচ্ছে
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: হুম। এক মত
যে কোন প্রকার মন্তব্য থেকে বিরত থাকুন