![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই কথাটা আমি অনেক আগে কোন এক কবির কথোপকথনে পড়ে ছিলাম। তখন থেকে আমি এই কথাটার গূঢ় অর্থ খুজতে থাকি। অবশ্য কাউকে জিজ্ঞাসা করিনি। নিজের মনে মনে শুধু ভাবি লেখক কি বলতে ছেয়েছেন। কিন্ত আজ যখন দেখলাম ফিলিস্তিনে প্রতিনিয়ত শিশুর ছিন্নভিন্ন দেহ আর রক্তাক্ত দেহ দেখি তখন তার কষ্ট ভুলতে আমি নিজেকে মৃত অনুভব করি। মনে মনে বলি আমি তো 'জীবিত নই, আমি মৃত'।
সারা বিশ্বে কত মানবতাবাদী আর কত পুরস্কার। নোবেল দেয়া হয়
মানবতার জন্য। কিন্তু আমি বলব বিশ্বে আজ পর্যন্ত যত মানবতার পক্ষে পুরষ্কার আর ভবিষ্যতে দেওয়া হবে, তা হবে অর্থহীন। বড় বড় সেমিনার। পাচ তারা হোটেলে বসে আরামে ভোজন আর বক্তৃতা। আহা! মানবতা! মানবতার পুরষ্কারের গায়ে আজ রক্তমাখা জামা। এ কলঙ্ক পৃথিবীর কোনদিন গুছতে পারবে না।
এত কিছু আবিষ্কার করতে পার, আকাশে মিশাইল আকাশে নিষ্ক্রিয় করতে পার। তাহলে শিশু নিরাপদ জীবন নিয়ে ভাবতে পার না। শিশুদের বাচানো জন্য এমন পোশাক তৈরি কর যাতে শিশু কিছু না হয়।
একটা শিশু সে কি বুঝে এই যুদ্ধের। সে কি জানে কার ভুখন্ড কে কেড়ে নেবে। তবে তাকে কেন মারা হচেছ?
২| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৭
জিহাদ ৭০০৭ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সারা বিশ্বে কত মানবতাবাদী আর কত পুরস্কার। নোবেল দেয়া হয়
মানবতার জন্য। কিন্তু আমি বলব বিশ্বে আজ পর্যন্ত যত মানবতার পক্ষে পুরষ্কার আর ভবিষ্যতে দেওয়া হবে, তা হবে অর্থহীন। বড় বড় সেমিনার। পাচ তারা হোটেলে বসে আরামে ভোজন আর বক্তৃতা। আহা! মানবতা! মানবতার পুরষ্কারের গায়ে আজ রক্তমাখা জামা।
ভাল বলেছেন।