![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের যখন সামুতে প্রবেশ করতাম তখন দেখতাম ২৫০/৩০০ ব্লগার সব সময় লগইন থাকত। এবং এমন ছিল যে সন্ধ্যাবেলা বা তার পরের সময় সামুতে প্রবেশ করাই যেত না। কিন্ত এখন ৩৫/৪০ জন ব্লগার দেখা যায়। কেন এমন হলো। ব্লগাররা কোথায় হারিয়ে গেল।
টেকটিউনস্ এখন নিবন্ধন বন্ধ আছে। তারা কোটি মানুষের কাছে পৌছে গেছে। সামু কেন পারছে না। প্রয়োজনে এসইও করতে হবে। ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পৌছে দিতে হবে। আমি ব্লগিং শুরু করি সামু থেকেই। আজ আমি ইন্টারনেট সম্পর্কে যা কিছু জানি তার বেশির ভাগ জিনিস সামুর কাছ থেকে পাওয়া। তাই সামুর প্রতি ভালবাসা থেকে বলছি সামুতে যে পরিমান ব্লগার দেখছি তাতে খারাপ লাগে। অন্তত সামুর মত এরকম একটা ব্লগে এত কম ব্লগার লগইন থাকলে ভাল লাগে না। আর অনেক পুরনো ব্লগারের লেখা দেখা যায় না।
একটা বিষয় এখন মডারেটরদে ভাবা উচিত। যে একটা ভাল লেখা যখন পোস্ট হয় তা মুহুর্তে হারিয়ে যায়। এখন একজন পোস্টদাতা অনেক খাটাখাটুনি করে একটা লেখা লেখে তা অনেকে পড়ার জন্য কিন্তু তা ১০/১২ জনে না পড়তে চলে যায় অন্য পাতায়। যারা এসইও করেন তারা হয়তো জানেন অপর পাতার গুরুত্ব কতটুকু। তাই বলছি মডারেটরদে ভাবা উচিত কি করা উচিত। ব্লগারদে উপস্থিতি বাড়াতে সামুর এমন একটা কিছু করা উচিত। ভাল লেখা এবং ভাল ব্লগারদের জন্য কিছু একটা করা উচিত। আমরা যাই সামু তার নিজ মহিমায় উজ্জল হয়ে উঠুক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছ।
২| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৭
হিলিয়াম এইচই বলেছেন: অনেকেই ব্যাস্ত হয়ে পরেছেন, আবার ছেড়ে দেবার পিছনে বিস্তর কারণ ও আছে। ইত্যাদি ইত্যাদি
৩| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ২:০৭
কানা দাজ্জাল বলেছেন: ভাই সামু আজ তিন ধরনের রোগে আক্রান্ত-
১. ওভার ডিজি-টাল ডায়রিয়া।
২. মাচ প্রফেশনাল এডভার্টাইজিং পক্স।
৩. নিউ জেনারেশান সিজোফ্রেনিয়া।
ডিজিটালাইশনের যুগে আইসা আতকা ভ্যাবাচ্যাকা খাইয়া জয় মামুর মত হাত ছুড়াছুড়ি শুরু করছে।
এডভার্টাইজিং এর ঠেলায় সামুর আসল বৈচিত্র্য, বক্তব্য, স্বকীয়তা আজ বীলিনের পথে।
৭ মাস অপেক্ষা কইরা আর গোটা দশেক লেখা দেয়ার পর জেনারেল হইছিলাম আর আজকাল পোলাপানরে দেখি রেজিস্ট্রেশন করার ললগে লগেই আর লেখা দেওনের আগেই জেনারেল বানায়া রাইখা দেয়। আর ওই পাকনারা তো মনে করে, কি জানি হইয়া গেছে, শুরু হইয়া যায় কোয়ালিটিলেস লেখা আর জেনারেশন চোয়ানো কবিতা।
যাই হোক, সামুর রোগমুক্তি কামনা করছি, সেই সাথে গুনী লেখকদের আগাম ওয়েলফেয়ার দিচ্ছি।
৪| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৪
পেংগুইন বলেছেন: আমারো একই কথা! সামুতে এসে এখন আর মজা নাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:১১
রাজিব বলেছেন: ব্লগের অনেকেই হারিয়ে গেছে এবং অনেকে আবার ফেইসবুকে ব্যস্ত। টেক টিউন্স এর সঙ্গে সামু ব্লগের তুলনা করা উচিৎ নয়। এখানে ব্লগাররা পোস্টে কমেন্ট করেন এবং আলোচনা করেন। কিন্তু টেক টিউন্সে কমেন্ট ও আলোচনার ধরণ আলাদা।