নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিহাদ ৭০০৭

যা হতে পারিনি তার নিরন্তর চেষ্টা............

জিহাদ ৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

স্টার জলসা: অপসংস্কৃতি বন্ধ হবে না কেন?

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭





স্টার জলসা বন্ধ করতে পারছে না কেন সরকার? তাহলে আমরা বিভিন্ন সময় বলে আসছি যে, স্টার জলসা নানাভাবে মানুষকে বিপদগামী করছে। স্টার জলসার নাটকের মান খুব খারাপ। একটি নির্দিষ্ট কাহিনীকে ঘিরে শুধু মাত্র অভিনেতা অভিনেত্রীর সামান্য পরিবর্তন করে স্টার জলসা নাটক বানিয়ে ফেলছে। প্রশ্ন আসতে পারে, তাহলে স্টার জলসা জনপ্রিয় কেন আমাদের দেশে? আর জনপ্রিয়তাই তো মানদন্ড। এটাওতো সবার জানা যে, পিন আপ করা বই সহজেই বিক্রি হয়ে যায় তাই বলে সেটা নোবেল পাওয়া তো দুরের কথা নোবেল নাম নিতে পারবে না। এখন জনপ্রিয়তাতে মাপতে হবে। তারও একটি মানদন্ড আছে। একটা হল খারাপ জনপ্রিয়তা আরেকটি হল ভাল জনপ্রিয়তা। স্টার জলসার খারাপ জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কেন বাড়ছে? কারণ হলো মানুষ মনের গভীরে লালিত পরকীয়াকে একটা সামাজিক বৈধতা দিতে চলছে স্টার জলসা। স্টার জলসার নাট্যকার একটা বিকৃত রুচির মানুষ। তার টাকা আছে তিনি হয়তো নিজেই নাটক লিখেন এবং নিজেই টাকা খরচ করে সুটিং করান। আর এভাবে নাটকগুলো চলছে। প্রতিটি নাটকে স্ট্রাকচার হলো: নাটক শুরু হবে- নায়ক একটা বিয়ে করেছে সেটা গোপন রেখে আরেকটা বিয়ে করাতে পরিবার উদ্যত- নায়ক বেটা কিছুতেই তা ফিরাতে পারছে না, বেটা ট্র্যাজিডির নায়ক (মনে মনে খুব খুশি যে ২ বউয়ের মজা মারবে) ব্যাটা পুরুষ হিসেবে কোন ভূমিকা পালন করতে পারছে না- আর সব নারী চরিত্র খুব শক্তিশালী- পুরুষ চরিত্রি গুলো জি হুজুর হুজুর টাইপের- অবশেষে দুই বউয়ে নায়কের হয়ে যায়- অথবা অনুরূপ ভাবে নায়িকা ২ স্বামী পেয়ে যান। এখন কথা হলো এরকম কাহিনী দিয়ে তো একটি নাটক হয়তো বানানো চলে। তাই বলে বছরের পর বছর এই একই কাহিনী দিয়ে কি নাটক বানানো চলে। অর্থনীতির দুষ্টুচক্রে হয়তো কেউ টাকাওয়ালা হতেই পারে। আর সে টাকা খরচ করে অবলীলায় এমন নাটক বানানো যেতে পারে।



নাটকের একটি শিল্প। যে কোন কিছু সস্তা জনপ্রিয়তা পেলে তা টিকিয়ে রাখা কঠিন। আমাদের দেশের ফারুকী নাটক তৈরি করেন। জনপ্রিয়তা পেয়েছেন বটে। কিন্তু এখন যেভাবে সকালে স্ক্রিপ্ট লিখে দুপুরে শুটিং কর বিকালে সম্প্রচার করা যায়। কারণ পাত্র পাত্রীর স্ট্রিপ্ট মুখস্ত করতে হয় না। বলাই আছে তোমার মুখ দিয়ে যা আসে তা বলে দাও। দর্শককের খাওয়ানোর দায়িত্ব আমার। নাটকের ডায়ালগ যা ইচ্ছা তাই হলে হয়তো চলে কিন্তু কালজয়ী হতে হলে সেটাকে অনেক শিল্পমন্ডিত রূপ দিতে হয়।



যে প্রসঙ্গ নিয়ে লেখা- এখন কথা আসে, কারা এই সব নাটকের দর্শক। বাংলাদেশের নারীরা। বিশেষ করে গ্রামের মহিলারাতো স্বামী ছেড়ে দিতে রাজি তবু নাটকের কোন পর্ব মিস করতে রাজি নয়। পরকীয়া খুব সুন্দর ভাবে রপ্ত করে তা আবার ব্যবহারিক প্রয়োগও করছে অনেকে। আর পুরুষরা স্টার জলসার দর্শক নয়। বরং স্টার জলসার নাটক দেখে এমন কোন কথা কোন পুরুষ বললে তার প্রেস্টিজ পাংচার হয়ে যায়। এই যদি হয় একটা চ্যানেলের নাটকের অবস্থা তাহলে কেন তাদের বোদোদ্বয় হয় না। আমি অন্য চ্যানেলগুলোর কথা বলছি না। শুধু স্টার জলসা, শুধু স্টার জলসা ও শুধু স্টার জলসা। শুধু বন্ধই নয় এর নাট্যকারকে জনসমক্ষে এনে বিচার করানো উচিত। সমাজকে বিদগাম করার জন্য।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

রাজিব বলেছেন: আমি যতটুকু জানি ভারতে বাংলাদেশী চ্যানেল সরকারিভাবে নিষিদ্ধ নয় কিন্তু ঐখানকার কেবল কোম্পানিগুলো বাংলাদেশের চ্যানেল চালাতে প্রতিবছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দাবী করে। আমাদের চ্যানলেগুল দিলে তারা চালাবে নাহলে নয়। আর আমাদের দেশে উল্টো। আমাদের দেশে প্রতিবছর আমাদের কোম্পানিগুলোকে টাকা দিতে হয় ভারতীয় চ্যানেলগুলোকে।
সরকার যদি একটা নিয়ম করে যে বাংলাদেশ থেকে একটা ডলারও যাবে না ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশে দেখার জন্য তাহলেই যথেষ্ট। কিন্তু তখন ঘরে ঘরে আন্দোলন উঠবে যে সরকার ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।
আসল কথা হল আমাদের ভারতীয় চ্যানেলের প্রতি আসক্তি দূর করতে হবে এবং এটা আমাদের প্রত্যেকের পরিবার থেকেই হতে হবে। রাত ৮ টা ৯ টার দিকে বের হলে প্রতিটি বাড়ির ড্রইংরুম থেকেই ভারতীয় হিন্দি এবং বাংলা চ্যানেলের শব্দ কানে আসে।

২| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: স্টার জলসা: অপসংস্কৃতি বন্ধ হতে না কেন?

নামে টাইপো..........................বন্ধ হবে না কেন হবে বোধ হয়।

সেনসেটিভ বিষয়ে লিখেছেন ।

৩| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৭

সোহানী বলেছেন: সহমত। দেশের স্বার্থেই ভারতীয় চ্যানেল বন্ধ করতে হবে। কেন আমরা মিলিয়ন ডলার গচ্চা দিয়ে ভারতীয় অপসংস্কৃতি প্রচার করে নিজেদের ঐতিহ্য ধ্বংস করবো.... অবিলম্বে বন্ধ হোক এইসব চ্যানেল।

যখন এসব চ্যানেল বন্ধ হবে তখনই ফারকী বা অনিমেষের মতো পরিচালকরা ফিরে আসবে নতুন উদ্যোমে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.