![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ন দেখি একদিন সেই কবি কবে আসবেন যে একটি কবিতার জন্য নোবেল পাবেন। হতে পারে এমন? আমি স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে কোন বাধা নেই। কারণ স্বপ্ন দেখতে কোন টেক্স লাগে না। আপনি স্বপ্ন আর কল্পনার কথা যদি আপনি কাউকে না বলেন তবে এ মহাবিশ্ব তন্ন তন্ন করে অথবা শার্লক হোমসের মত গোয়েন্দারা আপনার স্বপ্ন বা কল্পনার কথা ঘুনাক্ষরে জানতে পারবেন না যে, আপনি কি স্বপ্ন দেখতেন। কল্পনায় আপনি অনেক কিছু হতে পারেন। রাজা, মহারাজা আবার ভিখারি অথবা আরো অনেক কিছু। কল্পনা অনেক সময় আমাকে ঘুমাতে সাহায্য করে।
যে মন্তব্যটি আমাকে অনুপ্রানিত করে
যে জন্য লেখা, আমি কবি নই, তবে কবিতা আমার ভাল লাগে পড়তে এবং লিখতে। তাই কবিতা লেখার এ ব্যর্থ চেষ্টা। আজকে আমার একটি কবিতায় একটি মন্তব্য আমাকে খুব অনুপ্রানিত করেছে।
সামুতে অনেক কথা বলেছি। অনেক গোপন কথা লিখেছি যা কোন দিন কাউকে বলিনি। কাক পক্ষিকেও বলিনি। কেউ জানেনা মনে গোপন কথা।
আমি একথাটা প্রায়ই মনে মনে বলি,
কবির কষ্ট কয়না কাউকে
কবির কষ্ট কবিতায় কয়।
কবিতা হল কষ্টের ফসল। যেভাবে হোক কবিকে কষ্ট পেতে হয়। সবাই সুখে হাসলেও কবি সুখে কাদবে, সুখে কষ্ট পাবে তবেই কবিতা কবির হবে। মানুষের দু:খ কষ্টে কবি কষ্ট পেতে হবে মানুষের কষ্টকে কবির বুকে ধারণ করতে হবে তবেই মানুষ ও মানবতার কবিতা।
আমারি কবিতা চর্চার শুরু যখন আমি আমার শৈশব স্মৃতি বিজড়িত আমার গ্রামটি ছেড়ে আসি। নিয়তির এক অব্যাখ্যাত কারণে আমার গ্রামটিকে আমার চিরদেনের জন্য ছেড়ে আসতে হলো। যেখানে আমি সবুজ মাঠ দেখেছি। নীল আকাশে ঘুড়ি উড়িয়েছি। কতবার যে স্বপ্নের মাঝে আমি সেই গ্রামটিতে ফিরে গেছি তার কোনো হিসাব নেই। আমার এই একটি গ্রাম ছাড়া যেন আর কোনো স্বপ্ন নেই। আমি প্রতিদিন তাকে কত ভাবে সাজাই।
২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৩০
জিহাদ ৭০০৭ বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৮
কলাবাগান১ বলেছেন: কবিরা নোবেল পায় না.. (নীতি তে নাই)। শুধু সাহিত্যক রা পাওয়ার যোগ্য
২৪ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৩২
জিহাদ ৭০০৭ বলেছেন: তাহলে কবিরা কি সাহিত্যিক নন। আর গুন্টার গ্রাস, রবিন্দ্রনাথ কি জন্য নোবেল পেলেন?
৩| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫০
আজমান আন্দালিব বলেছেন: In2the Dark বলেছেন: এভাবেই পড়ে ও লিখে যান, অনেকের অনুপ্রেরণা পাবেন।
৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:০৯
কলাবাগান১ বলেছেন: উনারা কবিতা লিখার জন্য পান নাই...... সাহিত্য লিখার জন্য পেয়েছেন। পারলে নোবেল কমিটির ওয়েব সাইট দেখে নিবেন
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০
জিহাদ ৭০০৭ বলেছেন: রবিন্দ্রনাথের গীতাঞ্জলি কি উপন্যাস না নাটক?
২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৭
জিহাদ ৭০০৭ বলেছেন: কবিতা সাহিত্যের অংশ নয়? এত দিন তাহলে কি জেনে আসলাম।
৫| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮
কলাবাগান১ বলেছেন: নোবেল কি কখনও কোন পার্টিকুলার বই লিখার জন্য দেওয়া হয়???
উনারা যদি শুধু কবিতা লিখতেন, তাহলে উনারা নোবেল পেতেন না।
২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮
জিহাদ ৭০০৭ বলেছেন: রবিন্দ্রনাথের গীতা্ঞ্জলি শুধু অনুবাদ করা হয়েছিল এবং গীতাঞ্জলির জন্য নোবেল পেয়ে ছিলেন।
৬| ২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৫৯
কলাবাগান১ বলেছেন: "গীতাঞ্জলির জন্য নোবেল পেয়ে ছিলেন।"
ভূল ধারনা
২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৬
জিহাদ ৭০০৭ বলেছেন: এটাতো বিভিন্ন চাকুরীর পরীক্ষায় থাকে যে, রবিন্দ্রনাথ কোন কাব্য গ্রন্থের জন্য নোবেল পান?
২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০৭
জিহাদ ৭০০৭ বলেছেন: Tagore became the first non-European to win the Nobel Prize for Literature, largely for the English Gitanjali.
৭| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫২
জিহাদ ৭০০৭ বলেছেন: এখান থেকে বিস্তারিত জানুন
৮| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০৩
কলাবাগান১ বলেছেন: আপনি নোবেল কমিটির ওয়েব সাইটে যান, তখন জানতে পারবেন কিভাবে নোবেল প্রাইজ ইন লিটারেচার দেওয়া হয় (Note the word Literature)
"While the Nobel Prize in Literature is for a writer's life work, there are nine Literature Laureates for whom the Swedish Academy singled out a specific work for particular recognition."
Click This Link
এই নয়জনের লিস্টে রবিন্দ্রনাথের নাম নাই। তাহলে কিভাবে বলেন যে উনি গীতান্জলীর জন্য নোবেল পেয়েছেন? উইকিপিডিয়ায় কি সব কথাই বিশ্বাস যোগ্য?? ওখানে তো আমাদের দেশের স্বাধীনতা বিরুধীকে বীর হিসাবে লিখা আছে।
৯| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০৪
কলাবাগান১ বলেছেন: The 110 Nobel Laureates in Literature from 1901 to 2013 have been writing/writes in the following languages:
English 27 Bengali 1
French 13 Chinese 2
German 13 Czech 1
Spanish 11 Finnish 1
Swedish 7 Hebrew 1
Italian 6 Hungarian 1
Russian 5 Icelandic 1
Polish 4 Occitan 1
Norwegian 3 Portuguese 1
Danish 3 Serbo-Croatian 1
Greek 2 Turkish 1
Japanese 2 Yiddish 1
Arabic
1
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৪
জিহাদ ৭০০৭ বলেছেন: ২০১৩ সাল পর্যন্ত রবিন্দ্রনাথের কয়টি বই ইংরেজিতে অনুবাদ হয়েছিল, তার সংখ্যা দিন। আর নোবেল কমিটি তো বাংলা পড়ে নোবেল দেননি।
১০| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৮
ম.র.নি বলেছেন: বিয়োগান্তক কাব্য ফাটাফাটি হইছে। ডিজ্যুসদের ভাষায় বলতে গেলে বলা যায় দেট ওয়াজ অসাম। সিরিয়াসলি, লিখে যান।
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৯
জিহাদ ৭০০৭ বলেছেন: ধন্যবাদ।
১১| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫
কলাবাগান১ বলেছেন: আপনি বোধ হয় সাহিত্যে নোবেল কিভাবে দেওয়া হয় সেই অংশটুকু পড়েন নাই.. পড়লে বুঝতে পারতেন যে তারা কিভাবে শুধু ইংরেজী না, সুইডিশ ভাষাতেও অনুবাদ করে যারা নমিনেটেড তাদের কাজ।
আপনার নোবেল কমিটির ওয়াব সাইটের কথা বিশ্বাস হয় না হয় উইকিপিডিয়া যেটা পাবলিক এডিট করতে পারে
৩০ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৩২
জিহাদ ৭০০৭ বলেছেন: আপনি কি বোঝাতে চাচ্ছেন? কবিতাতে নোবেল পাওয়া যায় না। আপনি ভাল করে জেনে নিন। আর জানুন কবিতা সাহিত্যের একটা বড় অংশ। সাহিত্যে প্রথম যুগে একমাত্র কবিতা চর্চা হতো। তার অনেক পরে গদ্যের সূত্রপাত। তাই কবিতাকে সাহিত্যের অংশ না ভাবা অনেক বড় বোকামি। আর তা ছাড়া আমার আপনার মতামত নিয়ে একটি ট্র্যাডিশান পাল্টে যাবে না। যা সত্য তা তর্কের খাতিরে মিথ্যা হতে পারে না। অযথা কথা বাড়িয়ে লাভ নেই।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৯
In2the Dark বলেছেন: এভাবেই পড়ে ও লিখে যান, অনেকের অনুপ্রেরণা পাবেন।