নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিহাদ ৭০০৭

যা হতে পারিনি তার নিরন্তর চেষ্টা............

জিহাদ ৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

মদনের টাক সমাচার

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৫

এইতো সেদিন মদন পত্রিকায় একটা খবর পড়ে চোখ কপালে। তাহলে আর চিন্তা নেই। কারণ মদনের মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে। মদন পত্রিকা পড়ে জানতে পারে- ২০০ চুল তুলে ফেললে ১২০০ চুল গজাবে। তাই মদন মাথার চুল গুলো আস্তে আস্তে তুলে ফেলে। কারণ হুরমতি তো এখন মদনকে কম পছন্দ করে। মদনের ধারণা মদনের মাথার চুল কমে যাওয়ায় এটি হয়েছে। তাই সে এ ব্যাপারটা নিয়ে চিন্তিত। ঠিক সেই সময়ে পত্রিকার এরক একটা হট খবরেতো মদন বেঝায় খুশি। সে কাউকে না জানিয়ে সুবিধা সে একাই ভোগ করতে মরিয়া। যেই ভাবা সেই কাজ। তার মাথায় এখন চুল নেই বললেই চলে। মদন এখন মাথা ক্যাপ পরে চলাফেরা করে।

তার একদিন পরে পাশের বাড়ির মন্টুর সাথে দেখা হতেই - কি মদন তা এ্যাই গরমে তুমি মাথায় ক্যাপ পরে আছো যে। অতো ভাব ধইর ন্যা। হুরমতি তো তোমারে এ্যামনেই ভালোবাসে। এ কথায় মদন একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছুটা আনমনা হয়ে যায়। বোকা মানুষ হলেও মদন ভালোবাসাটা ভালো করে বুঝে। হুরমতি যে এখন আর তার সাথে কেমন করে সেটা সে বুঝে। মন্টু মিয়া মদনের ধ্যান ভাঙ্গে, বলে- কি মদন! হারাইয়া গেলা নাকি! মদন সম্বিত ফিরে পেয়ে বলে, না টুপি এ্যামনি পরি নাই। আসলে.... তারপর মদন সব কথা খুলে বলে। মন্টু বলল- একি করেছ মদন! এটাতো একটা সম্ভাবনা মাত্র। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে মাত্র। আর তারা এটা এখন মানুষের ক্ষেত্রে প্রয়োগ করে দেখে নাই। তারা ইদুরের উপর গবেষণা করে দেখেছে মাত্র। মদন বলে- তাই নাকি এখন উপায়! এমনিতে মাথায় চুল কম দেখে হুরমতি আমার কাছে কম ভিড়ে, সেই জায়গায় যদি আমার মাথা ন্যাড়া দেখে তাহলেতো বেল তলায় আমার একবারই যাওয়া হলো।.........

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৯

জুনায়েদ জুবেরী বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.