![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অল্প অল্প করে সেলফি এখন অাকাশচুম্বী জনপ্রিয়। সন্দেহ হয় দেবতারাও শেলফি তুলছে। কিন্তু এ সেলফি অামাদের কোথায় নিয়ে যাবে বুঝতে পারছি না। যেভাবে ট্রেনে ছাদে, চলন্ত ট্রেনের সামনে, বিদ্যুতের তারে ঝুলে ঠিক মৃত্যুর অাগ মুহুর্তের সেলফি তুলছে তাতে সেলফি অামাদের অনেক দুর নিয়ে যাবে বুঝা যাচ্ছে। কারণ এটা এখন বিশ্বব্যাপী ম্যানিয়া। তাবৎ বাঘা বাঘা লোকও সেলফি তোলার মজা লুটছেন। কিন্তু অামি হয়তো এ গ্রহের বোকাদের একজন। অামি এখনও একটাও সেলফি তুলতে পারিনি। হেলপফি তুলেছি (অন্যের সহায়তায় ক্যামেরা দিয়ে ছবি তুলেছি)। দুভার্গ্য বশত: অামার দুটো স্মার্টফোন (উপহার পাওয়া, একটা এখন প্রায় নষ্ট)। একটারও ফ্রন্ট ক্যামেরা নাই। দুটোরই পেছনে ক্যামেরা অাছে। ভাগ্যটাও অামার চিরকালই পেছনে থাকে। তাই হয়তো সেলফির তুলতে পারছি না। কিন্তু সেলফি যেভাবে এগিয়ে যাচ্ছে, বাসর ঘর, বেডরুম থেকে বাথরুম........... তখনতো অার ............. ।
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২২
জিহাদ ৭০০৭ বলেছেন: এইটা কি অাপনার সেলফি! হা-হা-হা।
২| ১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০৮
রাগিব নিযাম বলেছেন: হাসতেই আছি।
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৯
জিহাদ ৭০০৭ বলেছেন: ভাইজান অাপনার হাসির একটা সেলফি তুলে দিন।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫২
হাইপারসনিক বলেছেন: হিহিহি