নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিহাদ ৭০০৭

যা হতে পারিনি তার নিরন্তর চেষ্টা............

জিহাদ ৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

বাংলা ব্লগে বানান ভুল! তাও এডমিন কর্তৃক!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬


ভুল হতেই পারে, শুধুমাত্র শয়তান ভুল করে না। কিন্তু কিছু কিছু ভুল প্রত্যাশা করা যায় না। অামি অনেক দিন অাগে এই ভুলটি দেখেছিলাম ভাবলাম হয়তো পরে সংশোধন হবে। কিন্তু দেখলাম মাসের পর মাস ভুল ভুলই থেকে গেল। হয়তো কারো চোখে পড়েনি। কিন্ত এমন জায়গায় ভুল সংশোধন করা প্রয়োজন মনে করে পোস্টটি দিলাম।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২১

রুবিনা পাহলান বলেছেন: এডমিন কি মানুষ নন? তার কি ভুল হতে পারে না? ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে ভুল ধরিয়ে দেয়াও উচিত। এই পোস্টটি এখানে দেবার আগে নিশ্চয়ই সেখানে ভুলটা ধরিয়েছেন সেই বিশ্বাসটা রেখে গেলাম-----

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

জিহাদ ৭০০৭ বলেছেন: আমরা ইচ্ছা করলেতো অার এডমিনকে জানাতে পারব না। অামাদের জানানোর মাধ্যম এটাই।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০

আবু ইশমাম বলেছেন: গুন হবে নাকি গূন ? কারো ভুল ধরার আগে নিজেকে জানতে হয়। আপনার ভাষা জ্ঞান নেই বললেই চলে। আপনি আবার অন্য লোকের ভুল ধরতে এসছেন্ যত্তসব

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

আবু ইশমাম বলেছেন: গ এ ‍ু কার দিলে গুন ই হয় এটাই স্বাভাবিক এবং আপনি পত্রিকার অনলাইন লেখা গুলো দেখে নিবেন দয়া করে।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৫

জিহাদ ৭০০৭ বলেছেন: এটা কিভাবে সম্ভব? অাপনি না জেনে এভাবে অাক্রমণ! খুব বেশি দূর যেতে হবে না। গুগল ট্রান্সেলটর এ গিয়ে ভার্চু এর বাংলা দেখে নিবেন। যদি অামি ভুল করে থাকি তাহলেও অাপনি এভাবে লিখতে পারেন না। বগ্লিং সুন্দর হউক। ব্লগিং সম্পর্কে মানুষের মাঝে যে বিভ্রান্তি তা দূর হউক।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

জিহাদ ৭০০৭ বলেছেন: আর গ এর বানান নিয়ে বলছি না। ন এবং ণ এর বানান নিয়ে বলছি।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

আবু ইশমাম বলেছেন: দেখে নিবেন।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

আবু ইশমাম বলেছেন:

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

গেম চেঞ্জার বলেছেন: গুণ = Quality
গুন = Multipy

বানানে ভুল আছে। তবে আপনি ফিডব্যাকে এ নিয়ে মেইল করে জানাতে পারতেন, এভাবে পোস্ট না দিলেও হতো। :)

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

আহা রুবন বলেছেন: গূন বা গুন নয়, গুণই হবে। গূন বা গূণ বলে কিছু নেই। গুন অর্থ ছালা সেলাইয়ের মোটা সুঁই চলতি কথায় সুঁইচা, আর একটি হতে পারে গুনগুন করে গান গাওয়া। আট গুন বা ঔষধি গুন দুটোই ভুল, গুণ লিখতে হবে। ছাপার অক্ষরে লেখা থাকলেই শুদ্ধ হয়ে যায় না।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩২

জিহাদ ৭০০৭ বলেছেন: অাপনার পরামর্শ মার্জিত। ধন্যবাদ। তবে একটা পোস্ট লেখার লোভ সামলাতে পারলাম না হয়তো।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০২

রক্তিম দিগন্ত বলেছেন: আসলেই এটা চোখে পড়ে নাই হয়তো।

এখন হয়তো নজরে আসবে কর্তৃপক্ষের। নাহলে আপনি ফিডব্যাকে নালিশটা জানাতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.