![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় ৭০ বছর পর অাবার এরকম বড় অারেকটা চাদ দেখা যাবে। সেদিন অামি হয়তো থাকবো না। হয়তো কেন প্রায় নিশ্চিত থাকবো না। তবে সুকান্ত বাবু মরে গিয়ে বেচে গেছেন। তানা হলে চাদ নিয়ে অারেকটি কবিতা লেখার লোভ সামলাতে পারতেন না। একবার চাদ দেখে তো লিখেই ফেললেন- "পূর্ণিমার চাদ যেন ঝলসানো রুটি।" সুকান্ত বাবু হয়তো জানেন না অাটার দাম অাগের তুলনায় অনেক বেড়ে গেছে। তাই এখন রুটির সাইজও ছোট হয়ে গেছে। অার ৭০ বছর পর অাবার চাদ অনেকখানি বড় হয়েছে। তাহলে বুজুন রুটি অার চাদে এখন কত তফাৎ।
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১১
জিহাদ ৭০০৭ বলেছেন: ধন্যবাদ অামাকে দীর্ঘায়ু দান করার জন্য।
২| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ঘাবড়ানোর কিছুই নেই । ২০৩৪ সালের ২৫ নভেম্বর এরচেয়েে বড়ো চাঁদ আসছে ।। যদিও আপনার বেচে থাকার গ্যারান্টি দিতে পারছিনা ।
৩| ২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
আপনাকে কমপক্ষে আরো ৯০ বছর বেঁচে থাকার নিশ্চয়তা দিলাম; চাঁদ দেখেন, ভালোবাসেন, কবিতা লিখেন