![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কষ্ট কেউ বুঝেনি,
ঐ দুর রাতের অাকাশ, মানব বসতী,
পাহাড়, নদী ও নারী
কেউ বুঝেনি।
কতবার অামি তোমাদের
বুঝাতে চেয়েছি-
অামার অমিমাংসীত জীবনের
অব্যাখ্যাত কষ্ট।
বলেছি- অামার কষ্টগুলো
পরিমাপ করো, ভেবে দেখ-
কত কষ্ট নিয়ে কতটা পথ
একলা এলাম।
সর্বশেষ যাকে অামি অামার কষ্টগুলো
বুঝাতে ছেয়েছি, সে অামার-
গায়ের ছোট্ট নদী।
যাকে অামি ভালবেসেছি
নাবগত কিশোরীর মত,
সেও বুঝেনি।
অামার কষ্ট কেউ বুঝেনি,
এমনকি অামিও না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯
জিহাদ ৭০০৭ বলেছেন: ভাব অাছে যেহেতু তাহলে কবিতাই ধরে নিন।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
"সর্বশেষ যাকে অামি অামার কষ্টগুলো
বুঝাতে ছেয়েছি, সে অামার-
গায়ের ছোট্ট নদী। "
-নদীটা কি আছে, নাকি শুকিয়ে গেছে?
প্রকাশের ভাবটা ভালো লেগেছে; ওহ, প্রশ্ন, এটা কি কবিতা?