নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিহাদ ৭০০৭

যা হতে পারিনি তার নিরন্তর চেষ্টা............

জিহাদ ৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

পত্রিকার মেন্যু ক্যাটাগরি

১৪ ই জুন, ২০২১ সকাল ১১:০৬


পত্রিকার নিউজ মেন্যু বার এর মধ্যে বিনোদন নামে একটি মেনু আছে। সেখানে চলচ্চিত্র জগতের সকল খবার প্রকাশিত হয়। যারা ওয়েব ডিজাইন জানেন বা সিএমএস (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন- ওয়াডপ্রেস) সম্পর্কে জানেন তারা ভালো বুঝবেন। যখন একটি লেখা অনলাইনে পাবলিশ করা হয় তখন সেখানে ক্যাটাগরি সিলেক্ট করার ব্যবস্থা থাকে। ঐ লেখাটি কোন ক্যাটাগরিতে এবং পরবর্তীতে কোন মেন্যুতে গেলে পাওয়া যাবে তা নির্দেশ করে।

যেমন পত্রিকার মেন্যুবারে নিউজ এর ক্যাটাগরি করা আছে। যেমন- খেলাধুলার খবর হলে সেটি ‘খেলা’ ট্যাব বা মেন্যুতে দেখা যাবে আবার চাকুরির খবর হলে সেটি চাকুরি মেন্যুতে দেখা যাবে। তেমনি বিনোদন বা চলচ্চিত্র জগতের খবর হলে সেটি দেখা যাবে বিনোদন মেন্যুতে। এই মেন্যুগুলোর নাম প্রায় সব পত্রিকায় একই রকম থাকে।
এখন কথা হলো- আমাদের চলচ্চিত্র জগতের নায়িকা পরীমনিকে নিয়ে সংবাদ প্রচার হচ্ছে। তিনিও তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেছেন। আমি ফেসবুকে বিষয়টা ভাইরাল হতে দেখেছি। পত্রিকার অনলাইন ভারসনগুলোতে খবরটা পেতে বেগ পেতে হলো। কারণ- প্রায় সব পত্রিকার বিনোদন ক্যাটাগরিতে চাপা হয়েছে। তাই বিনোদন ট্যাবে গেলে নিউজটি দেখা যায়। এখন কথা হলো- বিনোদন মানে তো আনন্দ। চলচ্চিত্রে যারা অভিনয় করেন তারা আমাদের বিনোদন দেন। কিন্তু তারাতো আমাদের মত রক্ত মাংসের মানুষ। তাদেরও ক্ষুধা, রোগ, শোক, আনন্দ- বেদনা আছে। এখন কথা হলো- তারা মারা গেলেও কি সেটা বিনোদন হবে! তারা ধর্ষিত হলেও কি সেটা বিনোদন হবে!

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ সকাল ১১:১৯

বৃষ্টি'র জল বলেছেন: কতিপয় মানুষ কিন্তু এটি থেকে বিনোদন ই নিচ্ছে।
ঐ হিসেবে ঠিক ই আছে।

২| ১৪ ই জুন, ২০২১ সকাল ১১:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: পত্রিকার হিসেব ঠিকই আছে। তারা মারা গেলেও বিনোদন ক্যাটাগরীতেই খবর যাবে।

১৪ ই জুন, ২০২১ সকাল ১১:৪২

জিহাদ ৭০০৭ বলেছেন: এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এটা কোন সাংবিধানিক নিয়ম নয়। সবাই করে তাই আমি করি এরকম। আমার কথা হলো- তিনি যখন বিনোদন দেন তখন এটি বিনোদন পাতায় যাবে। তিনি যখন আর বিনোদন দেন না তখন তো আর বিনোদন পাতায় যাওয়ার প্রশ্নই আসে না। তিনি তখন বাস্তব ফিরে এসেছেন। তিনি তখন আর অভিনয় করছেন না।

৩| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই সেলিব্রেটিদের নিয়ে ব্যবসায়ের শেষ নেই। এমন নিউজ পত্রিকায় প্রথম বা ২য় পাতায় না দিয়ে বিনোদন পাতায় দেয়া দরকার। সবখানে ধান্দা।

৪| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এটা কোন সাংবিধানিক নিয়ম নয়। সবাই করে তাই আমি করি এরকম। আমার কথা হলো- তিনি যখন বিনোদন দেন তখন এটি বিনোদন পাতায় যাবে। তিনি যখন আর বিনোদন দেন না তখন তো আর বিনোদন পাতায় যাওয়ার প্রশ্নই আসে না।

যাকে নিয়ে খবরটা প্রকাশ করা হয়েছে তিনি বিনোদন জগতের মানুষ হিসেবেই পরিচিত তাই খবরটা সেই ক্যাটাগরীতে দেয়াটা ভুল কিছু নয়। ভুল হলো নিজস্ব মতামত অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা। সংবাদপত্র কোন খবর কোন ক্যাটাগরীতে দিবে সেটা সংবিধান নিয়ন্ত্রন করে না বরং এ ব্যাপারে সংবাদপত্রের নিজস্ব পূর্ণ স্বাধীনতা রয়েছে। প্রয়োজনে আপনার অভিমত অবশ্যই পত্রিকাকে জানাতে পারেন যদিও তারা আইনগতভাবে সেটা মানতে বাধ্য নয়। সবশেষে বলবো পিসি কালচারটা সমাজের জন্য বেশীরভাগ ক্ষেত্রেই সমস্যার তৈরী করে।

১৪ ই জুন, ২০২১ দুপুর ১:১৩

জিহাদ ৭০০৭ বলেছেন: তাহলেতো সমাজের সব শ্রেণির মানুষের ক্যাটাগরি ওয়াইজ নিউজ করা উচিত। ধোপা, নাতিপ, ডাক্তার, মুচি, রিক্সাওয়ালা, পাইলট। আর সঙবাদ পত্র যদি পাঠকের মতামতকে গুরুত্ব না দেয় তাহলে কেমনে হবে? আমার কথা হলো খেলার খবর চাপা হবে খেলার পাতায়। তিনি খেলোয়ার যখন মারা যাবেন তখন আর সেটি খেলার খবর নয়। দেখুন ক্যাটাগরি করার কারণে অনেক জরুরি গুরুত্বপূণ খবর আড়ালে চলে যাচ্ছে। আমরা কখনোই গুরুত্বপূণ খবর পড়তে খেলা বা বিনোদনের পাতায় যাব না।

আমি নগণ্য মানুষ। সংবাদপত্রের ভুল ধরার মত প্রাজ্ঞ্যতা হয়তো আমার নেই। কিন্তু নিউটনেরও অনেক থিওরি সময়ের ব্যবধানে ভুল ধরা পড়েছে। আর আমরা আমাদের ঢাকাকে ‘Dhaka’ তো অনেক বছর `Dacca' বানানে লিখেছি। Comilla এখন Cumilla । পরিবতন সংস্কার হবেই। এটি একটি চলমান প্রক্রিয়া। সবকিছুই সময়ের সাথে খাপ খাইয়ে নেয়। যারা পরিবতনকে মেনে নেয় না তাদের বিলুপ্তি ঘটে, হারিয়ে যায়।

৫| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:৪২

জটিল ভাই বলেছেন:
বৃষ্টি'র জল বলেছেন: কতিপয় মানুষ কিন্তু এটি থেকে বিনোদন ই নিচ্ছে।
ঐ হিসেবে ঠিক ই আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.