নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষিত পুজারীর নৈবেদ্য

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯



এরই মাঝে আচানক

ফিকে হয়ে আসে কাজলের রঙ,

চিক চিক করে ওঠে চোখের শাদা দু' পাড়,

পাথর কঠিন মুখে অবন্তী সামলায় তার কান্নার ঢেউ ।

রাণীর মত হুকুম করে যায়—

হট যাও সাবুক্তাগীন, আর এসো না তুমি !



আমি ফ্যালফ্যাল চোখে

তার এ কাণ্ড দেখি অগত্যা

কিংকর্তব্যবিমূঢ় হয়ে, ইচ্ছে করে এগিয়ে যাই,

দুহাত কপোলে রেখে

টেনে আনি তার চিরচেনা অবস্থানে—

আমার বুকের জমিনে,

যে সাম্রাজ্য তার

বিনে দলিলে কেনা ।





ব্যর্থ হয়ে থামি ।

দেবী মোর মাটির মূরতি,

একটু জোর দিলে ভেঙে যেতে পারে তাই—

স্বাগত প্রদীপ হাতে

অপেক্ষা করে থাকি কোনমতে

বাঁচিয়ে রেখে আলো—

আমার প্রণয় শিখা ।





জানি, সে পাথর সাজা প্রেয়সী আমার,

ভেতরে এখনও নরম কাদার অশুষ্ক কোমল নারী ।

একটু পরেই আসবে ছুটে

এই প্রদীপ্ত পুজারী পানে ।



আহ, আমার দেবী,

তুমি সন্তপর্ণে এসো, কোন তাড়াহুড়ো নয়,

আমার লুটিয়ে থাকা খানখান হৃদয়ের

কাঁচ হয়ে ভেঙে খসে পড়া ধারাল টুকরা

যেন তোমার পায়ে না বিঁধে—

এই ধরেছি আলো আমি

অন্ধকার কক্ষপথের নীহারিকা হয়ে ।

তুমি সন্তপর্ণে এসো,

কোন তাড়াহুড়ো নেই,

তুমি একটু একটু এসো,

পথ দেখে দেখে এসো,

সমস্ত কষ্ট এড়িয়ে এসো,

যত দেরিতেই আসো

আসতে তোমাকে হবেই;

আমি অপেক্ষা করে আছি ।



আকাশ যতই বড়ো হোক

পাখি তো নীড়ে ফেরেই ।





Date: Sep 16, 2013

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


অবন্তীকে নিয়ে আমিও কিছু লিখেছিলাম!


ভালো লেগেছে কবিতা ... অনেক গভীরতা আর মায়ামাখা ...


শুভেচ্ছা!

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

জীয়ন আমাঞ্জা বলেছেন: অবন্তীকে নিয়ে আমার কবিতার সিরিজ আছে । :-)

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

জীয়ন আমাঞ্জা বলেছেন: অবশ্য কসবির কথা কবিতাটি আমার নিজের কাছেই বেশি ভালো লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.