নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

অবন্তি, তোমাকে বলছি

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২



ভালবেসেছিলে অবন্তি আমায়—

সে তোমার করুণা ছিল ।

এই সাদামাটা পোড় খাওয়া জীবনে

দু'দণ্ড বিশ্রামের পাইনি কোন ঠাঁই;

অভুক্তের ক্রন্দন, আর

না পাওয়ার গ্লানি নিয়ে—

আটাশটি উপত্যকা

ধুকে ধুকে ভুলে গিয়েছিলুম কত পথ হল আসা !



জানি নাই,

কী হয়েছে অর্জন সে যাবৎ !

মাথা নীচু করে তৃণের সন্ধানে

মুখ ঘষে ঘষে পঙ্কিল সবুজে

সেই পেয়েছি দেখা একটি পারিজাতে—

নয় সুবাস, নয় স্বাদ,

থুবরে পড়া লজ্জাশীলার

সে কী দোর্দণ্ড প্রতাপ ভরা সৌন্দর্য শুধু !

লাল লাল ছোপে

গোপন ত্রিভুজ পাঁপড়ি

যেন রজঃশীলা নারী !



আমি জীব হতে মানুষ হলাম—

ক্ষুধা ছেড়ে, সুধার মোহে মুখ তুলে চাইলাম—

ফুলের দিকে নয়, ডালের সন্ধানে আকাশের দিকে ।

এই উর্ধ্বপানে চাওয়াই যদি দর্শন হয় অবন্তি,

তবে আমি সেই হয়েছি দার্শনিক—

তোমার ছোঁয়ায় এসে ।



*অলখের কবিতাবলি (৫)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.