নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

খেসারি ডালের ইতিবৃত্ত

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪



বলো তো ধানশালিক,

এই সোনালী ক্ষেত, এ মাটি কার ?

কখন থামবে বলো

শিশিরের হাহাকার ?

কখন বলো খেসারি ডালের ডগায়

মুখ দেবে না এসে মাতব্বরের গরু ?

কখন পাবে মানুষ

ফসলের ন্যায্য অধিকার ?



আমরা শুধু কাস্তে শানিয়ে চলেছি

শক্ত করে বেঁধে পুরনো মাথাল

হাতের তালুতে পেঁচিয়ে নিয়েছি নাইলনের দড়ি ।



দাদাজান বলে, তোরা আর কটা দিন সবুর কর ওরে —

আজ এগারো তারিখ

অপেক্ষার পালা ফুরিয়ে এলো বলে

কদিন পরেই ষোলই ডিসেম্বর ।



তোদের জন্য লাঙলচষা জমি

রেখে গেলাম উর্বরা এক ভুখণ্ড

আর সেখানের প্রতিটি ফসলের কণা—

সবই তোদের । তোরাই তো আমার উত্তরসূরী ।

সমস্ত তোদেরই উত্তরাধিকার ।



দাদাজান, তুমি তো উত্তরাধিকার দিয়েই নিশ্চিন্ত হয়েছ ।

আর আমরা এই তেতাল্লিশ বছর ধরে কাস্তে শানিয়ে চলেছি,

কত ডিসেম্বর পার হয়ে গেল

এখনও তুলতে পারিনি একটি খেসারি কণা ।

আমরা কেবল জমি পেয়েছি নামেই ।



অথচ সেখানে কবজা করেছে এসে

মাজেদা ফুপু আর জমির চাচার দল

আরো আছে তোমার ভাইয়ের বেটি—

শরাবান তাহুরা !

যে গিয়েছে লঙ্কায় সেই হয়েছে রাবণ ।

সুগ্রীবেরাও গ্রীবা বাঁকিয়ে করেছে পক্ষ বদল ।



আমরা ছিলাম নাবালক সেইদিন

তেমন আমরা আজও নাবালক আছি ।

আরেকটি যুদ্ধ দাও, আরেকটি যুদ্ধ চাই আমরা এখন ।

দেখিয়ে দিতে চাই, ধান কাটতে

সাবালক হওয়া লাগে না, লাগে না শিবের ভজন,

আট বছরের শিশুও পারে অজস্র গ্রেনেড ছুড়তে ।

এওয়াজনামা নয়, দলিলও লাগবে না আর,

আমাদের রক্তই প্রমাণ করে দেবে কোনটি আমাদের উত্তরাধিকার ।



Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৯

এহসান সাবির বলেছেন: বেশ..

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

জীয়ন আমাঞ্জা বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২১

জীয়ন আমাঞ্জা বলেছেন: ব্লগে আমি যে কোনদিন সাধারণ আইডির মর্যাদা পাব সে প্রত্যাশা এখন পুরোপুরি ছেড়ে দিয়েছি ।
এত দিন ধরে অপেক্ষা করছি । মৌলিক লেখা দিতে বলা হয়েছে, দিয়েছিও । পরিচালনা পরিষদের একজন এ আইডি দেখেও গিয়েছেন দুইবার । তারপরেও বন্দী হয়ে আছি !

নিয়ম অনেক সময় শৃঙ্খলা বিধানের চেয়ে ভোগান্তিই বেশি ঘটায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.