নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

অবন্তি, তুমি কোথায় ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

এ শহর আমার নয় অবন্তি

যেমন এ দেহ আমার,

কিলবিল করা রক্ত, ধমনী আর

পিলপিলে অনুভূতি— সবই তুমি জানো ।



এ শহরে মানুষ নেই কোন,

এ শহর মৃত । গাড়ি বাড়ি,

সারি সারি ইট পাথরের পাঁচিল,

জানালা ঘেরা কাঁচবিহীন লোহার গ্রিল—

চুনকাম করা সব ধবল অজীব নিদর্শন,

এই শুধু এ শহরের নিতান্ত সম্বল ।



গাড়িতে, বাড়িতে, জানালার সারিতে;

পাঁচিলের আড়ালে বেলাটুকু ফুরালে

শোবার ঘরে নেতিয়ে থাকা

দোপেয়ে যারা আছে,

তারা মানুষ নয় মোটে ।



তারা ব্যস্ত যে যার মতো

একেকটি চাবি দেয়া যন্ত্র সব,

ঘড়ির কাঁটার মতোন একঘেয়ে নিত্য আবর্তনে

পাশাপাশি থাকে, খায়, ঘুমায়

ভালোও বাসে,

তবে তা তোমার মতো নয় ।

পরস্পরকে সহ্য করা, মানিয়ে নেওয়া আর দায় গছানো অভিনয় !

বড্ড মেকি অবন্তি, এসব কাণ্ড বড্ড দেখোয়া,

আমি হাসির ছলে নাক কোচকাই,

শিউরে উঠি সুখের ভান করে

ভেতরে ভেতরে তীব্র গোপন ব্যথায় ।



কদরে আদর মেলে, অবন্তি;

মেলে প্রতিশ্রুতিতে সমাদর, চুল বাওয়া তেল,

পয়সায় মেলে পতিতার ভীড়

স্বার্থান্বেষী সামাজিক আর জৈব লেনদেন,

হৃদয় এখানে মৃত, বিলুপ্ত উদ্বায়ী কর্পুরের মতো,

বুক আছে, হৃৎপিণ্ড নেই, আছে ঢিপঢিপ করতে থাকা আতঙ্ক,

সুখী সাজার মিথ্যে ছলনা পাছে ধরা পড়ে যায় !



অবন্তি আমি এখন ময়ূরের মতো, মেঘের ডাকে ক্ষণিক নাচের ফাঁকে

কদর্য পায়ের মানচিত্রে

ভেসে ওঠে নিঃস্ব হবার গল্প,

রিক্ত হতাশায় গুটিয়ে ফেলি পেখম,

নাচ আর হয় না, হাসিটা সম্পূর্ণ হবার আগেই

ঠোঁট কুচকে মিলিয়ে যায় সারাক্ষণের এই গোমড়া বিরসতায়

কেঁচো কিংবা শামুকের মতো !



এ জীবন আমার নয়,

নয় এ শহর-ঘর-সংসার,

জন্মরিপুর কসিয়ে বাঁধা উচ্ছৃঙ্খল শৃঙ্খলে

বড্ড হাঁপিয়ে গেছি,

কচ্ছপের ডিমের টান নিত্য আমায় টানে !



আমি তোমার কাছে যাবো অবন্তি,

আর একটি দিনেরও তর নয়,

সব ফেলে ছুটে যেতে চাই অবন্তি,

আজই,

দাঁড়াতে চাই যীশুর মতো

তোমার ঘুম না হওয়া কালচে চোখের পাতায় !



বলো, তুমি কোথায় ?

অবন্তি, তুমি কোথায় ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.