নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটি পথ, আপনি চাইলে হেঁটে দেখতে পারেন....

জীয়ন আমাঞ্জা

পৃথিবীর সবচেয়ে বড় দর্শন হল হিসাব বিজ্ঞানের ডেবিট এবং ক্রেডিট । সবসময় যতখানি ডেবিট, ঠিক ততখানিই ক্রেডিট হয় । পরকালের হিসেব যা-ই হোক, এই ইহকালে আমরা ঠিক যেভাবে শূন্য হাতে পৃথিবীতে এসেছি, সেভাবে শূন্য হাতেই পৃথিবী ছেড়ে যাব । এটাই পৃথিবীর আবর্তনিক নিয়ম । অনেকে আমরা এটা বুঝতে ব্যর্থ হই ।আপনি কারো ক্ষতি করবেন তো আজ অথবা কাল আপনার ক্ষতি হবেই হবে । ভালো করলেও তার ফল আপনি জীবদ্দশাতেই পাবেন ।অনেকে দেখবেন রাস্তাঘাটে অযথা হোঁচট খায়, অসুখে ভোগে- এসব এমনি এমনি নয়, হয় এর অতীত, নয়তো ভবিষ্যৎ প্রসারী কোন কারণ আছে । যদি আপনি কারো ক্ষতি না করেন, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি, আপনার কোন ক্ষতি হবে না । কেউ চেষ্টা করলেও আপনার ক্ষতি করতে পারবে না ।শুদ্ধ থাকুন, শুদ্ধতার শুভ্রতাকে উপভোগ করুন । জীবন সুন্দর হবে ।আমি সবার মতের প্রতিই শ্রদ্ধাশীল।আশা করি আপনিও তাই।সৌজন্যবোধ ও মানবতার জয় হোক !

জীয়ন আমাঞ্জা › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণলতিকা

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

তবুও সুন্দর- যদিও অকিঞ্চিতকর,
যদি বা বাসি ফুলে ভেজা,
তবু সে সাধেরই বাসর;
এলোচুল- শাড়ি- জানি সে মোর
বুকে নয়, জানি সে অন্যের বুক,
তবু ভালোবাসা আছে ।

রসালের বুক ছাড়া হয়ে
সাময়িক দিগভ্রান্ত স্বর্ণলতিকা-
মরে কি সে তাতে ?
-দুদিনের বিপর্যয় মাত্র,
তিনদিনে ফের
জড়িয়ে ধরে
পাশের নওল তরু !

এই আঁকড়ে ধরাতেই তার
বেঁচে থাকা, নইলে মৃত্যু ।
সে যে স্বর্ণলতিকা!

আজ তুমি নতুন অর্জনে
হাস নওল তরু, ভেবেছ-
ছিনিয়ে এনেছ সোনালী কবিতা,
সোনালি বসনে
সাজবে নতুন ধারা ?

আমি দীর্ঘ, আমি বিশাল,
আমি অভিজ্ঞ, আমি রসাল-
জানি, সোনালি সে নয়,
এ তোমার কপালে শনির রেখা।

বিদ্বেষে জ্বলি না আমি
মোর বুক নয় জেনে,
জানি, ঐ চুম্বনে ভালবাসা আছে ।
পান কর সুধা-
লাল রঙা নলকুপ জল ।

তুমি, আমি, আমরা
আর যত
নবাগত লক্ষ্মীন্দর
ভুল করেছি সবাই ।
এ বেহুলা নয়- সুতানলী সাপ !
বেহুলারা বার বার জন্মেনা ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

জাফরুল মবীন বলেছেন: মুগ্ধ হলাম কবিতা পাঠে।

ধন্যবাদ কবি।

০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫

জীয়ন আমাঞ্জা বলেছেন: শুভেচ্ছা

২| ০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো কবিতায় । ++

৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩

সকাল হাসান বলেছেন: তুমি, আমি, আমরা
আর যত
নবাগত লক্ষ্মীন্দর
ভুল করেছি সবাই ।
এ বেহুলা নয়- সুতানলী সাপ !
বেহুলারা বার বার জন্মেনা ।


শুধু শেষটার জন্য +++++!

অসাধারন!

০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

জীয়ন আমাঞ্জা বলেছেন: ধন্যবাদ :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.