নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

< স্বপ্নকরের স্বপ্নকথা >

যে জাদু দেখায় সে জাদুকর আর যে স্বপ্ন দেখায় সে . . .

স্বপ্নকর

আমি ভীড়ের মাঝে এক পলক তাকিয়ে চোখে না পড়াদের ভীড়ে তেমন-ই একজন।

স্বপ্নকর › বিস্তারিত পোস্টঃ

বাংলা মুভি রিভিউ : রিকশাওয়ালার প্রেম :P : : Part 3

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৬





বাংলা মুভি রিভিউ : রিকশাওয়ালার প্রেম :P : : Part 1



বাংলা মুভি রিভিউ : রিকশাওয়ালার প্রেম :P : : Part 2



জ্ঞান ফেরার পর কেরামত নিজেকে রক্তাক্ত অবস্থায় অসংখ্য ভাংতি টাকা আর পয়সার মঝে আবিস্কার করে। সে বুঝতে পারে লোকজন তাকে ফকির ভেবে এই টাকা দান করেছে। যাই হোক, কেরামত গুনে দেখে সব মিলিয়ে প্রায় ২৫ হাজার টাকা(!!!) আছে। সে তাড়াতাড়ি পাশের এক দোকান থেকে তার বন্ধু আক্কাসকে ফোন করে বলে দেয় ১২ হাজার টাকা দিয়ে সে যেন রহিম মিয়ার ওয়ার্কশপ কিনে নেয়। ১ দিনের মধ্যেই কেরামত রহিম মিয়াকে টাকা শোধ করে দিবে। অতঃপর সে আক্কাসকে বলে ৫০ জনের একটা লাঠিয়াল রিক্সাবাহিনীকে ফার্মগেট পাঠিয়ে দিতে। পণ অনুযায়ী ওয়ার্কশপ কিনার পরই কেরামত ৮ হাজার টাকা দিয়ে একটি Maximus-এর China মোবাইল সেট ও একটি ডিজুস সিম কিনল। অবশিষ্ট টাকা সে আসন্ন বিয়ের খরচ হিসেবে তার ব্র্যাক ব্যাংকের একাউন্টে জমা রাখল। ইতোমধ্যে তার লাঠিয়াল রিক্সাবাহিনী ফার্মগেট এসে পৌছল। সিনেমার এই পর্যায়ে একটি রক্ত গরম করা গান(৪)। কেরামত তার নয়া মোবাইলে GPS tracker দিয়ে কেটির মোবাইল track করে কেটির অবস্থান বের করল এবং তাকে উদ্ধারের জন্য রওনা হল। এভাবেই কেটি আর কেরামতের সে প্রেম প্রেম খেলা ফাইনালে উপনীত হল।

কেটিকে নিয়ে ড্যানি তার গাজীপুরের আস্তানায় আসল। অনেক চেষ্টা করেও ড্যানি কেটিকে বিয়েতে রাজি করাতে পারল না। কোন উপায় না দেখে ড্যানি কেটির বাবাকে ধরে আনতে লোক পাঠালো। এর মাঝে ড্যানি আর কেটির মধ্যে হালকা হাতাহাতি(!!!) হল। সিনেমার এই পর্যায়ে কেটি ‘তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না’ টাইপের একটা গান(৫) গেয়ে ফেলল। গান শেষ হতেই কেটির বাবাকে হাজির করা হল। ড্যানি সফদর আলীর মাথায় বন্দুক(খেলনার) ধরে কেটিকে বিয়েতে বাধ্য করতে চাইল।

ইতোমধ্যে ঘটনাস্থলে কেরামত হাজির হয়ে গেল। কেরামতকে দেখে ড্যানি কথায় কথায় প্রচন্ড ভাব নিয়ে মুখের সিগারেটটা ছুড়ে ফেলল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই জ্বলন্ত সিগারেট গিয়ে পড়ল পেছনে রাখা তেলের ড্রামের উপড়। অমনি বিকট শব্দে বিস্ফোরণ। হলিউডের কোন সিনেমা হলে এই বিস্ফোরণের আগুন আর ধোয়া প্রায় আকাশ ছুয়ে যেত। কিন্তু বাজেট স্বল্পতার কারনে এই সিনেমায় চুলার আগুন দেখিয়ে সেই বিশাল বিস্ফোরণের হালকা আমেজ দর্শকদের দেয়ার চেষ্টা করা হয়েছে।

যাই হোক, বিস্ফোরণ শেষে দেখা গেল কেরামত, তার রিক্সাবাহিনী, কেটি আর কেটির বাবা ছাড়া ঘটিনাস্থলে আর সবাই মারা গেছে। যথারীতি সবকিছু শেষ হওয়ার পর পুলিশ উপস্থিত হল এবং গ্রেফতার করার মত কাউকে না পেয়ে খালি হাতেই চলে গেল।

এভাবেই কেরামত বিনাযুদ্ধে যুদ্ধজয় করল। কেরামতের এহেন বীরত্ব দেখে কেটির বাবা তার মেয়েকে কেরামতের হাতে তুলে দিতে রাজি হলেন। কেটি আর কেরামতের সে প্রেম প্রেম খেলার ফাইনাল এখানেই সমাপ্ত হল। সিনেমার এই পর্যায়ে আরো একটি প্রেমের গান(৬)।



সমাপ্ত

মন্তব্য ২০ টি রেটিং +৫/-১

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৯

মিছে মন্ডল বলেছেন: এইবার বেশি মজা পাইনাইক্কা

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫১

স্বপ্নকর বলেছেন: কি আর করা??? পরের বার মজার কিছু লেখার চেস্টা করব।

ধন্যবাদ

২| ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪০

তারিক-আল-হাসান বলেছেন: বাংলা সিনেমাতো, এরকমই

১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৪

স্বপ্নকর বলেছেন: এইটা কিন্তুক অন্যসব বাংলা ছি:নেমার মত না, এইটা ব্যতিক্রমধর্মী ছি:নেমা :P

৩| ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪১

ফেরদাউস আল আমিন বলেছেন: ভাল সিনমা, নতুন প্রযুক্তি অন্তর্ভূক্ত

১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২০

স্বপ্নকর বলেছেন: এফ.ডি.ছি. সামনে হলিউডের লগে পাল্লা দিব তো, তাই অহন থাইকাই নতুন প্রযুক্তির দিকে নেক-নজর দিতাছে :P

৪| ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৫৯

নিঃসঙ্গ বলেছেন: ছি:নেমার সমাপ্তটা মানে ১৬ নং রিল ভালো লাগে নাই ;)

১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২২

স্বপ্নকর বলেছেন: ১৬ নং রিলটা কাইট্টা একটা ইংলিশ সিনেমার কাট-পিস ঢুকাই দিমু নাকি??? ;)

৫| ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:১৬

নূহান বলেছেন: ;)

১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৩

স্বপ্নকর বলেছেন: :P ;) কি বুঝলেন???

৬| ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫০

নাসিমূল আহসান বলেছেন: ভিন্ন আলোচনা: আশা করি বিরক্তির উৎপাদন করবে না!

মিডিয়া দখল নিয়ে বসে আছে আমাদের সমগ্র মানসিক মানচিত্রের। নির্মান ও বদলে দিচ্ছে আমাদের আচরনের কাঠামো। ভাবনার জগত। সাংস্কৃতিক প্রতিবেশ।
মূলধারার মিডিয়াগুলো উপকারের বানী প্রচার করছে যত্রতত্র। তথ্য দিয়ে,সেবা দিয়ে ধন্য করেছ আমাদের! সেবাপরায়নতার মুখোশে গড়ে তুলছে মানসিক সাম্রাজ্যবাদ। মুনাফা আর লাভালাভির হিসাব কষতে গিয়ে ক্ষতি করছে গণমানুষের। আমরা সেই ক্ষতি সম্পর্কে অবহিত করতে চাই সবাইকে। চাই মিডিয়ার ধান্দাবাজি সম্পর্কে মিডিয়া ভোক্তাশ্রেণীর মধ্যে সচেতনতা নির্মান করতে। চাই ভোক্তাদের মধ্যে উত্থান হোক একটি সংগঠিত শক্তির; যারা মিডিয়াকে বাধ্য করবে গনমানুষের কাছে যেতে। নির্মান করতে চাই মিডিয়া সম্পর্কিত বাহাস ও যুক্তির নতুন বয়ান।
আমাদের এই স্বপ্ন বোনার কাজে আপনাকে পাশে চাই আমরা। প্রত্যাশা করি আপনার সরব উপস্থিতি । তাই মিডিয়া সম্পর্কিত নতুন গ্রুপ ‘ মিডিয়া : পাঠ ও আলোচনা ”-এ আপনার অন্তুর্ভুক্তি কামনা করছি। ভালো থাকবেন।

লিংক : মিডিয়া : পাঠ ও আলোচনা

http://www.somewhereinblog.net/group/mediapoa

১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৩

স্বপ্নকর বলেছেন: কিছুই বুঝি নাই। :) খালি বুঝসি " মিডিয়া : পাঠ ও আলোচনা ” গ্রুপে জয়েন করন লাগবো। করছি :D

আর, আপনার সপ্ন বোনার কাজে আমাকে পাশে পাবেন সবসময়।

৭| ১১ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৫০

কঁাকন বলেছেন: পারফেক্ট বাংলা সিনেমা হইছে :)

১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৬

স্বপ্নকর বলেছেন: আবার জিগস . . . স্টিভেন স্পিলবার্গ চাইলেও এইডা দিয়া মুভি বানাইতে দিমু না। এইডা আমগো বাংলা ছি:নেমা :P

৮| ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩১

সাংবাদিক বলেছেন:
ব্লগার গ্রুপ ‌'সাংবাদিক' - মুক্ত মনের প্রতিচ্ছবি

হাটি হাটি পা করে চলতে শুরু করেছে নতুন গ্রুপ 'সাংবাদিক'। সুচিন্তিত , সাহসী ও বস্তুনিষ্ঠ মতামত প্রকাশকারী ব্লগারদের এই গ্রুপে স্বাগতম জানাই। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কলম চালাতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা যা দেখি তাই লেখি কারণ আমাদের চোখ সবসময় প্রস্তুত সত্য উদঘাটনে আর আমাদের হাত সব সময় প্রস্তুত সত্য প্রকাশে। তো আর দেরী কেন? যদি হোন সাহসী সাংবাদিক কিংবা লেখক, এক্ষুণিই ঐক্যবদ্ধ হোন আমাদের সাথে। সদস্যপদ গ্রহণ করুন আমরা তো আছিই আপনার সাথে। শুভ হোক আপনাদের প্রতিটি ক্ষণ।
ক্লিক করুন :
http://www.somewhereinblog.net/group/Sangbadik

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৬

স্বপ্নকর বলেছেন: ভাই, আমি সাংবাদিকতার 'স'-ও জানি না। তাই গ্রুপে জয়েন করে আপনাদের অপমানিত করতে চাই না।

৯| ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৩

কাঙাল মামা বলেছেন: পুরাটা পড়লাম। ১নামবারটা বেশি ভালো ছিলো, ২ নামবারটা একটু কম, র ৩ নামবারটা বাদ দেন!!! :)

ভালাই লাগছে।

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৪

স্বপ্নকর বলেছেন: এইবার উল্টা দিক থেকে পুরাটা পড়া শেষ করেন। দেখেন ভাল লাগে কিনা . . . :P

১০| ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২১

তাসবির বলেছেন: হাহাহাহাহাহাহাহা!!! বেশি জোস!

১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৫০

স্বপ্নকর বলেছেন: হাহাহাহাহাহাহাহা!!! তাই নাকি??? থ্যাঙ্কু . . . :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.