![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর একটি সপ্নের জন্য অপেক্ষা করছি।
"একটা মানুষ তোমাকে ভালোবাসে, তার মানে এই না যে তার জীবনের সমস্ত কর্মকান্ড তোমাকে সাথে নিয়ে বা তোমাকে কেন্দ্র করেই হতে হবে।
প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পার্সোনাল লাইফ আছে। তুমি তার লাইফে আসার আগেও সে একটা লাইফ লিড করতো। তার ফ্রেন্ড সার্কেল আছে, ফ্যামিলি আছে, অবসর সময়ে সে হয়তো গান শুনে, ফেবু চালায়, মুভি দেখে কিংবা গেমস খেলে।
তুমি তার লাইফে ভালোবাসার মানুষ হয়ে আসার পর এই সবকিছুর ভীড় ঠেলে তুমিই তার প্রায়োরিটি লিস্টের ১ নাম্বারে উঠে এসেছো। খুবই স্বাভাবিক, কিন্তু তার মানে এই না যে তার লাইফে থাকা বাকি জিনিসগুলো লিস্ট থেকে একদম মুছে গেছে ... হুম।
তুমি একটা মানুষের সাথে রিলেশনশিপে আছো, এই উপলক্ষে সে তার স্বাভাবিক জীবনের বাকি সবকিছু বাদ দিয়ে দিনে ২৪ ঘন্টা তোমাকে নিয়েই সবকিছু করবে - এই চাওয়াটা ভীষণ অন্যায়।এইভাবে জীবন কিংবা রিলেশনশিপ কোনটাই চলে না।
মানুষটার প্রতি তোমার অধিকার হয়তো অনেক বেশি।কিন্তু এই অধিকারের মাত্রাটা বুঝতে হবে। মানুষটার ব্যস্ততার মাঝে, বন্ধুদের সাথে ঘুরাঘুরির মাঝে, অবসর সময়ে করা কাজটার মাঝে যদি তুমি তোমার একচ্ছত্র অধিকার খাটাতে যাও, তাহলে খুব বিপদ।
ভালোবাসার দোহাই দিয়ে তুমি যদি মানুষটার স্বাভাবিক জীবনে বাধা দিতে থাকো প্রতিনিয়ত, তাহলে নিশ্চিতভাবেই তোমার প্রতি মানুষটার বিরক্তি চলে আসবে। এইটা মানুষটা তোমাকে কখনোই বলবে না কারণ তুমি তার ভালোবাসার মানুষ। কিন্তু ট্রাস্ট মি, একটু একটু করে এই বিরক্তিটা তৈরি হতে থাকে।
পৃথিবীর সবকিছুর লিমিট আছে,, এমন কি "কেয়ার" এরও লিমিট আছে। অতিরিক্ত কেয়ার একসময় "অত্যাচার" এ রূপ নেয়। একটু আধটু অধিকার খাটালে, শাসন করলে, ভালোই লাগে। কিন্তু অতিরিক্ত পরিমাণে অধিকার খাটালে, আস্তে আস্তে বিরক্তি চলে আসে।
তোমার ভালোবাসার মানুষটাকে একটু বুঝার চেষ্টা করো। একটু স্পেস দেও, সারাক্ষণ নিজের সাথে তাকে আগলে রাখলেই সম্পর্ক টিকে না। তাকে ঘুরতে দেও, পছন্দের কাজটা করতে দেও, একা থাকতে চাইলে একটু থাকতে দেও।
আমি বলছি না, তাকে পুরোপুরি নিজের মত ছেড়ে দেও।ওটারও লিমিট আছে, ব্যালেন্স রাখো একটু, অতিরিক্ত কেয়ার এবং অতিরিক্ত স্পেস দেয়া - দুইটাই খারাপ। ব্যালেন্স রাখো, ব্যালেন্স রাখাটা জরুরি।
মানুষটাকে আগলে রাখো কিন্তু এমনভাবে সারাক্ষণ আগলে রেখো না যেন তার নিজেকে জেলখানার কয়েদী মনে হয়।
ভালোবাসার মানুষটার হাত খুব আলতো করে কিন্তু শক্ত করে তোমার হাতের মুঠোয় ধরে রাখো। আসামীর মত হাতে হাতকড়া পরিয়ে তাকে জেলে বন্দী করে রেখো না। ভালোবাসা এমন না, সত্যিই এমন না।"
©somewhere in net ltd.