নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা আকাশ, ঝড়ো বাতাস বইছে। লৌহযবনিকার ভেতর কিসের যেন ভয়ভয় রহস্য, চাপা উত্তেজনা। সবাই নেমে আসছে, সবার পিছে আসছে অস্থির প্রকৃতির দুর্দান্ত সাহসী এক যুবক। চেহারা বা পোশাকে-আশাকে তেমন কোন পরিচয় নেই, যেন অতি সাধারণ এক যুবক।

নির্জন সৈকত

গল্প লিখতে খুব ভালো লাগে আমার।

নির্জন সৈকত › বিস্তারিত পোস্টঃ

থাবা বাবার হত্যার পিছনে কি কারণ ছিল?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

আমার মনে হয় থাবা বাবার হত্যার পিছনে জামাত শিবিরের কোন চাল আছে। আমি মানলাম উনি নাস্তিক ছিলেন, এবং তার এই শাস্তিটা যথার্থ হয়েছে। কিন্তু সবাই একটু চিন্তা করেন, ওনাকে আমাদের আন্দোলনের সময় খুন করা হল কেন? এই আন্দোলনের আগে বা পরে কেন খুন করা হলনা? কেউ কি চিন্তা করেছেন? কারণ শিবিররা ভালো করেই জানতো যে, যদি থাবা বাবাকে খুন করা হয় তাহলে আন্দোলনকৃত অর্ধেক মানুষ তার খুনের পক্ষে আর অর্ধেক মানুষ তার হত্যার বিপক্ষে চলে যাবে। ফলে আমাদের নিজেদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়ে আন্দোলন বন্ধ হয়ে যাবে। যা শিবিরদের বর্তমান লক্ষ্য। থাবা বাবাকে হত্যার পিছনে এই ছিল মূল কারণ। এখন যদি এই হত্যাকে কেন্দ্র করে যদি আমরা বিরোধে জড়ায় পড়ি তাহলে ওদের স্বার্থসিদ্ধি হবে। দেশে আবার রাজাকার বেড়ে যাবে। তাই সবাই শিবিরের বংশ ধ্বংস করতে এগিয়ে আসুন। এবার আর কোন আপোষ চলবেনা। যেখানেই পাবেন, সেখানেই মেরে ফেলবেন। আর কেউ প্লীজ আন্দোলন বন্ধ করবেন না। আন্দোলন চালিয়ে যাবো আমরা। পাশাপাশি থাবা বাবার হত্যার বিচার চাই। তার হত্যাকারীদের ফাঁসি চাই। আমাদের দেশকে আশা করি আমরাই রাজাকার মুক্ত করতে পারবো। জয় বাংলা… :@

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

নিষ্‌কর্মা বলেছেন: একদম সত্য কথা।

Click This Link

২| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

তথই বলেছেন: আপনি নিজেই তোঁ ভাদা , আবার দেশের কথা কন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.