![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু নারী বলে বাস্তবতাকে
সহজে মেনে নেয়া তাদের জন্মগত স্বভাব।
শুধু পাড়ার সুন্দরী মেয়ে বলে
কত ছেলে বুড়ো যে তাকিয়ে থাকতো!
কী বিশ্রীভাবে ক্লাসে স্যার পিঠে হাত বুলাতো
ব্যঙ্গ করে বলতো,কেমন করে চলছে-
তোমার লেখাপড়া সোনামণি?
সেই সস্তা রসিকতা আজো সে ভুলেনি।
শত হায়েনার ভিড়ে যখন সে বাসে চড়ে
ভুঁড়ি নিয়ে কেউ পাশে দাঁড়ায়,
কেউবা গা ঘেঁষে।
ভাই-বাবা বটবৃক্ষ মাথার উপর নাই
টিউশনিটা করে করে পড়ালেখা চালায়।
কখনো ছাত্রের মা বাড়ি ফিরতে দেরি হলে
উদম গায়ে থাকা তার বাবার সঙ্গে
ভয়ে গল্প চলে।
বাঘের ন্যায় হিংস্র চাহনিতে-
তার গলা শুকিয়ে আসে।
যে প্রেমিকের হাত ধরে-
ঘর থেকে সে বেরিয়ে এসেছিল
পুরাতন হবার পর শত উপেক্ষা করে
সেই তাকে ফেলে গেছে।
সমাজের প্রতিটা স্তর থেকে তাকে-
আঘাত করেছে তীরন্দাজ
মানিয়ে নেয়া,হার না মানা মেয়েটা-
উচ্চে তুলেছে স্বীয় তাজ-
উচ্চশিক্ষার অজানা লক্ষে সে-
দিয়েছে বিদেশ পাড়ি আজ।
২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩১
এ সাঈদ বলেছেন: আমার দেখা চরম বাস্তবতাটা শুধু বললাম
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০১
কানিজ রিনা বলেছেন: খুব সত্য কথা তুলে ধরেছেন। ধন্যবাদ