নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিখার আগ্রহ আমার সব সময়ই। তাই সারাক্ষণ শিক্ষানবিশের মতো ঘুরে বেড়াই। মাঝেমাঝে সময় পেলে পাহাড়ে ঘুরতে যাই বন্ধুদের নিয়ে।কখন ও বা ভেসে বেড়াই নদী কিংবা হাওরে। খুব ভালো লাগে প্রকৃতির সাথে মিশে যেতে

এ সাঈদ

এ সাঈদ › বিস্তারিত পোস্টঃ

কর্মবন্দনা

২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৩

কাজ করে মা সংসারে
সুখ আসবে যে পরিবারে,
কাজ করে বাবা রাতদিন
কি করে শোধ করব ঋণ?
কাজ করে মোর বড় ভাইয়ে
সবার মুখে দেখতে হাসি সবসময়ে,
কাজ করে মোর বড় বোন
অলস বসে থাকার নেইকো গুণ,
কাজ করে ঐ গাঁয়ের চাষা
ফলায় ফসল দিয়ে ভালবাসা,
কাজ করে জেলে নদীর বুকে
মাছে-ভাতে বাঙালী থাকবে সুখে,
কাজ করে ডাক্তার-ইঞ্জিনিয়ার
দ্বার যাদের উন্মুখ মানব সেবার,
কাজ করে দেশের তরে নিত্য শিক্ষক
জ্ঞানের আলো হাতে তারাই পথপ্রদর্শক,
বৈচিত্র্যময় কাজ ভাই জীবন রাঙাতে
খেলার ছলে কাজ করি ভুবন সাজাতে,
কাজেই সুখ, কাজেই সমৃদ্ধি, কাজই ভালবাসি
কাজ বিনা জীবন সুখী হয় নাকি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.