![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত স্বপ্ন, এত আয়োজন শুধু মাত্র মাথার উপরে থাকা নীল আকাশটাই দেখে। আমি নাহয় আকাশ হয়েই থাকি?
পাশের লোকটা দাঁড়িয়ে মনের আনন্দে দিব্যি সিগারেট খেয়ে যাচ্ছে। সুন্দর করে ফুঁ দিয়ে একবার নাক দিয়ে, একবার মুখ দিয়ে ধোঁয়া বের করছে। লোকটার মাথায় ঢুকছেনা যে, পাশে আমি ও আমরা তার খাওয়া উপভোগ করলেও ধোঁয়াটাকে সহ্য করতে পারছিনা।
এটা বুঝার জন্য অনেক বেশি জ্ঞানী হওয়ার দরকার হয়না, একটা ইন্দ্রিয়কে কাজে লাগাইলে হয়। সিগারেট ছোঁয়ার অভ্যাস নেই, নাহয় ওর মুখে পাল্টা ধোঁয়া দিয়ে শাস্তি দিতাম।
আর সিগারেট খাওয়া লোক গুলো সিগারেট খাওয়ার সময় জ্ঞান থাকেনা। সিগারেটাসক্ত মাতাল হয়। মোটমুটি মনুষ্য জাতটাই মাতাল। লোকটা হয়তো কিছুক্ষনের জন্য এই মাতালটাইনা হইলো? মেনে নেয়াই যায়। ঝগড়া করার একটা প্রবনতা শান্ত মস্তিষ্ক থেকে শুরু করে সব ধরনের লোকে বিদ্যমান।
১০নম্বর বাসের ১০ বছর বয়সই বাচ্চাটা চিৎকার করছে জিইসি ওয়াসা বারেক বিল্ডিং। কিছু না বলে উঠে গেছি! এক টাকার জন্য অকারনে ঝগড়া চলছে। কিযে অবস্থা। ঐই লোকটাও মাতাল একটাকার জন্য। এদিকে পুঁচকেটাকে সর্বশেষ হার মানতেই হলো। হার মানার কারন ও আছে।পুঁচকের ইকনোমিক স্ট্যাটাস দুর্বল। 'হ্যান্ড টু মাউথ' এই টাইপসের। এত ছোট একটা ছেলেকে সারাদিন চিল্লানোর পরে তিনশ টাকা পাবে হয়তো সেটা মা অথবা অক্ষম বাবার হাতে তুলে দিতে হচ্ছে। অথচ আমরা গন শিক্ষা বলে চিল্লাইতে চিল্লাইতে গলার অবস্থা খারাপ করে ফেলি।যাক, সেটাও মাতলামি।জগত সংসারের মাতলামি। বেঁচে থাকার জন্য মাতলামি, একটু না আগাতেই রিক্সা ওয়ালা ট্রলিওয়ালা ঝগড়া। দুইজনের যুক্তি উপস্থাপন করছে, একজন অন্যজনের গায়ে হাত দিয়ে। অনেকটা উকিল আর রাজনীতিবীদের মত। দাঁড়ানো লোক গুলো মজা নিচ্ছে। ঝগড়ারত দুইজনেই উপস্থাপনে ব্যস্ত নিজেদের।
ছলনাময়ী নারী কপিলা, রহস্যময়ী লোক হোসেন মিয়ার কথা ভেসে উঠছে চোখে। সেখানে স্বার্থের চিন্তা দেখেছি।মাতলামি ছিল। একজন ঘর বাঁধার, অন্য জন দ্বীপের জনবসতির গড়ার!দিনশেষে পৃথিবীটা মাতাল, মাতালদের আড্ডা খানা। মাতালময় পৃথিবীটাই অসহ্য সুন্দর। বেঁচে থাকার জন্য দিনের সূর্যটা যেমন নিংস্বার্থহীন ভাবে আলো বিলায়, কিংবা চাঁদ কালো মেঘের আড়ালেও যেভাবে হাসে অন্তত সেই সৌন্দর্যগুলো দেখার জন্য হলেও বেঁচে থাকা দরকার অনেক বছর! �
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৬
আবির চৌধূরী বলেছেন: ধন্যবাদ।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০
কলিন রড্রিক বলেছেন: ভালো লেগেছে। তবে বিষয়ানুযায়ী আরেকটু দীর্ঘ লেখা হলে ক্ষতি ছিল না, বোধ করি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
আবির চৌধূরী বলেছেন: পরের লিখা গুলো দীর্ঘ করার চেষ্টা করব। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৯
আনিসা নাসরীন বলেছেন: সত্যিই দুনিয়া মাতালময়।
ভালো লেখেছেন।