নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিতো এমনই ।

আকাশ_পাগলা

আমি রিজভান হাসান। ডাক নাম আকাশ আর ব্লগ নিক আকাশ_পাগলা নিয়ে চলছি বেশ কিছু বছর। আমার স্থায়ী ঠিকানা হল http://wings.rizvanhasan.com । আমন্ত্রণ রইল। সারাটাদিন অনেক কারণে বাধ্য হয়ে আর্টিফিশিয়াল সুশীল ভড়ং ধরে রাখতে হয়। ব্লগে আসি তাই হাঁফ ছাড়তে। এভাবেই তাই ব্লগটা এখন নেশা। দরকার হলে উচিৎ কথা বলে আজীবনের জন্য ব্যন হয়ে যাবো, কিন্তু কখনও সুশীল ভাব নিতে চাই না। বাস্তবে যেই দোষে মানুষকে বলি, "সবারই নৈতিক ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত।" ব্লগে এসে সেই ব্যক্তিকে সেই দোষেই বলতে চাই, "আইজকা তোরে খাইছি। তুই কত বড় হ্যাডম আইজকা দেখুম!" এমনটা ভাবার কারণ নাই যে, মনিটরের ভিতরেই শুধু গলাবাজী করি। সবখানেই আমি প্রতিবাদী চরিত্রগুলোর প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমরা আসলে স্বপ্নে না সমাজে বাস করি, তাই সবখানে আর পেরে উঠি না। আমার শাস্তি যে অনেকের কষ্ট। কিন্তু যখনই সুযোগ পাই ফুঁসে উঠি, ফুঁসে উঠতে চাই। একদিন ঠিক দাঁড়িয়ে যাবো সবার মাথার উপর, তখন আর কেউ আটকাতে পারবে না। (আমার অনুমতি ছাড়া আমার কোন পোস্ট বা পোস্টের অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ)

আকাশ_পাগলা › বিস্তারিত পোস্টঃ

মোবাইলের এসএমএস কম্পিউটারে কপি করার কোন উপায় আছে?:|/:)

১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৭

আমি এখন যে মোবাইল সেট ব্যবহার করি সেটা হল সনি এরিকসন কে ৫৫০ আই। আগে একটা সেট ব্যবহার করতাম, সেটার মডেল হল ম্যাক্সিমাস ভি ৯০। ত ঘটনা হল, আমার এত্তগুলা ম্যাসেজ আগের সেট এ জমা আছে, যা আমি সিম এ কপি করলাম। এখন, এই সনি এরিকসনে সিম থেকে মোবাইল সেট এ ম্যাসেজ কপি করা যায় না। আজ্জব হলেও গুরুতর সমস্যা।



উপায়টা কী তাহলে? সিম থেকে বা মোবাইল থেকে কম্পিউটারে কী ম্যাসেজ কপি করে রাখা সম্ভব? কোন সফটওয়্যার আছে? ম্যাক্সিমাস থেকে বা যে কোন সেট থেকে কম্পিউটারে ম্যাসেজ কপি করে কীভাবে ?



আর, কেউ কী বলতে পারেন, সনি এরিকসনে সিম থেকে ম্যাসেজ সেট এ কপি করে কীভাবে? আমি যখন মার্ক করি, তখন শুধু ডিলিটের অপশনস আসে। আর, সিমের ম্যাসেজ “সেইভড ম্যাসেজেস” নামের একটা ফোল্ডারের ভেতর দেখায়।



সমস্যার সমাধান কী?





সারাদিনই শুনি এই কম্পিউটারের এইটা সেইটা কত সফটওয়্যার বাইর হয়। আমার সমস্যা সমাধানের কোন সফটওয়্যার আছে কী?

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৪

মো. লুৎফর রহমান বলেছেন: সনি এরিকসন- এর সফটওয়্যার লাগবে। সিম থেকে সেটে মেসেজ কপি না হওয়ার তো কোন কারণ নেই।

১২ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৬

আকাশ_পাগলা বলেছেন: ভাই তিন দিন ধরে গুতাইতেছি। সিম থেকে সেটে কপি করা যাচ্ছে না আমার সেটে। মানে, অপশনস নাই। সনি এরিকসনের সাথে যে সিডি দিছে, ওটা আছে। কিন্তু, ওখানে ম্যাসেজ কপি করার কিছু নেই।

২| ১২ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৭

মারূফ মনিরুজ্জামান বলেছেন: যদি সিম এ কপি করে থাকেন তাহলে একটা সহজ উপায় আছে। অনেক ভাবে করা যেতে পারে- একটা বলি- দেখেন পছন্দ হয় কিনা-

ব্লু-টুথ আছে এমন একটা সেটে সিম লাগান।
এখন কম্পিউটারে ব্লুটুথ লাগিয়ে কানেক্ট করেন।
এইবার হাইপার টার্মিনাল দিয়ে কানেক্ট করেন COM পোর্টে।
এখন AT কমান্ড ব্যবহার করে মেসেজ কপি- ডায়াল করে কথা বলা যা খুশি করতে পারবেন কম্পিউটার থেকে - Google "AT command"

আমার সমাধানটা আসলে খুব ভাল হল না- কিন্তু বেশিরভাগ সফটওয়ার এই পদ্ধতি ব্যবহার করে। কিছুটা ম্যানুয়াল- কিন্তু অনেক ফ্লেক্সিবল।

১২ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২২

আকাশ_পাগলা বলেছেন: কম্পিউটারে ব্লুটুথ লাগালে , ওইখানকার সিডির ড্রাইভার ইনস্টল করলে বলে মেয়াদ নেই। ব্লুটুথ ড্রাইভারের লিংক দিতে পারেন ???

৩| ১২ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৬

শ্রাবনের ফুল বলেছেন: সনি এরিকসনের তোমার মডেলের ড্রাইভার সফটওয়্যার লাগবে, এবার ড্রাইভার সফটও্য়্যার চালালে তুমি তোমার এস এম এস সিঙ্ক করতে পারবে।

১২ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২৩

আকাশ_পাগলা বলেছেন: সেট এর ভিতর ম্যাসেজ নাইক্কা, ম্যাসেজ সিমের ভেতর। ড্রাইভার কই পাই? সেটের সাথে যে সিডি দিছে, ওটায় সিম থেকে ম্যাসেজ কপি করার বা সেট থেকেও ম্যাসেজ সিংকের কোন সিস্টেম নাইক্কা।

৪| ১২ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪৩

ভেবে ভেবে বলি বলেছেন: আমি যতদুর জানতাম পিসিতে মাইক্রোসফট আউটলুক থাকলে সেখানে কপি করা যায়, কিন্তু সঠিক নিয়মটা মনে পড়ছে না। খুবই দুঃখিত, সাহায্য করতে পারলাম না।

১২ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

আকাশ_পাগলা বলেছেন: আউটলুকে আড্রেস বুক কপি করা যায়, ম্যাসেজ যায় কীনা জানি না।

ব্যাপার না, দুঃখিত হওয়ার কিছু নাই।

৫| ১২ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

মো. লুৎফর রহমান বলেছেন: লেখক, আপনি বরং সনি এরিকসনের কারো সাথে যোগাযোগ করুন।

১২ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩২

আকাশ_পাগলা বলেছেন: সনি এরিকসনের কাউকে কোথায় পাব ???

৬| ১২ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৭

অকৃতকার্য বলেছেন: যেকোন মোবাইল থেকে পি.সি. (উইন্ডোজ) এ মেসেজ কপি করার নিয়ম:
১. মোবাইলের ইনবক্সে যান।
২. যে মেসেজটি কপি করতে চান সেটি ওপেন করুন।
৩. পি.সি. তে নোটপ‌্যাড রান করান।
৪. মোবাইল থেকে দেখে দেখে প্রেরক, সময় এবং মেসেজ টাইপ করুন নোটপ‌্যাডে।
৫. উপযুক্ত নাম দিয়ে টেক্সট ফাইল সেভ করুন। যেমন, সময়_পেরক.টি এক্স টি

৭| ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৩

মারূফ মনিরুজ্জামান বলেছেন: Windows 7 এ Driver এমনিই পায়। Try করতে পারেন।

১৩ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৫১

আকাশ_পাগলা বলেছেন: ম্যাসেজ কপি করার জন্য তাই বলে ওএস চেঞ্জ করা লাগবে ???

৮| ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৫

মারূফ মনিরুজ্জামান বলেছেন: অকৃতকার্য বলেছেন: যেকোন ....

ভাইজান হাসতে হাসতে শেষ........ :)

৯| ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ৮:২০

মারূফ মনিরুজ্জামান বলেছেন: আসলে আমি ভাবছিলাম আপনি হলে থাকেন- তো হলে বিভিন্ন ও.এস সাধারনত থাকে কারো না কারো কাছে। আসলে অনেক সেট আছে যেগুলোতে সেট থেকে সিম বা উল্টোটা সহজে হরা যায়- যেমন নোকিয়া ৬১৫১- এবং আরও অনেক সেট এ-

দুঃখিত- আমি কাজটা সিরাজগঞ্জ এ বসে কাজটা করেছিলাম- তাই ভেবেছিলাম ঢাকায় এটার উপকরণ সহজে যোগাড় করতে পারবেন।

Click This Link

Click This Link

লিংক গুলোতে আলচনা করেছে লোকজন।

১৩ ই জুলাই, ২০০৯ রাত ৮:৫৯

আকাশ_পাগলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আমি আরও খোঁজ নিচ্ছি।

১০| ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৯

অলস ছেলে বলেছেন: কুন সমাধান আইলো না, পাইলে ভালু হৈতো ভাই।

১১| ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১১:১০

অলস ছেলে বলেছেন: কুন সমাধান আইলো না, পাইলে ভালু হৈতো ভাই।

১৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৩

আকাশ_পাগলা বলেছেন: কথা সত্য।

১২| ২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৬:১৪

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: এইটা ট্রাই করেন যদি এখনও সমাধান না পেয়ে থাকেন
Click This Link

২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৫

আকাশ_পাগলা বলেছেন: মোবাইল এডিট নামের একটা অসাধারণ সফটওয়্যার পাইছি। সব সমস্যার সমাধান হইছে।

সফটওয়্যারটা বেশি দারুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.