নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিতো এমনই ।

আকাশ_পাগলা

আমি রিজভান হাসান। ডাক নাম আকাশ আর ব্লগ নিক আকাশ_পাগলা নিয়ে চলছি বেশ কিছু বছর। আমার স্থায়ী ঠিকানা হল http://wings.rizvanhasan.com । আমন্ত্রণ রইল। সারাটাদিন অনেক কারণে বাধ্য হয়ে আর্টিফিশিয়াল সুশীল ভড়ং ধরে রাখতে হয়। ব্লগে আসি তাই হাঁফ ছাড়তে। এভাবেই তাই ব্লগটা এখন নেশা। দরকার হলে উচিৎ কথা বলে আজীবনের জন্য ব্যন হয়ে যাবো, কিন্তু কখনও সুশীল ভাব নিতে চাই না। বাস্তবে যেই দোষে মানুষকে বলি, "সবারই নৈতিক ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত।" ব্লগে এসে সেই ব্যক্তিকে সেই দোষেই বলতে চাই, "আইজকা তোরে খাইছি। তুই কত বড় হ্যাডম আইজকা দেখুম!" এমনটা ভাবার কারণ নাই যে, মনিটরের ভিতরেই শুধু গলাবাজী করি। সবখানেই আমি প্রতিবাদী চরিত্রগুলোর প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমরা আসলে স্বপ্নে না সমাজে বাস করি, তাই সবখানে আর পেরে উঠি না। আমার শাস্তি যে অনেকের কষ্ট। কিন্তু যখনই সুযোগ পাই ফুঁসে উঠি, ফুঁসে উঠতে চাই। একদিন ঠিক দাঁড়িয়ে যাবো সবার মাথার উপর, তখন আর কেউ আটকাতে পারবে না। (আমার অনুমতি ছাড়া আমার কোন পোস্ট বা পোস্টের অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ)

আকাশ_পাগলা › বিস্তারিত পোস্টঃ

The Great Gatsby - মুভি রিভিউ

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫







The Great Gatsby দেখলাম। লিওনার্ডো ডি ক্যাপ্রিও আর টবি ম্যাগুয়ার আছে বলে দেখতে গেসি। নায়িকার ছবিও উপ্রে দিয়ে দিলাম, সেও টানার মতই :) :)



১৯২০ সালের আম্রিকা। ওয়াল স্ট্রিট বুম বুম করতাসে। চারিদিকে শুধু টাকা। যত টাকা, তত উঠতি বড়লোক। তত তাদের মেকি দাপট, বড়লোকি দেখানোর জন্য। চারিদিকে তত পার্টি, জাক জমক। এর মধ্যেও সবাই একজনের পার্টির জন্য বসে থাকে প্রতি সপ্তাহে। সেই একজন কে?

তার নাম প্রতি মিনিটে একবার বলে মুভিতে Gatsby। ক্যাপ্রিও। হদাই পার্টি ডাকে সে। কিন্তু নিজে থাকে কম দিনই। কাউকে দাওয়াত দেয় না, কিন্তু সবাই আসে। তার কাহিনী টা কী? সে চায় কী?



এই মুভিতে ভালো দিক বলে শেষ করা যাবে না।

১) টমি ম্যাগুয়ের, ঐ যে স্পাইডারম্যানের গুড বয় নায়কটা - এখানেও গুড বয়ই থাকে। কিন্তু ও শিখায়া দিবে আপনাকে যে অভিনয় কী জিনিস। কাহিনীতে ওর ভূমিকা হলো ও জাস্ট স্টোরি টেইলার। এমনিতে কাহিনীর কোন টার্নিং এ তার তেমন কোন প্রভাব নেই। ওর জায়গায় আমি কাহিনী বললেও ঘটনা অই একই হত। অথচ, শুধু অভিনয়ের গুণে আর প্রেজেন্টেশনের জোরে পুরাটা টাইম মনে হবে টবি কাহিনীর অন্যতম মূল ভিত্তি।



২) ক্যাপ্রিও বরাবরের মতই সেইরকম অভিনয় করে। ও একটা লিজেন্ড পর্যায়ে চলে গেসে। তবে, ওর চরিত্রও খুব সুযোগ পেয়েছে। হাই কোয়ালিটির অন্য যেই নায়ককেই এত পাওয়ারফুল চরিত্রে বসাবেন, পুরা মুভিতে একেকজনের জন্য একেকরকম ফ্লেভার পাবেন।



৩) নায়িকাটা কিউট ছিলো। তবে আহামরি কিছু না। চরিত্রে তার যা সুযোগ ছিলো, তার তুলনায় মোটামুটি করেছে।



৪) এই মুভির সবচেয়ে আমেইজিং জিনিস হলো এর চিত্রায়ণ। মনে হয় পুরাটাই যেন গ্রিন স্ক্রিনের সামনে করা। প্রতি মিনিটে মিনিটে প্রচণ্ড সুন্দর ল্যান্ডস্কেপ, মনে হয় যেন ডিজনির ফেইরি টেল টাইপ এনিমেশন দেখছেন তবে আরও বেশি বেশি দুন্দর। অনেক সুন্দর, চোখ জুড়িয়ে থাকে। চরিত্রগুলো জানালার পাশে বসে আছে, জানালা দিয়ে এত চমৎকার দৃশ্য দেখবেন যে পজ করে স্ক্রিন ওখানেই রেখে দিতে মনে চাইবে।



৫) আরেকটা দারুণ জিনিস হলো ১৯২০ সালের ওয়াল স্ট্রিট দেখবেন। তখনকার পোশাক আশাক, কালচার কোনটাই এখানে অথেনটিক বা বাস্তব দেখায় নি, কিন্তু আমেজটা চমৎকার করেছে। মুভির আর যুগের প্রয়োজনে একটু আঠা আঠা হটনেস জোর করে সে সময়ের পোশাকে আর পটভূমিতে দিয়েছে বটে, কিন্তু পটভূমি/ ব্যাকগ্রাউন্ড বেশ চমৎকার লাগে।











কিন্তু এই মুভি দেখতে গেলে আরও কিছু মাথায় রাখতে হবে।



১) এক মুভি দেখতে যেয়ে এর ফাঁকে আরও মুভি দেখা লাগছে। সময়ও লাগসে ৩ দিন। আমার মত বিশাআআআল মুভি ফ্রিক পর্যন্ত অধৈর্য হয়ে গেছে এর স্লো গতিতে।

এমন না যে খুব স্লো। কিন্তু অফিস টফিস করে এসে দেখতে বসলে স্লো লাগবে একটু। ২ ঘন্টা ২২ মিনিটের মুভি হলেও ১৫ মিনিট আগেই শেষ হয়। শেষ ১৫ মিনিট ক্রেডিটের জন্য।



২) ঐ যে পিছনের ফ্ল্যাপে পার্টির কাহিনী শুনে দেখতে বসে গেলেন ? ধুর, সিলি কারণ।মাঝেই বলে দেয় সব। মিস্ট্রি জেনার না, বরং চা টোস্ট বিস্কিট মার্কা শান্তিময় প্রেম কাহিনী।



৩) কাহিনীতে চরিত্রের প্রেজেন্টেশান বড়ো বেশি ফর্মাল। সবার ভাবখানা এমন যেন ব্রিটিশ রাজপরিবার থেকে আসছে। সবার এটিকোয়েট চালচলন সেরকম। আর ১৯২০ এ আম্রিকা যেন স্বর্গের টুকরা।



৪) প্রতি মিনিটে একবার করে সবাই Gatsby এর নাম নেয়। কান পঁচে যায় পুরা। আর কাহিনী ঠিক অত জমজমাট না।



এত কিছুর পর যদি আমাকে বলেন মুভিটা দেখবেন কীনা !

আমি বলবো, "অবশ্যই দেখবেন। তবে ছুটির দিনে। রিল্যাক্সে।"

মন্তব্য ২৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫

দি সুফি বলেছেন: লিওনার্দোর জন্যই এই মুভিটা দেখব। রিভিউ পড়ি নাই। মুভি দেখে তারপর পড়ব B-))

২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭

মুগ্ধ মাহি বলেছেন: ধুর ভাই , আমি গতকালকে ছবিটা দেখে ভেবেছিলাম একটা রিভিউ দেব, আপনি দিয়ে দিলেন :(( :((


ছবির কাহিনী ব্যাপার না , আসল কথা হল অভিনয় আর কলাকুশলী । লিও এর অভিনয় বিশেষ করে যখন নায়িকা টবির বাসায় আসে , আর লিও-নায়িকা দেখা হয় B:-) B:-) কি যে বলি , ক্যামনে যে এরা এত সুন্দর করে অভিনয় করতে পারে বুঝিনা।

রাজপরিবারের মত মনে হলেও আসল কথা হল সেই যুগে আমেরিকানরা আসলেই অনেক ভারিক্যি চলাফেরা করত । আমেরিকান কেন ব্রিটিশ বা অন্য ইউরোপিয়ানরাও অনেক ফরমাল চলাফেরা করত , এই জন্যি ব্রিটিশ দের সাহেব/ বাবু ইত্যাদি বলা হত। সবসময় স্যুটেট-বুটেট মাথায় হেট এটাই ট্র্যাডিশন ছিল। এখন এরা আর এত ফর্মাল থাকে না , হাফ-প্যান্ট টিশার্ট পরে বের হয় সেই যুগে এটা চরম বেমানান ছিল।


আরেকটা চরম সিন হল যখন নায়িকার স্বামী সবার সামনে লিওর আসল পরিচয় বলে দেয়।

ডায়ালগ গুলো ভালই .।।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

আকাশ_পাগলা বলেছেন: ঐ সময়ের অন্য যেই মুভি গুলা দেখেসি, আমার কিন্তু তেমনটা মনে হয় নি যে আম্রিকানরা এভাবে ফরমাল চলত।

বরং পার্টি ড্রেস সে সময় ব্যপক হিট। সে সময়ের মিউজিক এই মুভিতে ব্যবহার করে নি। তবে যা করেছে, সেটাও ভালো।

ক্যাপ্রিও আসলেও লিজেন্ড। তবে এটা মানতেই হবে, তাকে তার চরিত্র সুযোগও দিয়েছে সেই রকম। মনে ভরে সেও এখানে মিশে গেছে।

ছবিতে আমার কাছে কাহিনী সবার আগে। তার হাত ধরে অভিনয়। কলাকুশলী খুব বড়ো বস্তু না আমার কাছে। আমি নামের লিস্ট দেখি শুধু মুভির বাজেট বুঝতে :)

৩| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১২

শান্তির দেবদূত বলেছেন: স্লো মুভি দেখতে ভাল লাগে না। তবে তোমার রিভিউ পড়ে দেখতে ইচ্ছা হচ্ছে। নামিয়ে নিব।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭

আকাশ_পাগলা বলেছেন: আচ্ছা।
ভাইয়া, আপনি যে রেগুলার আসেন এখন জানতাম না।
কেমন আছেন ?
আপনাকে দেখে খুব ভাল্লাগলো :)

৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো রিভিউ। ১ম প্লাস।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

আকাশ_পাগলা বলেছেন: থ্যাঙ্কস :)

৫| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৪

ইয়ার শরীফ বলেছেন: স্কুল জীবনে এক প্রতিযোগিতায় পুরুস্কার হিসেবে কবির চৌধরির অনুবাদ করা গ্রেট গ্যাটসবি বইখানা পেয়েছিলাম। ৭ম শ্রেণিতে পড়া অবস্থায় অনেক চেষ্টা করেও সে সময় ঐ বইটার কিছুই বুঝিনাই।
আপনার এই লেখা পরে সামনে ঐ বইটা আবার পড়া শুরু করব,
এবং অতি অবশ্যই মুভি খানা দেখব।

আমার সেই পুরুস্কারের কথা মনে করিয়ে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

আকাশ_পাগলা বলেছেন: আপনার পুরোনো স্মৃতি মনে করিয়ে দিতে পারলাম বলে ভালো লাগছে।
ক্যাপ্রিও চাচাকে কিছু ধন্যবাদ পাঠিয়ে দিলাম :)

৬| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮

আরুশা বলেছেন: রিভউ পরার পর ছবিটা দেখার ইচ্ছা বেড়ে গেল। ক্যাপ্রিও যেমন সিনেমাই করুক সে আমার অনেক প্রিয় অভিনেতা । আপনার লেখায় প্লাস আকাশ পাগলা:) +++++++

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৪

আকাশ_পাগলা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

৭| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখছি

:) :)

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬

আকাশ_পাগলা বলেছেন: কেমন লাগলো ?

৮| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: স্লো শুইনাই সিদ্ধান্ত নিসি দেখুম না। তাও আবার এত বড়! সুপারফাস্ট কিছু মুভি ওয়াচলিস্টে আছে। ড্যানি বয়েলের নতুন মুভি Trance দেখমু দেখমু করতেসি অনেকদিন ধইরা।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫১

আকাশ_পাগলা বলেছেন: ট্র্যান্স ভালো মুভি।
আপনার ভালো লাগবে মনে হচ্ছে।


পৃথিবীটা আনফেয়ার। কে ভালো আর কে খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ -- লাইনটা বড়ো অস্পষ্ট।

৯| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৪

টুম্পা মনি বলেছেন: লিও যেহেতু আছে আমার দেখার ইচ্ছাও আছে। এখন দেখি কতটুকু ভালো লাগে।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৪

আকাশ_পাগলা বলেছেন: দেখে জানিয়েন।

১০| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭

দি সুফি বলেছেন: দেখলাম। ভালোই লাগছে। লিওর অভিনয় যথারীতি সেইরকম! টবি ম্যাগুইরের অভিনয়ও বেশ ভালো হয়েছে।
সবকিছু মিলিয়ে IMDB ৭/১০ দিয়েছি।
@হাসান মাহবুব ভাই মুভি স্লো, কিন্তু দেখে ভালো লাগবে! মিস্‌ করিয়েন না :)

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

আকাশ_পাগলা বলেছেন: টবির অভিনয় আমার কাছে আপেক্ষিক ভাবে বেশি ভাল্লাগছে।
ক্যাপ্রিও ত আসলেই বস।

আমি ১০ এ ৫ দিবো। ইগনোর লিমিটের চেয়ে বেশি স্লো।

১১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬

চিকন আলি বলেছেন: খারাপ না,..। ভালাই...।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৭

আকাশ_পাগলা বলেছেন: মোটামুটি আর কী ! তবে অনেক কিছু আছে এর ভিতরে যেটা একে মোটামুটির আরেকটু উপরে টেনে নিয়ে যায়।

১২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

নতুন বলেছেন: ভাল লাগছে... কাল রাতেই শেষ করলাম...

৭/১০ ... অভিনয়/দৃশ্যায়ন/ক্যমেরার কাজ খুবই ভাল....

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

আকাশ_পাগলা বলেছেন: দৃশ্যায়ণ ত বেশিই ভালো।

ভালো কাহিনী আর উত্তেজনাময় স্ক্রিনপ্লে ছাড়া মুভিতে সবই আছে।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

তাসজিদ বলেছেন: দেখা হয় নি। তবে মনে হচ্ছে মিস করেছি। দেখতে হবে।

২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮

আকাশ_পাগলা বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.