![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোনো বন্ধু! তুমি যদি শুধু কলম চালনা করো, তাহলে কলম তোমাকে পরিচালনা করবে কখনো এদিকে, কখনো সেদিকে, কখনো ঠিক পথে, কখনো ভুল পথে। কলমের অনুশীলনে তুমি শুধু লেখক হতে পারো, সাহিত্যের সাধক হতে পারোনা। এ জন্য প্রয়োজন কলমের সঙ্গে মনের বন্ধন। কলম ও মনের এ দুয়ের শুভ মিলনেরই নাম সাহিত্য সাধনা। তুমি যদি হতে পারো এ দুয়ের মিলনক্ষেত্র তাহলে তুমি পেয়ে গেলে মহাসত্যের আলোক রেখা। তোমাকে করতে হবেনা আর পথের সন্ধান। পথ নিজে ডাকবে তোমাকে। তুমি শুধু চলবে, সামনে আরো সামনে। এবং পৌঁছে যাবে আলোর ঝরণাধারার নিকটে। তোমার কলম থেকে ঝরবে আলোর শব্দ, আলোর মর্ম।
যখন আঘাত আসে, যখন ব্যাথা জাগে তখন প্রত্যাঘাত না করে, অভিযোগ না তুলে নিজে শান্ত হও, সংযত হই এবং নিজের কলমের আশ্রয় গ্রহন করি।তাহলে দেখা যাবে কলম শব্দের ফুল দিয়ে লেখার মালা গেঁথে পরম সান্ত্বনা দান করবে।
ভোরের আলো থেকে, সন্ধ্যার লালিমা থেকে, আকাশের নীলিমা থেকে, মেঘের আল্পনা থেকে, চাঁদের জোসনা থেকে, তারকার ঝিলিমিলি থেকে এবং জোনাকির আলোকসজ্জা থেকে যে কেউ চিন্তার স্নিগ্ধতা লাভ করবে।
©somewhere in net ltd.