![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর বনানী থানা আওয়ামী লীগের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় শাহজাহানপুরে ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ও জ্বালিয়ে দেয়া হয়। তাছাড়াও বাড্ডার শাহজাদপুরে স্থানীয় আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশা এবং একটি যাত্রীবাহী বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এসব ঘটনা ঘটে। আগুন লাগানোর ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, স্থানীয় বিএনপির উচ্ছৃংখল নেতাকর্মীরা এসব ঘটনার সঙ্গে জড়িত। এদিকে কুমিল্লা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, খাগড়াছড়ি ও সোনারগাঁসহ দেশের বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের আশায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানা যায়, মহাখালীতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পেছনে বনানী থানা আওয়ামী লীগের কার্যালয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো কার্যালয় গ্রাস করে ফেলে আগুন। আগুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, চেয়ার-টেবিল ও জরুরি কাগজপত্র পুড়ে যায়। শাহজাহানপুর থানার ওসি জানান, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভোর ৬টার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়টি তালা বদ্ধ ছিল। অগ্নিকাণ্ডে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় মেহেদী হাসানসহ ২ জনকে আটক করা হয়েছে। তারা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
বাড্ডা থানার ওসি জানান, শাহজাদপুরের সুবাস্তু নজরভ্যালি অ্যাপার্টমেন্টের সামনের ফুটপাতে স্থায়ীয় একটি আওয়ামী লীগের কার্যালয় লক্ষ্য করে সকাল সাড়ে ৮টার দিকে কে বা কারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
বিভিন্ন স্থানে ১৪৪ ধারা : যুগান্তর ব্যুারো ও প্রতিনিধিদের পাঠানো খরব-
কুমিল্লা : কুমিল্লা মহানগরেও বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এ ঘোষণা দেন। তিনি জানান, দুই জোট একই সঙ্গে কর্মসূচি দেয়ায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির করা হয়েছে। আজ ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সেখানে রাজনৈতিক সভা-সমাবেশসহ পাবলিক জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ ঘোষণা দেন। এ ঘটনায় জেলা শহরে র্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে।
জয়পুরহাট : বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার জন্য জয়পুরহাট পৌর এলাকায় ১৪৪ জারি করেছে জেলা প্রশাসন। আজ সকালে জয়পুরহাট শহরের মুক্তমঞ্চে জেলা বিএনপি ও পৌর আওয়ামী লীগ একই সময়ে পাল্টাপাল্টি সভা আহ্বান ঘোষণা করায় সংঘাতের আশংকায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রশাসন।
খাগড়াছড়ি : মুক্তমঞ্চে আজ ২টায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ের কাঁচপুর ও এর আশপাশ এলাকাতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সহিংসতার আশংকায় বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল এ ধারা জারি করেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান জানান, বৃহস্পতিবার রাত ১২টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, বন্দর উপজেলার মদনপুরসহ আশপাশের এলাকাতে এ আদেশ কার্যকর হবে।
রূপগঞ্জ : উপজেলার গুরুত্বপূর্ণ ১৫টি পয়েন্টে ১৪৪ধারা জারি করেছেন স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার রাত ৮টায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়। আজ উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ আদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
সাতক্ষীরা : আজ ১৮ দলীয় জোট ও আওয়ামী লীগ একই স্থানে একই সময়ে সমাবেশের ডাক দেয়ায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠসহ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নাটোর : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বনপাড়া পৌরসভার সামনে ১৮ দল ও একই স্থানে আওয়ামী লীগ সমাবেশ ডাকায় নিরাপত্তা বজায় রাখতে আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। রাত সাড়ে ৭টার দিকে এ বিষয়ে মাইকিং করা হয়। এদিকে ১৪৪ ধারা ভেঙে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট। - See more at: Click This Link যুগান্তর
©somewhere in net ltd.