নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলাপচারী প্রহর

আলাপচারী প্রহর › বিস্তারিত পোস্টঃ

রেশন

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২০

ঈশাণ বায়ূ অগ্নি নৈঋত ২৬২

কোভিড কাল ১৯/৮

রেশন

ছোটো বেলায় দেখেছি পরিবার নির্বিষেশে রেশন র্কাড ছিলো। রেশনে বরাদ্দ ছিলো খাদ্য ও গৃহস্থালী সামগ্রী।

১৯৭৫-এর পর সাইফুরের বিকৃত ক্যাপিটালিজমে তা উবে গেল।

স্বৈরাচার সাদ্দাম পৃথিবীর বৃহত্তম রেশন নেটওর্য়াক গড়ে তুলে ইরাককে ক্ষুধামুক্ত রেখেছিলো সফলভাবে।

রেশনিং সিষ্টেমে আমাদের যাওয়ার দরকারী সময় এখন।
উন্নয়ন অথর্নীেরতির ছাত্র অথমন্ত্রী গোলাম কিবরিয়া বেঁচে থাকলে সোসিয়াল সেফটি নেটের মতো এটিও এতোদিনে হয়ে যেতো আমার বিশ্বাস।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

শাহারিয়ার ইমন বলেছেন: রেশন সিস্টেমে কি দুর্নিতী হয়না?

০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

আলাপচারী প্রহর বলেছেন: অবশ্যই হবে। কিন্তু চোরের ভয়ে ন্যাংটা থাকা যাবে না। সিষ্টেম দাড় করাতে হবে আগে। তারপর আপনি আমি আছি না চোখে চোখে রাখার জন্য ।

২| ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

আলাপচারী প্রহর বলেছেন: অবশ্যই হবে। কিন্তু চোরের ভয়ে ন্যাংটা থাকা যাবে না। সিষ্টেম দাড় করাতে হবে আগে। তারপর আপনি আমি আছি না চোখে চোখে রাখার জন্য ।

৩| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:১৩

মা.হাসান বলেছেন: আপনার দেয়া তথ্যে ভুল আছে। সাইফুর রহমান সাহেবের সময়ে রেশন প্রথা উঠে যায়নি। ১৯৮৪-৮৫ পর্যন্ত রেশন চালু ছিল । রেশনের চাল এর মান নিয়ে অনেক অভিযোগ ছিল। ওই সময় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না। আমদানি করা চাল রেশনে বিক্রি করা হতো। বুলেট চাল নামে একটা চাল বিক্রি করা হতো যা অনেক সিদ্ধ করার পরেও রাবারের মতো থাকতো। খোলাবাজার আর রেশনের দামের পার্থক্য খুব বেশি ছিল না। মানুষের ক্রয় ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে।এরপরে মানুষের আগ্রহের অভাবেই সম্ভবত রেশন বন্ধ হয়ে যায়। ভারতে অনেক দিন রেশন চালু ছিল । যার কারণে সাধারণ মানুষকে অনেক ভুগতে হয়েছে, কেননা বরাদ্দের অতিরিক্ত চিনি বা কেরোসিন কিনতে গেলে কালোবাজার ই একমাত্র ভরসা ছিল।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৮:২৯

আলাপচারী প্রহর বলেছেন: হ্যাঁ হবে হয়তো সময়টা। তবে রেশন সিস্টেম বন্ধের একটা র্শত ছিলো বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে। ক্রয় ক্ষমতা নয় শর্তটাই মূখ্য ছিলো। খবর নিলে সত্যতা পেয়ে যাবেন। আর ক্রয় ক্ষমতা বিহীন একটা শ্রেণী সব সময়ই থেকে যাবে আমাদের সমাজ বন্টন ব্যবস্থায় সেটা আপনিও জানেন।

১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৩

আলাপচারী প্রহর বলেছেন: সরি ফর লেট। আপনি ঠিক বলেছেন। রেশন বন্ধ করা বিশ্বব্যাংকের একটা প্রজেক্টের শর্ত ছিল যতদূর মনে পড়ে।

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: রেশন আবার চালু করা হোক।

৫| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:০৫

নেওয়াজ আলি বলেছেন: মানুষ মানুষের জন্য।

৬| ২৫ শে জুন, ২০২০ সকাল ১১:১২

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

আপনার নিকটি সুন্দর।

নতুন পোস্ট দিন।

শুভকামনা রইল।

২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৭

আলাপচারী প্রহর বলেছেন: ভালো আছি বলতে হয় তাই বলছি, “ভালো আছি।”
উদরের ধান্ধায় সারাদিন বাইরে কাটিয়ে আর বসা হয় না নিয়মিত।
তাই দেরী হোল জবাব দিতে।

৭| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


দরিদ্র দেশে দরিদ্রদের জন্য রেশন ব্যবসা খুবই দরকারী পদক্ষেপ

১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪৪

আলাপচারী প্রহর বলেছেন: সরি ফর লেট রিপ্লাই। আসলে ব্লগে উৎসাহ হারিয়ে ফেলেছি তাই খোলাই হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.