নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলাপচারী প্রহর

আলাপচারী প্রহর › বিস্তারিত পোস্টঃ

কালবেলা, আবেদ খান, কলকাতা কেবলা

০১ লা জুলাই, ২০২২ রাত ৯:৪৭

কালবেলায় সম্পাদক হিসেবে যোগ দিলেন আবেদ খান।

নতুন কিছু আশা করাই বাতুলতা।
এই লোক রেজিষ্টার্ড চাটুকার আর তথাকথিত চেতনার ধ্বজ্বাধারী।

বড়াই করে বলা হয় বাংলাদেশে ক্রিয়েটিভ সাংবাদিকতা ও সংবাদপত্র।
প্রকৃতপক্ষে একটা শব্দ বা নাম ক্রিয়েট করার মুরোদ নাই।
”প্রথম আলো” শব্দটা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আর তার ভারতীয় স্পিরিট নিয়ে লেখা।

”মানব জমিন” শব্দটা র্শীষেন্দুর উপন্যাসের নাম। যেখানে ভারতীয় জীবন ধারার বয়ান।

”সমকাল” ভারতে বাংলাভাষায় লেখা প্রাচীণতম পত্রিকা। তার সুনাম খাবলা দিয়ে নেওয়ার বাসনা।

”বাংলা বাজার পত্রিকা” ভারতের আনন্দ বাজার পত্রিকার অনুকরণ।

"যুগান্তর” ভারতীয় যুগান্তর পত্রিকার নাম ধার নেওয়া।

”দিনকাল” ভারতীয় দিনকালের আদলে।

"কালবেলা" সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস

অর্থাৎ বাংলাদেশের সম্বাদিকদের কেবলা কলকাতার দিকে।

স্বকীয়তা কোথায় ?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২২ রাত ১০:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


কেবলা খুবই শক্তিশালী শব্দ,পরিবর্তিত হবে না।

০১ লা জুলাই, ২০২২ রাত ১০:৩৯

আলাপচারী প্রহর বলেছেন: জ্বী

২| ০২ রা জুলাই, ২০২২ রাত ১:২৫

রাজীব নুর বলেছেন: আজকাল লোকজন খুব একটা পত্রিকা পড়ে না।

০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

আলাপচারী প্রহর বলেছেন: ঠিক।

দেখি আবেদ দালালটা কি ঝড় তোলে।

৩| ০২ রা জুলাই, ২০২২ রাত ১:৫৫

কামাল৮০ বলেছেন: শূন্য,কেবলা একবার পরিবর্তন হয়েছে।এখনকারটা দ্বিতীয় কেবলা।কেবলার যা আয় রোজগার আবার পরিবর্তন হতে পারে।

০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

আলাপচারী প্রহর বলেছেন: জ্বী,
যেখানে মাল-পানির ফল্গুধারা সেখানে সম্বাদিক, নীতির নাই কোনো ঠিক।

৪| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ১২:০৮

বিটপি বলেছেন: তেলাপোকাও একটা পাখি, আর আবেদ খানও একটা সাংবাদিক।

০২ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

আলাপচারী প্রহর বলেছেন: লোকটা এককালে সুশীল টিভি উপস্থাপক ছিল।

গণমাধ্যমের ধর্ষণ জমানায় ঘাপটি মেরে ছিল।

এখন আওয়ামী পুণঃ ক্ষমতায়নে তারে নামানো হইছে কিনা কে জানে ?
আপনার মন্তব্য লিখুন

৫| ০২ রা জুলাই, ২০২২ রাত ৮:৫০

ঢাবিয়ান বলেছেন: লিডিং এই পত্রিকাগুলোর নামকরনের উৎস জানা ছিল না। ইত্তেফাক শব্দটাও উর্দু। আমাদের সংস্কৃতি থেকে কি কোন নাম নেয়া যেত না? হয়ত এ কারনেই পত্রিকাগুলো কখনও স্বাধীন হতে পারেনি।

০৩ রা জুলাই, ২০২২ রাত ৮:২৩

আলাপচারী প্রহর বলেছেন: মূল সমস্যা এই জায়গায়

৬| ০৩ রা জুলাই, ২০২২ রাত ৮:২৬

আলাপচারী প্রহর বলেছেন: বাংলাদেশ প্রতিদিন, কোলকাতার “সংবাদ প্রতিদিন” পত্রিকা থেকে ধার নেয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.