![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সত্যিকারের দেশপ্রেমিক পাখি । আমার দেশের আকাশে উরে উরে ঘুরি আর গান গাই । সেই গান ভেসে ভেসে এসে সামহোয়্যার ইন ব্লগে পোষ্ট হয়ে যায় ।
অষ্ট্রিয়ায় বিশ্বের প্রথম অনুভূতিপ্রবণ কৃতিম পা সংযোজন করা হয়েছে । রোগীর নাম ছিল ওলফগ্যাং রেঞ্জার । তিনি 2007 সালে তার ডান পা হারান । বিজ্ঞানের ক্ষেত্রে এটা এক বড় ধরণের সাফল্য । এ পা সংযোজন করেন ভিয়েনার বিজ্ঞানীরা । অষ্ট্রিয়ার লিনজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুবার্ট ইগার বিশেষ ভূমিকা পালন করেন ।
২| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
ঢাকাবাসী বলেছেন: ভাল খবর।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
আরণ্যক রাখাল বলেছেন: গুড| বিজ্ঞান ঈশ্বরের জায়গা দখল করেই
নিল তবে!
একটা নির্ভরযোগ্য লিংক দিন
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
তাল পাখা বলেছেন: মাশাল্লাহ। সুখবর।