নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদেখা আকাশ

অদেখা আকাশে হারিয়ে যাওয়া মেঘ আমি।

স্বপ্ন ছায়া

গানে গানে লেনাদেনা রাস্তোমে ঘুমকে গানা Full-time Professional বেকার । নিয়মিত অনিয়মে Careless খাবোমে International Dreamer...। STREET SINGER...

স্বপ্ন ছায়া › বিস্তারিত পোস্টঃ

সাভার ট্র্যাজেডিতে বিরোধী দলের ভুমিকা

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

খবর এবং পত্রিকায়ঃ সাভারে উদ্ধারকাজ দেখলেন খালেদা জিয়া।



সামনে দাড়িয়ে যা দেখলামঃ ম্যাডাম আসলেন, সবাই গাড়ি থেকে নামলেন, ৪-৫ মিনিট দাঁড়িয়ে নিজেদের নেতা কর্মীরা কথা বললেন, সাংবাদিকরা কিছু ছবি তুললেন, কোন প্রশ্নের জবাব দিলেন না, আরো ৫-১০ মিনিট পরে গাড়িতে উঠে চম্পট।



প্রশ্নঃ এত ঘটা করে দেশকে জানিয়ে এসে লাভ কি হল? জনগন কি পেল?



দাবীঃ প্লীজ নিজেদের চেহারা দেখাতে আসবেন না। এসে ভীর বাড়াবেন না। এই সংকটকে আপনাদের ভোটের জন্য ব্যাবহার করবেন না। আমরা নাটক দেখতে চাই না।



যা করতে পারতেনঃ ২০০গজ কাপড় দিতে পারতেন, ২০০ বোতল পানি। না জানিয়ে চলে আসতেন আর জিনিসগুলো দিয়ে চলে যেতেন।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

নিয়াজ মোর্শেদ বলেছেন: যত দোষ নন্দ ঘোষ

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

স্বপ্ন ছায়া বলেছেন: ঘোষ খালি একা নন্দ না ব্রো

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

কয়েস সামী বলেছেন: amder rajnitibidra emoni. kosto pawar kichu nai. aj amader nobo nirbachito presidetn shavar gechen keu ekjoner kobor jiarot korte, kintu tini dhonshoshthole gelen na! ki aschorjo.

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

স্বপ্ন ছায়া বলেছেন: ভাই চোখের সামনে, হাতের উপর মানুষ মরছে, তার উপর সব দলের এইযে নাটক চলতেছে, সহ্য করতে কষ্ট হচ্ছে।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

চিকন আলি বলেছেন: এতো প্রাণহানি হবার জন্য বিরোধীদল ও জামায়াত-শিবির দায়ীঃ স্বরাষ্ট্র মন্ত্রী।

>> জাতি চোদনা হয়ে গেল।

কিছু হরতাল সমর্থক সাভারের ধসে পড়া ভবনটির ফাটল ধরা দেয়ালের বিভিন্ন স্তম্ভ এবং গেট ধরে নাড়াচাড়া করেছে বলে তিনি জানতে পেরেছেন। মন্ত্রী বলেন, ভবনটি ধসে পড়ার পেছনে সেটাও একটি সাম্ভাব্য কারণ হতে পারেঃ স্বরাষ্ট্র মন্ত্রী।

>> জাতি আবারও চোদনা হয়ে গেল।

রানা প্লাজার মালিক যুবলীগের কেউ নয়: প্রধানমন্ত্রী

>> শালার জাতি তো চিরস্থায়ী চোদনা হয়ে গেল রে...... :/
- সীমানা পেরিয়ে

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

স্বপ্ন ছায়া বলেছেন: শেইম শেইম

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

নষ্ট ছেলে বলেছেন: শুনলাম রানা নাকি শিবির করত!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

স্বপ্ন ছায়া বলেছেন: রানা একটা চোদনা, হাতে নিয়ে বদনা :পি

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০০

ইউনুস খান বলেছেন: বিএনপি গতকাল থেকেই রক্ত সংগ্রহ করছে পার্টি অফিসে।

আজকে আমি সহ আমার বন্ধুরা দিয়ে আসলাম।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

স্বপ্ন ছায়া বলেছেন: এইভাবে বলা ঠিক না ব্রো। রক্ত তো সব জায়গাতেই সংগ্রহ হচ্ছে।
বিএনপি অফিসেও হচ্ছে, আওয়ামী লীগ অফিসেও হচ্ছে।
গন জাগরন মঞ্চেও হচ্ছে, ইবনে সীনায়ও হচ্ছে।
বুয়েট, জাবি সব জায়গাতেই।

কিন্তু চাহিদা শুধু রক্তে সীমাবদ্ধ না। আশা করি বুঝতে পেরেছেন।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

চাচু বলেছেন: রাজিবের মত লাম ছাম হত্যা হইলো হাসিনা আপা ছুইটা গেলেন আর আজকা শত শত খেটে খাওয়া মানুষ মারা গেল তারা ব্যস্ত আছেন কিভাবে রানাকে বাচানো যায়। আর খালেদা জিয়া নিজ দেখতে গেলেন তাও দোষ গেল?

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

স্বপ্ন ছায়া বলেছেন: আপনার কথার সাথে আমার বলার কথা আছে।
সরকার দল থেকে কিন্তু অনেকেই এসেছে প্লাস নানক কালকে থেকে এখানেই। আজো সারাদিন এখানেই।

আর হ্যা, গোলাপী আপার চেহারা দেখানোর কি দরকার যদি সেই চেহারা দেখানো কাজেই না আসে??

৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

চাচু বলেছেন: বিচির সাইজের চেয়ে ব্রেনের সাইজ ছোট হইলে বুঝায়া লাভ নাই। বারাক ওবামা যখন আফগানিস্তানে ঝটিকা সফরে যান তখন কি সাথে কইরা ব্যান্ডেজ , বুলেট নিয়ে যান। তার উপস্থিতিই সেখানে মুখ্য।

আর অবজ্ঞা ভরে যে গোলাপি ম্যাদামের কথা বলছেন তিনি বাংলাদেশের তিন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০

স্বপ্ন ছায়া বলেছেন: হা হা হা।
বিচির চাইতেও মগজ ছোট হলেও লাভ আছে, যদি সেইটায় কিছু মাল থাকে।
মাথার চাইতে ব্রেইনের সাইজ বড় হলেও লাভ কি যদি গবর থাকে?

গোলাপী তো আর ভারত সফরে যান নাই, বাড়ির কাছেই আসছে।
যাকগা আপ্নেরেও বইলা লাভ নাই, আপনার মাথায় জিনিসের সাইজ বড় কিন্তু ভিতরে কিছু নাই

৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

মশিকুর বলেছেন:
একদিক থেকে ভালই হইসে কোন কথা না বলে। মখার মত উলটা পাল্টা কথা বলার চেয়ে না বলাই ভাল। শুধু মখা কেন প্রায় সকলেই ধান্দাবাজির রাজনীতি শুরু করসে। সত্যি কথা বলতে কি, একটা জাতিও ইস্যু নিয়া রাজনৈতিক পোস্ট ভাল লাগেনা।

চাচুর সাথে সহমতঃ তার উপস্থিতিই সেখানে মুখ্য।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫২

চাচু বলেছেন: বাল সাপোরটার মানেই যে আবাল তার প্রমান আমার দ্বিতীয় কমেন্টের আপনার জবাব খানা। যুবলীগের যেই চোরের কারনে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা আর যেই এম পি তাকে আরামে পার হয়ে যাওয়ার সুযোগ দিল তার বা তার দলের লোকদের কুন দোষ নাই । আর খালেদা জিয়া তাদের দেখতে গিয়েছে , তাদের সান্তনা দিয়েছে তাই তার দোষ হয়ে গিয়েছে।

চোরের মার বড় গলা একেই বলে ।

২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

স্বপ্ন ছায়া বলেছেন: কি বাল যে আপনে বোঝেন তা তো আপনার কথায়ই বোঝা যায়। বালের প্যাচাল না পাইরা মানুষেরে একটু হেল্পান। কামে লাগব। ভোটের লাইগা গোয়া মারাইতে সাভার না আইসা কিছু পাঠাইলে কামে লাগব।
সান্তনা দিয়া প্যাট ভরব না খতও শুকাইব না।
বালছিড়ু উদাম.....

১০| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আহমেদ রিজভী বলেছেন: এতক্ষণে কৈ থাইকা নাযিল হইলা হে আবাল ? ত্যানা পেচানোর আর যায়াগা পাওনা ! খালেদা ত ওখানে গেছে কিন্তু তোমার জাতির পিতার কন্যা তোমার বইন হাচিনা কি বালটা ছিড়তাছে । সারা জাতি যেখানে শোকে মূহ্যমান সেখানে BAL ব্যস্ত ডেমু ট্রেন উদ্ভোদন আর BAL এর রাষ্ট্রপতির জাকঝমক শপথ পাঠ কারানোতে ? আর BAL এর সরকার ব্যস্ত যত সব আজগুবি তত্ত্ব হাজির করাতে ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

স্বপ্ন ছায়া বলেছেন: বুঝলাম না হেরা না আইসা যা হইছে, বিম্পির বাল ছিড়ু উদাম রা আইসাই কি বালডা ছিড়ছে?
হালায় কই থেইকা যে আসে এইসব আবাল ব্লগার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.