![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গানে গানে লেনাদেনা রাস্তোমে ঘুমকে গানা Full-time Professional বেকার । নিয়মিত অনিয়মে Careless খাবোমে International Dreamer...। STREET SINGER...
কিছুই করতে পারলাম না তোমাদের জন্য।
তোমরা আমার চোখের সামনে মারা গেলে, দৌড়ে রাস্তা ফাকা করা ছাড়া, অসহায় ভাবে চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করতে পারলাম না তোমাদের জন্য
দুই দিন তোমাদের রক্ত দিতে গেলাম, ওরা বলল পজিটিভ আর লাগবে না, এখন দরকার নেগেটিভ। অসহায় ভাবে ক্লিনিকের গেইটের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারলাম না তোমাদের জন্য।
রাস্তা ছেড়ে অনেকবার যেতে চেয়েছি ভবনের ভেতরে তোমাদের কাছে। ওরা যেতে দিল না আমায়, লাইট পানি এগিয়ে দিলাম শুধু, ভেতরে যাওয়া হল না, দূরে দাঁড়িয়ে চোখের ধুলো সরানো ছাড়া কিছুই করতে পারলাম না আমি তোমাদের জন্য।
তোমাদের পরিবারের মানুষের আহাজারি, বুকে পড়ে চিৎকার, মুখ বুজে সহ্য করা আর শান্তনা দেয়া ছাড়া কিছুই করতে পারলাম না তোমাদের জন্য। তোমাদের পরিবারের কাছে তোমাদের পৌছেও দিতে পারলাম না। কিছুই করতে পারলাম না তোমাদের জন্য।
বিভিন্ন মহল তোমাদের নিয়ে ষড়যন্ত্র ফাদছে, শুনছি, দেখছি, বুক চাপড়াচ্ছি আর কিছুই করতে পারছিনা তোমাদের জন্য।
আর এখন কীবোর্ডের ধুলো ঝেড়ে লেখা ছাড়া আর কিছুই করতে পারলামনা তোমাদের জন্য।
এতটুকুও কাজে আসতে পারলাম না আমি।
ক্ষমা কর আমায়, কিছুই করতে পারলাম না চোখের পানি ফেলা ছাড়া।
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
স্বপ্ন ছায়া বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২১
ইয়ার শরীফ বলেছেন: ক্ষমা কর আমায়, কিছুই করতে পারলাম না চোখের পানি ফেলা ছাড়া।