নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃত্তের বাইরে দাড়িয়ে

আমারে তুমি অশেষ করেছো

আনহা

এডিট করুন

আনহা › বিস্তারিত পোস্টঃ

হোক কলরব, ফুলগুলোসব লাল না হয়ে নীল হলো কেন, অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিল হলো কেন

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৭

অনেক দিন ধরে বাম চোখের পাতাটা লাফাচ্ছে …খুবই বিরক্তিকর...থামার নামই নেই।যথারীতি কমপ্লেন এর ঝুড়ি নিয়ে বসলাম আম্মুর কাছে,,,এত ফালতু সমস্যা শুনে আম্মু বিরাট লেকচার শুরু করে দিলো …খাওয়া, ঘুম জীবনের রুটিন নিয়ে …মনে হলো ... থাক চোখের পাতাই তো লাফাচ্ছে .. লাফাক ..লাফাতে লাফাতে তো আর পরে যাবে না …এর থেকে ভালো কিছু নাই বলি।

নানু বলল বামচোখ লাফালে নাকি সুসংবাদ আসে …..শুনেতো আমি খুশি…লাফাতে থাকুক বামচোখ। ….নিশ্চয় অনেক না জানা সুখবর অপেক্ষা করছে আমার জন্য ….আমিও অপেক্ষার পিড়িতে বসলাম তাদের জন্য।বামচোখ লাফাতে লাফাতে ..থেমে গেল একদিন...বুঝলাম সুসংবাদ হয়তো আসার পথে আমার ঠিকানা হারিয়ে ফেলেছে ...



মেঝাপুর সাথে বের হলেই …একটু পর পরই চিমটি কাটে আমাকে... বুঝি আসে পাশে এক শালিক দেখেছে ও …আর আমি চিত্কার করি আলতু ফালতু এক দুই শালিক নিয়ে বাড়াবাড়ির জন্য।…চিমটি দেয়াটাই ওর আসল উদ্দেশ্য …শালিক হচ্ছে বাহানা …আর কিছুই না ।



হাত থেকে জিনিস পরলেই চাচী ভাবেন আজকে কেউ আসবেই ….কেউ হঠাত এসে গেলেই ..সেই যে হাত থেকে চামুচ পরার গল্প শুরু হয় ,,,কি এক দৈব শক্তি দিয়ে বুঝেই গিয়েছিলেন আজকে মেহমান আসবেই।

আমার ছোটোবনটাকে একগালে চর মারলে আগ্রহের সাথে এগিয়ে দেয় ওর অন্য গালটা …নাহলে যে ওর বিয়ে হবে না …….এটা নাকি পরীক্ষিত সত্য।

ছোটোবেলায় মাথায় ঢুস খেলে আবার ঢুস খেতে হতো নাহলে ভাবতাম শিং উঠবে …

বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলবে …

পাপড়ি ফু দিয়ে উইশ করলে আশা পূর্ণ হয়ে যাবে …

জিভে কামড় পড়লে কেউ গালি দিয়েছে ...

বিষম খেলে কেউ মনে করেছে

বসে বসে ভাবি... অনেক দিনতো বিষম খাই না …কেউ কি আমাকে আর মনে করে না ….

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১০

চতুষ্কোণ বলেছেন: বসে বসে ভাবি... অনেক দিনতো বিষম খাই না …কেউ কি আমাকে আর মনে করে না ….


আজ অনেক দিন পর এই কথাটা মনে পড়ল। কেউ কি আর মনে করে না!

ভালো থাকুন আনহা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২০

আনহা বলেছেন: কত আজব আজব ভাবনা...
ভালো থাকবেন।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৮

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আপনার লেখা পড়ে কিছু বলার থাকে না, বুকের ব্যথাটা বেড়ে যায় শুধু।

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৬

আনহা বলেছেন: আপনার কষ্ট কমে যাক এই দোয়া করি।
ভালো থাকবেন।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৯

ভাঙ্গন বলেছেন:
'হোক অযথা এসব কথা
তাল না হয়ে তিল হলো কেনো'

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৩

আনহা বলেছেন: কুয়োর তলে ভীষণ জলে
খাল না হয়ে ঝিল হলো কেন

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৬

পাপী বলেছেন: :(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৫

আনহা বলেছেন: :)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৯

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: একটু নিয়মিত লিখলে কী হয়!! আপনার লেখা কত ভাল লাগে আমাদের!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৭

আনহা বলেছেন: ভাল লাগে শুনে ভালো লাগলো। নিয়মিতই তো লিখি...এর চেয়েও নিয়মিত..!!..
ভালো থাকবেন।..:-)

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৪

রিমি (স. ম.) বলেছেন: কেমন আছেন আনহা? :)

আমি এখনও মাথায় ধাক্কা খেলে আবার আরেকটা খেয়ে নিই সবার চোখ লুকিয়ে। নাহয় যদি শিং উঠেই যায়? :!>

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৩৬

আনহা বলেছেন: আর আমি তো পাপড়ি ফু দিয়ে উইশ করতে করতে সব পাপড়ি তুলেই ফেললাম :!>
ভালো থাকবেন। :)

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: ছোট্ট একটা লেখা , অথচ অনেক ভাল লাগল । বিষয়বস্তুটাই এমন যে , জীবনের কোন না কোন একটা সময় সবাই আমরা এমন বিশ্বাসগুলো ধারণ করেছি বা এখনও করছি , অথচ এসব নিয়ে লেখা যায় , এমনটাও ভাবতে পারব না ।

তাইতো ....ছোটবেলায় খুব মাথায় ধাক্কা খেতাম ..... তারপর শিং গজানোর ভয়ে জোড়া করে নিতাম । ভাবছি ..... অনেকদিন মাথায় ধাক্কা খাওয়া হয় না .... কেন হয় না কে জানে ।

আবার পিপড়া খেয়ে ফেললে বাসার কাজের মেয়েটা বলত , সাঁতার শিখতে পারব । এই জীবনে কত পিঁপড়াই তো খেলাম , এক ফোটা সাঁতার শেখাও তো হল না .....

মানুষের ভাবনা গুলো অনেক বিচিত্র

০২ রা মার্চ, ২০১০ সকাল ৯:২৬

আনহা বলেছেন: আসলেই বিচিত্র সব ভাবনা ...
কথার মাঝে টিকটিকি টিকটিক করে ডেকে উঠলে ভাবতাম কথাটা সত্যি....পরে যাওয়া দাত ফেলার জন্য কত যে ইদুরের গর্ত খুজেছি..
সবচেয়ে ভালো লাগতো খাওয়ার সময় যখন কেউ বলতো...দুইবার না নিলেতো পরে যাবে.. :)
কত আজব আজব ভাবনা।
ভালো থাকবেন।

৮| ১৪ ই মার্চ, ২০১০ রাত ৩:৩৯

রাগ ইমন বলেছেন: ২য় পর্ব দিলাম , আশা করি পড়ে দেখবেন।

১৮ ই মার্চ, ২০১০ দুপুর ২:৩৭

আনহা বলেছেন: অনেক ধন্যবাদ আপানকে ....অবশই পড়ব

৯| ১৪ ই মার্চ, ২০১০ রাত ৯:৪১

সোহায়লা রিদওয়ান বলেছেন: কেউ সারাদিন বাসায় বসে থাকলে কি হয় জানেন ?

২৫ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৫

আনহা বলেছেন: শিকড় গজায়...;-)...গাছ হয়...

১০| ১৭ ই মার্চ, ২০১০ ভোর ৬:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলবে …
পাপড়ি ফু দিয়ে উইশ করলে আশা পূর্ণ হয়ে যাবে …
জিভে কামড় পড়লে কেউ গালি দিয়েছে ...
বিষম খেলে কেউ মনে করেছে …
ছোটবেলার কিছউ ছবি হঠাৎ চোখে ভাসতে লাগলো, ফিজিক্সটা যদি না পড়তাম তাহলে সত্যি একটা সাদা মাটা জীবন উপ হার পেতাম!

১৯ শে মার্চ, ২০১০ রাত ৯:২৬

আনহা বলেছেন: আগে আব্বু খাবার সময় বিষম খেলেই বলত দাদী মনে করেছে আব্বুকে....দাদী এখন আর বেচে নেই..... এখন বিষম খেলেই বেশি করে মনে পরে দাদীর কথা।
ছোটবেলায় খুব বড় হতে চেতাম...মনে হত বড়দেরই সব সুখ,স্বাধীনতা ....বড়দের জীবনে যে এত জটিলতা এটা বুঝি নাই।

ফিজিক্সটা না পড়লেও হয়েতো আপনার জীবনটা এমনই থাকত....:-)
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.