![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা গিটার কেনার সখ জেগেছিল যখন ইন্টার সেকেন্ড ইয়ার এ পরি। অমুক টা আমাকে কিনে দিতেই হবে দিতেই হবে, বাবার কাছে কোন দিন কোন কিছু এমন ভাবে চাইনি। আর আমি ছোট বেলা থেকেই বাস্তব বাদি। বাবা মার কাছে কিছু চাইলে যদি না পেতাম তো বুঝে নিতাম হয় তো তা এখন আমাকে দেওয়া সম্ভব না। মার কাছে হয় তো কিছু চেয়েছি না দিতে পারলে জোর করি নি। একটু মন খারাপ করে বসে থেকেছি তার পর ভুলে গেছি।
আর তখন তো অনেক বড় হয়ে গেছি দারিদ্রতার সাথে বেশ সু পরিচিত। জানি আমার মত ছেলের গিটার এর আবদার করা মানায় না। সেদিন বাবাকে সাহস করে বলেই ফেলেছিলাম বাবা আমার একটা গিটার লাগবেই। আমাকে গিটার কিনে দিতেই হবে।
তার পর ফোনের ও পাশ থেকে যা শুনলাম, সেদিন বাবার প্রতি অনেক মন খারাপ হয়েছিল। অনেকটা রাগ এর স্বরেই কাঁদতে কাঁদতে বলেছিলাম, জীবনে এত করে কিছু চাই নি আজকে চেয়েছিলাম, ৪০০০ টাকা আমাকে দিতে পারলে না?
এই শেষ আর কোন দিন কোন কিছু চাইব না, যেদিন কামাই করতে পারব সেদিন হয় তো গিটার টাই আগে কিনব।
একটা টিউশনি পেয়েছি। পরাচ্ছি এক মাস ও এখনো হয় নি টিউশনি সহজে পাউয়া যায় না বলে কত বেতন দিবে তাও জিজ্ঞাশ করি নি।
মা সেদিন ফোন করে বল্ল, বাবা সেদিন বল্লি একটা টিউশনি পেয়েছিশ এই মাসে ভার্সিটির জন্য টাকা কিছু কম পাঠালে হবে না?
কিছুক্ষণ চুপ করে থেকে বলে দিয়েছি, হবে।
জানি না কত দিবে তবে ২ মাস এর টিউশনির টাকা দিয়ে হয় তো একটা গিটার হয়ে যাবে।
গিটার বাজাতে হলে একটা ঝুল বারান্দা দরকার, একটা বারি ছাদ দরকার একটা জোছনা রাত্রি দরকার।
আমি যেখানে থাকি এখানে ঝুল বারান্দা নেই, বাড়ির ছাদে যাওয়া মালিকের নিষেধ।
রুমের ছুট্ট জানালা দিয়ে তাকালে কিছু আকাশ ছুয়া বিল্ডিং এর মাথা দেখা যায় জোছনা দেখা যায় না।
আজকে হঠাৎ করে বাবার সাথে সেদিনের ফোন আলাপ গুলো মনে পরছে,
আজকে আবার বাবাকে ফোন করে বলতে ইচ্ছা হচ্ছে বাবা আমার একটা ঝুল বারান্দা লাগবে আমার একটা বাড়ির ছাদ লাগবে আমার একটা জোছনা রাত লাগবে...
২| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
প্রাচীন কালের অধিবাসী বলেছেন: হাহা খুজে দেখব
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৩
মোঃ আব্দুল্লাহ আল গালিব বলেছেন:

ঝুল বারান্দার অপজিটের বাসায় একটা বালিকা থাকলে আরো ভালো হয়