![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৭-১২-২০১৫
রাত ৮ঃ৩০, এক বড় ভাইএর সাথে মিপুর ১১ নাম্বার এরিয়ায় হাঁটছিলাম।
হঠাৎ দেখি রাস্তার পাসে এক ৮০-৯০ বয়সী ব্রিদ্ধা মহিলা হাত পেতে দারিয়ে আছে। ভিক্ষা করছে।
দেখে খুব কষ্ট লাগলো, ৮০-৯০ বয়স হয়েছে, শুধু নিজের ইচ্ছায় দুনিয়া থেকে জেতে পারে না তাই হয় তো বেঁচে থাকার তাগিদে ভিক্কা করতে হচ্ছে।
ভাবলাম কিছু দান করা উচিত। আমার পাতলা সিতলা ওজনহিন মানিবেগ থেকে একটা ২ টাকার নোট মহিলার হাতে দিলাম......
মহিলা আমার দিকে কেমন করে জানি তাকাল, কিন্তু টাকাটা নিল। মহিলার দৃষ্টির সামনে নিজেকে খুব খুদ্র মনে হল। লজ্জায় তারাতারি করে চলে আসলাম।
হাঁটছি আর কেমন জানি একটা ল্পজ্জায় মরে যাচ্ছিলাম।
কিছুক্ষন হাঁটার পর ডিসিশান টা নিএই নিলাম।
ভাই কে ওইখানে দারকরিএ রেখেই দৌরে মহিলার কাছে গেলাম,মহিলা একটু অবাক হল, তার পর মহিলার হাতে মানিবেগ এর শেষ ১০ টাকার নোট টা তুলে দিলাম।
মহিলা আমার দিকে আবার তাকাল তবে সেই দৃষ্টি তে ছিল অন্য কিছু......
চলে আসার সময় মহিলার ঠুটের কোনায় হয় তো একটু হাসিও দেখতে পেয়েছিলাম,কি জানি রাতের বেলা হয় তো আমার দেখার ভুলও হতে পারে......
সাথে বড় ভাইটি না থাকলে হয় তো রিকশা ভারাটা হতো না, হয় তো হেটেই বাসায় ফিরতে হতো...... কিন্তু সেই হাটায় কোন লজ্জা থাকতো না......
বাসার দিকে হাঁটছিলাম আর অসাধারন এক আনন্দে মনটা ভরে উটছিল
জানেন কি এই আনন্দ গুলু হাজার টাকার থার্টিফাস্ট কিংবা কোন বার্থডে পার্টি তে পাওয়া যায় না......
এগুলু শুধুই কিছু ১০ টাকার নোটের মধ্যে লুকিয়ে থাকে......
©somewhere in net ltd.